![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার স্বপ্নগুলো ধূসর হলেও বাস্তবায়নগুলো রঙিন করব ।
চারিদিক উত্তাল ,
বাতাসের শো শো শব্দ ৷
হঠাত্ হঠাত বজ্রপাত,
এ যেন এক ভয়াল কাল রাত ৷
এমনি একটি ঝড়ের
রাত্রিতে তুমি এসেছিলে সেদিন
ভালোবেসেছিলে অকৃত্রিম
পাগল করা হাওয়ায়,
তুমি আর আমি একাকার ছিলাম।
আজও তেমনি ঝড়ো রাত্রিতে
এক কাপ চা হাতে বসে আছি
শুধু তুমি নেই ৷
©somewhere in net ltd.