![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার স্বপ্নগুলো ধূসর হলেও বাস্তবায়নগুলো রঙিন করব ।
গত ২০ মে আমি আমার এক বন্ধুর সাথে ময়মনসিংহ দেখা করার জন্য ময়মনসিংহ মেডিকেল যাচ্ছিলাম । ইছা লোকাল ট্রেন এ যাব । তাই ২০ তারিখ বিকাল ৫ টায় এয়ারপোর্ট স্টেশন গেলাম । লোকাল ট্রেন তাই সিট না পেয়ে ট্রেন এর ছাদে উঠলাম । আমার সাথে একটি ছেলেও ছাদে উঠসিল । ট্রেন ছাড়ার কিসুক্ষন পর ছেলেটার সাথে এক লোকের পরিচয় হয় ।সেই লোকটা অই ছেলেকে বলল জয়দেবপুর স্টেশন নেমে ভিতরে বসবে , ছেলেটাও রাজি হল । জয়দেবপুর আসার পর অই লোকটা আগে ছাদ থেকে নেমে গেল । তারপর ছেলেটাকে নামতে বলল । ছেলেটা তার ব্যাগ টা অই লোকের হাতে আগে দিল এবং ছেলেটা অনেক কস্টে ছাদ থেকে নিচে নামল । কিন্তু নিচে নেমে সে দেখে সেই লোকটা নেই সাথে তার ব্যাগও নাই । তখন ছেলেটা কান্নাকাটি সুরু করল এবং বুঝতে পারল তার ব্যাগ গেছে । এইভাবে অনেকেই বোকামি করে । তাই সাবধান যত কষ্টই হোক ঝুঁকিপূর্ণ ভাবে ছাদে ভ্রমন করবেন না ।
২| ২৮ শে মে, ২০১৪ রাত ৯:৫৭
মোমের মানুষ-২ বলেছেন: সতর্কতার বিকল্প নেই
৩| ২৮ শে মে, ২০১৪ রাত ১০:০৩
ঢাকাবাসী বলেছেন: কোটি কোটি টাকার অস্ত্র না কিনে কয়েক ডজন ইন্জিন আর কয়েক শ রেল কোচ কেনা উচিত, তাতে মন্ত্রী আমলাদের কমিশন কম আসবে , তবু!
৪| ২৮ শে মে, ২০১৪ রাত ১০:৫৯
শূন্য সাগর বলেছেন: ঠিক বলেছন ।
৫| ২৯ শে মে, ২০১৪ সকাল ৯:১৮
আজীব ০০৭ বলেছেন: সতর্কতার বিকল্প নেই
©somewhere in net ltd.
১|
২৮ শে মে, ২০১৪ রাত ৯:৩০
খাটাস বলেছেন: সর্ব ক্ষেত্রে সরল মনে বিশ্বাস ঝুঁকিপূর্ণ