নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমার আর আমার দূরত্ব রাস্তার এপার ওপার।তুমি দাড়িয়ে আছো আমার আশায়আমি অপেক্ষায় আছি যাবো কখন!

মেঘ প্রিয় বালক

একটা কৃষ্ণচূড়া গাছ। শুষ্ক অঞ্চলে গ্রীষ্মকালে কৃষ্ণচূড়ার পাতা ঝরে গেলেও, নাতিষীতোষ্ণ অঞ্চলে এটি চিরসবুজ।

মেঘ প্রিয় বালক › বিস্তারিত পোস্টঃ

coming soon ভালবাসা দিবস।

০৪ ঠা জানুয়ারি, ২০১৯ রাত ১২:১৭


দৃশ্যপট:-(১১)
সব চেয়ে সুন্দর কথাটিকে মানুষ সব থেকে বেশি ভয় পায়
l যত সহজ করেই "আই লাভ ইউ কথাটা বলা হোক না কেন
পরিস্থিতি সব সময় জটিল হয়ে উঠে !
~
এই একটা কথা বলার জন্য না জানি কত রোমীওরা
পাড়াতো ভাইদের হাতে ঠেঙানি খেয়েছে l না জানি
কত ছেলের ঘরে ঢোকা বন্ধ হয়ে গেছে প্রেমিকার
বাবার নালিশ শুনে l
~
আবার এমনও হয়েছে এই একটা কথা বলতে না পেরে কত
মানুষ বুক ভরা ব্যথা নিয়ে কত রাত ধরে জেগে আছে !
~
অথচ প্রত্যেকটা মানুষের অধিকার আছে প্রত্যেকটা
মানুষকে ভালবাসার l যেকোন রিক্সাওয়ালা তার
সুন্দরী প্যাসেঞ্জারকে ভাড়া নিতে নিতে বলতে পারে
আপা লাভ ইউ l মেয়েটার উচিত স্যান্ডেলের দিকে না
তাকিয়ে বলা ও রিয়েলী মাই প্লেজার ডিয়ার l এই লাভ
ইউ মানে তো কাওকে খেয়ে ফেলা না !
~
সমস্যাটা আমাদের l আমরা এই এক "আই লাভ ইউ দিয়ে সব
কিছুকে বুঝাই l "আই লাভ ইউ বললেই আমাদের মনে হয়
কেউ বুঝি আমাদের জড়িয়ে ধরেছে l এক্ষনি ফার্মেসি
থেকে কিছু একটা কিনে বলবে চল ডেটিংয়ে যাই ! না
ব্যাপারটা এমন না "আই লাভ ইউ" দুই টাকার নোট না যে
চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে l
~
সব কিছুতে ভ্যাজাল মেশানো আমাদের অভ্যাস হয়ে
গেছে l অলিতে ভ্যাজাল, গলিতে ভ্যাজাল, পানিতে
ভ্যাজাল l আর সব চেয়ে ভয়ঙ্কর ভ্যাজাল মানুষের
কথাতে ! ঘুষ খাওয়াকে এখন হাদিয়া বলা হয়,
মেয়েদেরকে মাল বলা হয়, এমনকি মাদকের নাম হয়
বাবা ! ফেনসিডিল নাকি মধু, পিস্তল নাকি বই !
~
একটা সময় মা মসজিদ মন্দির কোন শব্দের প্রতিই
মানুষের শ্রদ্ধা পাওয়া যাবেনা l অথচ একটা সুন্দর শব্দ
একটা মনে হাজারটা অনুভূতি এনে দিতে পারে l
প্রাথনায়রত বান্দার প্রতিটা শব্দ সৃষ্টিকর্তাকে কতটুকু
বিমোহিত করে তা শুধু তিনিই জানেন
ছবি'-ইন্টারনেট থেকে।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৯ রাত ১২:৩৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: যেকোন রিক্সাওয়ালা তার সুন্দরী প্যাসেঞ্জারকে
ভাড়া নিতে নিতে
বলতে পারে আপা লাভ ইউ l

.......................................................................................
আমাদের দেশে এটা চালু হয় নাই বা সংস্কৃতির সাথে চলে না
অতএব, স্হান কাল পাত্রভেদে মেনে চলা উচিৎ ।

০৪ ঠা জানুয়ারি, ২০১৯ রাত ১:৫৬

মেঘ প্রিয় বালক বলেছেন: আমি এখানে যা বুঝাতে চেয়েছি,সেটা আপনি হয়তো বুঝেন নি। একজন আরেকজনকে ভালবাসবে চাই রিক্সাওয়ালা হোক বা ভ্যানগাড়ি ওয়ালা। ভালোবাসা স্হান কাল পাএভেদে ভিন্ন। আর সংস্কৃতির সাথে তো অনেক কিছুই চলে না,তার পরেও আমরা চালিয়ে দিচ্ছি।যেমন:-কিছুদিনের আগের ঘটনা সবাই দেখেছে,একজন মহিলা রিক্সার উপরে বসেই রিক্সাওয়াকে পা দিয়ে লাথি দিচ্ছে,চড় থাপ্পর দিচ্ছে,খুব বাজে আর নোংরা ভাষায় গালি দিচ্ছে,অথচ তার অপরাধ কি ছিল,,,অপরাধ ছিলো সে দ্রুত গতিতে রিক্সা না চালানোর কারনে। এটা কি আমাদের সংস্কৃতিতে আছে?
আমার পোস্টে একজন রিক্সা চালকের সাথে ভালবাসা হবে,ভাইয়ের মত,চাচার মত,মামার মত।
ভালবাসার দৃষ্টিকোণ পরিবর্তন করে পোস্টটা আবার পড়বেন,আশা করি বুঝতে পারবেন।
আপা লাভ ইউ মানে কি??
এটার অর্থটাও একটু নিজে নিজেই ব্যাখ্যা করে নিবেন।
ধন্যবাদ পোস্ট পড়ে কমেন্ট করার জন্য।

২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৯ রাত ১:৪৫

অনল চৌধুরী বলেছেন: এইসব তথাকথিত লাভ-এর উদ্দেশ্য যদি হয় শুধু শরীর লাভের জন্য প্রতারণা-৯৯% যা হয়,তাহলে এসব চলতে দেয়া যায় না।
মেয়েটার উচিত স্যান্ডেলের দিকে না তাকিয়ে বলা ও রিয়েলী মাই প্লেজার ডিয়ার- কেন একথা বলবে?
কে কি করবে বা বলবে,সে অধিকার তার আছে।

০৪ ঠা জানুয়ারি, ২০১৯ রাত ২:১১

মেঘ প্রিয় বালক বলেছেন: আপনাকে যদি কাল সকালে কেউ বলে,ভাইয়া লাভ ইউ,তখন আপনিও আপনার অধিকার অনুযায়ী বইলেন।।ভালোবাসা শব্দের অর্থ সব জায়গায় এক না এবং এটার উদ্দেশ্যও এক না।
সম্পর্ক ভেদে ভিন্ন।।
আর অধিকার,কোন অধিকারের কথা বলছেন??আপনি কি আপনার অধিকার সব জায়গাতেই আদায় করতে পারেন,বা করেছিলেন? আপনার অধিকার ছিনিয়ে নেওয়ার মত কোন পোস্ট আমি করিনি।
ধন্যবাদ পোস্ট পড়ার জন্য।
দৃষ্টিকোণ।

৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৪৮

রাজীব নুর বলেছেন: ও আমার নিঠুর বন্ধুরে, তোর লাইগা আইজ হইছি দিওয়ানা। ষোলো আনা পিরিত কইরা পাইছি এক আনা।

০৪ ঠা জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৪

মেঘ প্রিয় বালক বলেছেন: হাছাই কইছেন ভাই!

৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৩

আকিব হাসান জাভেদ বলেছেন: আজই তাকে বলবো আই লাভ ইউ । সাহস পেলাম ।

০৪ ঠা জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:২২

মেঘ প্রিয় বালক বলেছেন: ভাই,এগিয়ে চলুন,সামু ব্লগারবাসী আপনার সাথে আছে। আকিব ভাই আপনি এগিয়ে চলুন,সামু ব্লগার বাসী আছে আপনার সাথে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.