নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমার আর আমার দূরত্ব রাস্তার এপার ওপার।তুমি দাড়িয়ে আছো আমার আশায়আমি অপেক্ষায় আছি যাবো কখন!

মেঘ প্রিয় বালক

একটা কৃষ্ণচূড়া গাছ। শুষ্ক অঞ্চলে গ্রীষ্মকালে কৃষ্ণচূড়ার পাতা ঝরে গেলেও, নাতিষীতোষ্ণ অঞ্চলে এটি চিরসবুজ।

মেঘ প্রিয় বালক › বিস্তারিত পোস্টঃ

আঁচলের শীতলতার অপেক্ষা

১৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৫

দৃশ্যপট ০৪
তারিখ:-১২/০৮/২০১৫
আজ অনেক রোদ পড়েছে,
তারপরেও কলেজে যেতেই হবে!
ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কলেজের
পথে রওয়ানা হলাম,
দুভার্গ্যবশত আজকেও মানিব্যাগের
অবস্থা খারাপ,তাই লোকাল বাসে
করে যেতে হবে,
উঠলাম লোকাল বাসে,১০ মিনিটের এই
রাস্তা পার হতে হতে আমি ঘেমে
ভিজে একেবারেই শেষ,ঠান্ডা হওয়ার
জন্য ক্লাসে গেলাম পাখার
নিচে,কপাল খারাপ থাকার কারনে
পাখার বাতাস আর আমার কপালে
নসিব হলো না!!
কারন বিদুৎ নেই!
ঠান্ডা হওয়ার জন্য লেক পার্কে
গেলাম,,
জানো আমাদের কলেজের লেক
পার্কটা অনেক সুন্দর!
প্রতিদিন এখানে অনেক couple বা love
bird রা জমিয়ে আলাপ করে,,
জানো আমি লেক পার্কে গেলে
প্রায় সময় একাই বসি, ডান পাশে
কাউকে বসতে দেই না, কারন ওই
জায়গাটা তো তোমার নামে মোহর
লাগানো!
কিভাবে বসতে দেই!!
খুব খারাপ fell হয়,যখন দেখি অন্যরা
পাশের কোন মেয়েকে নিয়ে জমিয়ে
আড্ডা দিতেছে,যাদের মাঝে শুধু
আমিই একা!!
পাশে এমন কেউ নেই,যে কিনা এসে
তার আঁচল দিয়ে আমার মুখের ঘাম মুছে
দিবে এই ক্লান্ত ভরদুপুর গরমে,!

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!"!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫০

নজসু বলেছেন:



খুব সুন্দর।
ব্লগে স্বাগতম।

২| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০২

মেঘ প্রিয় বালক বলেছেন: ধন্যবাদ ভাই, দোয়া করবেন!

৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২১

মেঘ প্রিয় বালক বলেছেন: আমার লগইন ভিজিটরদের মত হচ্ছে,,ফুল ভার্সন পেজ আসে,যখন আমার ব্লগে ক্লিক করি তখন ভিজিটরদের মত আসে,,ফুল পেজ আকারে আসে না,প্লীজ সমস্যার সমাধান কি?

৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩৫

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনার সামু বিষয়ক কোনো সমস্যা থাকলে আমার ব্লগে মন্তব্য করুন....
আপনার পোস্ট দেখেই বোঝা যায় মোবাইল দিয়ে পোস্ট করা...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.