![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার স্বপ্নগুলো ধূসর হলেও বাস্তবায়নগুলো রঙিন করব ।
মাগো আমার লক্ষ্মী মা,
কেমন আছ তুমি?
দেখিনা তোমায় কত দিন,
ব্যাকুল দু নয়ন ৷
মাগো আমার মমতাময়ী,
রেখেছ ভালোবাসায় সিক্ত ৷
বিনিময়ে তোমায় দেইনি কিছুই,
দিয়েছি শুধুই কষ্ট ৷
মাগো আমার আদরিনী,
বিনিদ্র কত রাত
রোগে-শোকে পাশে থেকে ,
রেখেছ ধরে হাত ৷
মাগো আমার স্নেহময়ী,
যেওনা আমায় ছেড়ে
আজীবন তুমি রেখো আমায় ,
তোমারই চরন তলে ৷
©somewhere in net ltd.