![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার স্বপ্নগুলো ধূসর হলেও বাস্তবায়নগুলো রঙিন করব ।
এই লেখাটার প্লট হঠাৎ করেই মনে পড়ল ৷
তাই লেখলাম ৷ লেখাটা পড়ে অনেকেই হয়ত
ভাববেন আমি যে এত বড় বড় লেকচার
দিচ্ছি আমি নিজে কি এগুলো মানি ৷
আসলেই তো আমি নিজেও তো অনেক সময়
এগুলো মানি না মনের অজান্তে করে ফেলি ৷
অবশ্য পরে খারাপও লাগে ৷ যাই হোক
ঘটনা বলি.......
আমি তখন ক্লাস ৪ কি ৫ এ পড়ি ৷ একবার
নানুবাড়ি বেড়াতে গিয়েছিলাম ৷ তো কিছুদিন
পরের ঘটনা হঠাত রাতে চোর চোর শব্দে ঘুম
ভেঙ্গে যায় ৷ আব্বার সাথে আমিও
বাইরে বের হই ৷ বের
হয়ে দেখি অনেকে মিলে একটা লোককে
প্রচন্ড রকমের পিটাচ্ছে ৷ মাইরের পরিমান
এতই ভয়াবহ ছিল যে লোকটা অজ্ঞান
হয়ে যায় ৷ বুঝেনই তো পাবলিক
পিটুনি কি হতে পারে ৷
আমি আব্বাকে জিজ্ঞেস করলাম
যে লোকটাকে এভাবে মারছে কেন ৷ আব্বু
বলল লোকটা নাকি সাইকেল
চুরি করতে যেয়ে ধরা পড়ছে ৷ কিন্তু তখন
আমার এতটা বোঝার বয়স হয়
নি বলে বুঝতে পারি নি যে সামান্য চুরির
জন্য এভাবে মারবে ৷ পুলিশে দিয়ে দিলেই
তো হয় ৷ এই কথাটা আমি আব্বাকে বললাম
তো আব্বা বলল পুলিশে দিলে কিছুদিন পর
ছাড়া পেয়ে একই কাজই করবে ৷ এরপর
আমি আর কিছু ভেবে পেলাম
না যে তাহলে এরা করবে কি ৷ ...
যাই হোক এরকম ঘটনা বহু
ঘটছে এবং ঘটবে ৷
--------------------------
এই ঘটনাটা যখন ইন্টারমিডিয়েট ২য়
বর্ষে ছিলাম তখনকার ৷ একবার নটরডেম
কলেজে সায়েন্স ফেয়ারে গেছিলাম ৷
তো যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন
ফুটপাথে বসা দোকানগুলো দেখতে দেখতে
যাচ্ছিলাম ৷ হঠাত
একটা দোকানে দাড়িয়ে কিছু
একটা দেখছিলাম ৷ এরপর একটা লোক
এসে একটা জিনিস নিয়ে দোকানদারের
সাথে দামাদামি করে ৫০০ টাকার একটা নোট
দিল ৷ তো দোকানদার জিজ্ঞেস করল কত
টাকার নোট দিলেন ৷ লোকটা বলল ক্যান
চোখে দেখ না কানা নাকি ৷ দোকানদার বলল
জি স্যার আমি চোখে দেখি না ৷ আপনি একটু
দাড়ান আমি টাকাটা ভাঙতি করে আনি ৷
তখন ক্রেতা লোকটি বলল টাকাটা আবার
মাইরা দিও না ৷....তখন
আমি মনে মনে ভাবি যেখানে অন্ধ
দোকানদার মানুষগুলোর ওপর বিশ্বাস
করে এখানে দোকান
দিতে পারছে সেখানে এই মানুষ
গুলো তাকে বিশ্বাস করতে পারছে না যার
পক্ষে এই দোকান ছেড়ে ৫০০
টাকা নিয়ে হাওয়া হয়ে যাওয়া সম্ভব না ৷ যাই
হোক দোকানদার
অবশেষে টাকা ভাঙতি করে এনে দিয়েছিল ৷
___________________
আর কি বলব প্রত্যেকদিন যখন
বাসে উঠি তখন এরকম কাহিনী তো থাকবেই
যে সবাই মিলে হেলপারের ওপর চড়াও
হইছে এগুলো নিত্য দিনের কাহিনী ৷ আর
এসব কাহিনী এতটাই পরিচিত
যে এগুলো এখন আমাদের গায়ে লাগে না ৷
কিন্তু আমরা এতটুকু
ভেবে দেখি না যে আমরা যাদের সাথে এই
ব্যাবহার গুলো করি সেগুলো ঠিক না ৷ হয়ত
যাদের সাথে এই ব্যবহার করি তাদেরও কিছু
না কিছু দোষ থাকে কিন্তু
তারা তো এগুলো এমনি করে না পেটের
দায়ে করে ৷ ..
____________
অনেক লেকচার দিয়া ফেলছি আমি নিজেও
এরকম করি ৷ এটাই হয়ত সমাজের নিয়ম ৷
©somewhere in net ltd.