![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার স্বপ্নগুলো ধূসর হলেও বাস্তবায়নগুলো রঙিন করব ।
পুরোনো দিনের কিছু স্মৃতি
নাড়া দিয়ে যায় মনকে ৷
দিন যায়, মাস আসে
মাস যায়, বছর আসে,
তবুও স্মৃতিগুলো স্মৃতিই থেকে যায় ৷
ফ্রেমে বাধানো সোনালী দিনগুলো,
মনের ক্যানভাসে ধূসর হয়ে রয় ৷
তবুও স্মৃতিগুলো স্মৃতিই থেকে যায় ৷
কিছু মধুর কিছু কষ্টের
কিছু আনন্দের, কিছু বেদনার
স্মৃতিগুলো ফ্রেমে বাধা হয়েই থাকে ৷র
©somewhere in net ltd.