![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Hello! I am Sajia. Gardening is my hobby.Cooking is my passion.Stitching and Knitting is also my favorite. \nwww.safrinlipi.wordpress.com.\nwww.safrinlipi.blogspot.com\nযদি সময় পান তাহলে দেখতে পারেন:\nhttp://www.somewhereinblog.net/blog/safrinlipi
View this link
গত তিন বছর আমি আমার ব্যালকনিতে এবং জানালার ফলকে তিল চাষ করে আসছি. কিন্তু এই বছর এটা গত বছরের মত ছিল না. তিল গাছের বৃদ্ধি, ফুল ও বীজ সব কিছু খুব কম ছিল.
তিল গাছ ও ফুল.
তিল বীজ তুলার পর, নতুন কুঁড়ি ও ফুল.
তিল বা তিল বীজ .
১৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫০
সাফরিনলিপি২ বলেছেন: আপনাকে ধন্যবাদ।
২| ১৪ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৫১
মনিরা সুলতানা বলেছেন: বাহ দারুন ...
আমি আমার ব্যাল্কনিতে করেছি
পুই শাক , লেবু , করলা , ধনেপাতা , কাঁচা মরিচ , এলোভেরা ।।
আপনি কুয়েতে মাটি কোথায় পান ?
আমার এখানে মাটি নেই
১৬ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০৬
সাফরিনলিপি২ বলেছেন: আমি আমার ব্যাল্কনিতেও ফুল ফলের লেবু , করলা , ধনেপাতা , কাঁচা মরিচ , এলোভেরা,আম,কাঠাল,খেজুর, আতা আরো ধরনের গাছ লাগিয়েছি। বছরে দুই বার গরমে ও শীতে এখানে গাছ মারা যায় আর আমি সারা বছর ধরে লাগাতে থাকি। মাটির কথা বলছেন বালি ছাড়া তো কিছুই নেই। সারা বছর কম্পোস্ট বানাতে থাকি সাথে বালি,পটিং সয়েল মিশিয়ে আমার বাগান করা।
আপনাকে অনেক ধন্যবাদ।
৩| ১৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৭:২২
জাফরুল মবীন বলেছেন: তিল দেখলেও জন্মেও কোনদিন তিল গাছ বিশেষতঃ তিল ফুল দেখিনি!
আপনার এ অনবদ্য পোস্টের কারণে সেটা সম্ভব হলো।
আপনাকে অসংখ্য ধন্যবাদ বোন সারফিন লিপি।
১৬ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১৪
সাফরিনলিপি২ বলেছেন: জেনে খুবই ভাল লাগছে। শুধু তিলই না আমার কাছে , আতা, আনার,তেতুল,আবাকাডো,ফণীমনসা,বিভিনন ধরনের তুলসি ছারাও অনেক ধরনের গাছ আছে।
ভাইয়া আপনাকেও ধন্যবাদ ।
৪| ১৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:১৯
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: তিল ফুল দেখা হয় নাই---- আপনার বদৌলতে দেখা হলো
ধন্যবাদ শেয়ার করার জন্য
১৬ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১৫
সাফরিনলিপি২ বলেছেন:
আপনাকে অসংখ্য ধন্যবাদ বোন।
৫| ১৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:০১
এহসান সাবির বলেছেন: সুন্দর শেয়ার।
১৬ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১৬
সাফরিনলিপি২ বলেছেন: আপনাকে ধন্যবাদ ।
৬| ১৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:০৪
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সত্যি সত্যিই পরিশ্রমী এবং শিল্পমনা।
১৬ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২০
সাফরিনলিপি২ বলেছেন: কি বলবো বুঝতে পারছিনা, আমি সম্মানিত ।
আপনাকে অনেক ধন্যবাদ।
৭| ১৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩৮
সুফিয়া বলেছেন: ছোটবেলায় দেখেছি। শৈশবের কথা মনে করিয়ে দিলেন।
ধন্যবাদ আপনাকে।
১৬ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২২
সাফরিনলিপি২ বলেছেন: শৈশবের কথা মনে করিয়ে দিতে পেরে ভাল লাগলো। ভাল থাকুন।
আপনাকেও অনেক ধন্যবাদ।
৮| ১৬ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২০
মনিরা সুলতানা বলেছেন: আমি পটিং সয়েল এর সাথে ইউস করা চা পাতা দিচ্ছি ...
মাত্রই আসলাম কিনা বুঝতে পারছি না গরমের সময় এর অবস্থা
আপনার মত করে মাটি বানানোর চেস্টা করব ।
ধন্যবাদ আপু
১৬ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২৬
সাফরিনলিপি২ বলেছেন: আমিও ইউস করি তবে গাছের গোরায় খুবই ভাল কাজ করে সাথে ভাল ফলনও হয়।
আপনাকে অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৪ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৪৬
বংশী নদীর পাড়ে বলেছেন: দারুন তো।