নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাধারণ মানুষ,সাধারণ ভাবে বেচে থাকাই কাম্য।

শূন্য সাগর

আমার স্বপ্নগুলো ধূসর হলেও বাস্তবায়নগুলো রঙিন করব ।

শূন্য সাগর › বিস্তারিত পোস্টঃ

সুপারম্যান

০৪ ঠা নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৪

১। ছেলেটার খুব অসুখ। টাকার
অভাবে চিকিৎসা হচ্ছে না। তার মা সারাদিনই
কান্নাকাটি করছে। কিন্তু সুপারম্যান?
সে তো ছেলের চিকিৎসা করার জন্য যা করা দরকার
তার সবই করছে। অবশেষে সুপারম্যানই টাকা যোগার
করে ছেলের চিকিৎসা করিয়ে ছেলেকে সুস্থ
করে তুলল। কিন্তু এই টাকা যে সে কিভাবে যোগাড়
করল, এবং কত কষ্ট করে যোগাড় করছে তা শুধু
সুপারম্যানই জানে।
২। আজ মেয়েটার জন্মদিন। সেই সকাল
থেকে বসে আছে মুখ ফুলিয়ে। আজ কেউ তাকে গিফট
দেয় নি। তাকে আদরও করে নি। কিন্তু
রাতে সুপারম্যান হঠাৎ করেই তাকে তার
সবচেয়ে পছন্দের গিফট আর এত্তগুলা আদর দিল আর
তখনি মেয়েটার মুখে হাসি ফুটল।
৩। মধ্যবিত্ত পরিবার। সবকিছুই হিসেব করে চলে। তার
উপর ছেলেটার সেমিস্টার
ফি দিতে না পারলে এবার পরীক্ষাই
দিতে পারবে না। কিন্তু সুপারম্যান তো আছেই। ভয়
কি? যেভাবেই হোক টাকার বাবস্থা হয়ে যাবে।
কে এই সুপারম্যান? উপরের ঘটনাগুলো কি কাল্পনিক?
এই সুপারম্যান আমাদের প্রত্যেকের বাবা। যারা সবসময়
সন্তানের মাথার উপর ছায়ার মত থাকে। কিন্তু
আমরা বুঝতে পারি না। বিপদে-আপদে, সুখে-দুখে,
পাশে তাকে পাওয়া যায়। কিন্তু আমরা তাকে কতটুকুই
বা উপলব্ধি করি ( সবাই সমান না )। আমাদের জন্য কত
ত্যাগ স্বীকার করে তা আমরা কল্পনাও
করতে পারি না বা কখনও করিও না। সঠিক
উপলব্ধি তখনি করি যখন সুপারম্যানটা থাকে না।
আর উপরের ঘটনাগুলো হয়ত আমার কল্পনা কিন্তু এইগুলাই
বাস্তবে ঘটে। এইগুলা তার কিছু নমুনা মাত্র।
আসলেই দুনিয়ার প্রত্যেক বাবারাই সুপারম্যান।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.