নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাধারণ মানুষ,সাধারণ ভাবে বেচে থাকাই কাম্য।

শূন্য সাগর

আমার স্বপ্নগুলো ধূসর হলেও বাস্তবায়নগুলো রঙিন করব ।

শূন্য সাগর › বিস্তারিত পোস্টঃ

নায়ক নাকি খল নায়ক

২১ শে জুলাই, ২০১৭ দুপুর ২:২২

আমার পাশের বাসায় এক দম্পতি দেখেছি, দেখেছি তাদের হাহাকার, তাদের দীর্ঘশ্বাস। কেন দেখেছিলাম? তাদের বিয়ের ১০ বছরেও কোন সন্তান হয় নাই। একটা সন্তানের যে হাহাকার তা খুব কাছে থেকে কাউকে না দেখলে বোঝা যাবে না। একটা দম্পতির পূর্নতা আসে সন্তানের মাধ্যমেই। কিন্তু আজকালকার যুগে, হ্যা আমি সেলিব্রেটিদের কথাই বলছি বেশিরভাগ ক্ষেত্রে তাদেরই দেখা যায়, কিভাবে তারা এতটা নিষ্ঠুর হতে পারে!! কারন?? এই যে কিছুদিন আগে দেখলাম শাকিব খান- অপু বিশ্বাস জুটি তারা আদৌ বিবাহিত কিনা জানি না। কিন্তু তাদের কোলে একটা ফুটফুটে ছেলে। কিন্তু কেউ কি বলতে পারেন এই ছেলের ভবিষ্যত কি?? একটা ব্রোকেন ফ্যামিলিতে বেড়ে ওঠা। যা খুবই কষ্টদায়ক।
এবার আসি কালকের ঘটনায়। খুব জনপ্রিয় আর অনেকের কাছে ভালবাসার আইকন হিসেবেও পরিচিত দম্পতি তাহসান - মিথিলা যারা কিনা ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছে। তাদের কোলেও কিন্তু একটা ফুটফুটে মেয়ে সন্তান আছে। চিন্তা করতে পারেন এই বাচ্চাটির কি অবস্থা হবে এইরকম ব্রোকেন ফ্যামিলিতে বেড়ে ওঠার কারনে। তার মানসিকতাই চেঞ্জ হয়ে যাবে। তারা তো ভালবেসেই বিয়ে করেছে। তাদের ভালবাসার ফসলই তো এই কন্যা সন্তান। আর পরিশেষে ভালবাসার ফলাফল এমন ভয়াবহ যা এইসব বাচ্চাদের উপর প্রভাব ফেলে। তাহলে এই ভালবাসার অর্থ কি?? এই বাচ্চাগুলো কি দোষ করেছে?? এইসব সেলিব্রেটিরা শুধু পর্দার ভিতরেই নায়ক নায়িকার চরিত্র ফুটিয়ে তুলতে পারে, কিন্তু বাস্তব জীবনে তারা এক একজন খলনায়ক।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২১ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:১৯

সনেট কবি বলেছেন: এরা খুব খারাপ দৃষ্টান্ত স্থাপন করল।

২| ২১ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:২৬

শূন্যনীড় বলেছেন: হেদের মন ভরে না কিছুতেই!!

সুন্দর বলেছেন, বাচ্চার জীবন বিপন্ন!!!

৩| ২২ শে জুলাই, ২০১৭ সকাল ৯:২৯

রুহুল আমিন খান বলেছেন: বুড়া বয়সে এই সব বাপ মা সন্তানের কছে স্থান পায় না ওল্ডহোমে যাওয়া লাগে।
কার্মা ইজ দ্যা বিচ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.