![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার স্বপ্নগুলো ধূসর হলেও বাস্তবায়নগুলো রঙিন করব ।
বিসিএস তুমি কার জন্য??
বাংলাদেশের প্রায় সকল পরীক্ষায় প্রায় সব জায়গাতেই কোটা থাকে, দোষের কিছু না সেটা অবশ্যই। কিন্তু সেইটা এমন পরিমাণ না যাতে সাধারণ মানুষগুলো এই কোটার নিচে চাপা পড়ে। কিন্তু একমাত্র এই বিসিএস যেটা পাশকৃত হাজার তরুণের সপ্ন, সেখানে কোটার পরিমাণই এত যে অর্ধেকেরও বেশি। তাহলে আমাদের মত সাধারণ মানুষগুলো কই যাবে!!!
৩৮ তম বিসিএস
মোট পদ:২০২৪
মুক্তিযোদ্ধা কোটা :৩০%
মহিলা কোটা:১০%
জেলা কোটা:৫%
প্রতিবন্ধি কোটা:১%
উপজাতি কোটা:৫%
মোট কোটা:৫৬%
সাধারন :৪৪%
২০২৪ এর ৫৬% =১১৩৪
বাকি মাত্র ৮৯০ টা সিট দেশের সকল অভাগাদের
জন্য!!!
দেশে আরেক টা যুদ্ধ দরকার,যুদ্ধ করুম,তাইলে পরের জেনারেশন একটা কোটা পাইবো।আর তা না হইলে একটা উপজাতি বিয়ে করা লাগবো। :/ :/
২০ শে জুলাই, ২০১৭ রাত ১১:৫৩
শূন্য সাগর বলেছেন: আসলেই
২| ২০ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:১৮
লর্ড অফ দ্য ফ্লাইস বলেছেন: চাকমা মেয়ে বিয়ে করেন। সুন্দরী আর আচার ব্যবহারও অনেক ভালো।
কোটার কথা আর কি বলব। সাধারণ অফিসার ক্যাশের পরীক্ষায় যারা এমসিকিউ পাশ করতে পারে না, বন্দুকধারীদের জন্য স্পেশাল পরীক্ষা দিয়ে তারা সিনিয়র অফিসার হয়ে বসে আছে। কয়দিন আগে প্রতিবেশি ব্যাংকে প্রায় ছয়শ বন্দুকধারী নিয়োগ পেলো। অথচ লাখ লাখ যোগ্যতর প্রার্থী বেকার বসে আছে। আর আমরা যারা কাঠখড় পুড়িয়ে এখানে এসেছি তাদের জন্যও এটা অপমানজনক। আমাদের নিচের র্যাংকে যাদের জায়গা হবার কথা না তারাই এখন আমাদের সহকর্মী।
৩| ২০ শে জুলাই, ২০১৭ রাত ১১:৫৩
শূন্য সাগর বলেছেন: তাই করতে হবে মনে হয়
©somewhere in net ltd.
১|
২০ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:১৫
চাঁদগাজী বলেছেন:
"মুক্তিযোদ্ধা কোটা :৩০% "
-মুক্তিযোদ্ধা কোটাটা'তে সমস্যা আছে; এখানে ভুয়া-মুক্তিযোদ্ধাদের সন্তানেরা বেশীর ভাগ সুবিধা নিচ্ছে; আসল মুক্তিযোদ্ধারা বেশীর ভাগ ছিলেন ইপিআর, বেংগল রেজিমেন্ট ও চাষীর ছেলেরা; এদের ছেলেমেয়েরা বিসিএস অবধি পৌছেনি। শুধু ছাত্র মুক্তিযোদ্ধাদের সন্তানেরা এগুলোতে যেতে পেরেছেন।
ভুয়াদের সন্তানেরাই বেশী সুযোগ নিচ্ছে।