নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমার আর আমার দূরত্ব রাস্তার এপার ওপার।তুমি দাড়িয়ে আছো আমার আশায়আমি অপেক্ষায় আছি যাবো কখন!

মেঘ প্রিয় বালক

একটা কৃষ্ণচূড়া গাছ। শুষ্ক অঞ্চলে গ্রীষ্মকালে কৃষ্ণচূড়ার পাতা ঝরে গেলেও, নাতিষীতোষ্ণ অঞ্চলে এটি চিরসবুজ।

মেঘ প্রিয় বালক › বিস্তারিত পোস্টঃ

প্রিয় নবকলিকা।

২১ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৪২


চিরকুট:০৮
তারিখ:-৭ বৈশাখ,১৪২৬ বাংলা।
ওগো নবকলিকা,
এই মাতাল গ্রীষ্মপবনে হঠাৎ মেঘভাঙা শব্দের এই শহরের পথের ধারে ফুটে থাকা রক্তরঙা রক্তিম জবার কয়েক ফোঁটা বৃষ্টির স্পর্শঘ্রান শুভেচ্ছা পত্রারম্ভকালে।
ব্যস্তময় কোলাহলপূর্ণ নগরীর হিমশীতল করা কোন এক শাখীর আশ্রয়ে বসে লিখছি তোমায়।
কেমন আছো নগুরে অশ্রুমতী?
আলহামদুলিল্লাহ আমি ভালো নেই,ভীষন ক্লান্তি আমার অলিকে।
এই শহরের কিছু মানুষ কঠিন স্বার্থপর,এদের কথা ও কাজের কোন মিল নেই।
কর্মস্হলের কিছু মানুষ আমাদেরকে নাকে দড়ি দিয়ে ঘুরাতে বেশ পৈশাচিক আনন্দ উপভোগ করে।
বিশ্বাস আছে, একদিন অলিকটা ঠিকি পরিবর্তন হবে।
তোমাকে নিয়ে আমার শত ভাবনার ঝংঝাল একদিন সত্য হবে।
বর্ষার কোন একদিনে বকুল পুষ্পের মালা খোঁপাতে গুঁজে তুমি চলে এসো,আমার হৃদয়কে চুরি করে নিয়ে যাও। আমার বক্ষপটের প্রতি ইঞ্চিতে তোমার পদচারণ,তুমি বার্তা পাঠাও।
আমার দেহের শিরায় শিরায় রক্ত কনায় কোথায় হয়নি বলো এখনো তোমার পদচারণ?
এই অক্ষিদ্বয়ের উজ্জল ভাষাতে তুমি কি বোঝোনা তোমাকে ভালবাসি।
জানি আমার এ দুর্গন্ধময় আবেগ তোমার অসহ্যনীয়,তুমি কি কখনো এই হৃদয়ে নেমে দেখেছো,
তোমার জন্য হৃদয় মোহনায় কত উত্তাল ঢেউ!
প্রেমিক প্রেমিকাদের আবেগ ঢালা ছবিগুলো দেখে নিজেকে বিষন্ন কাকতাড়ুয়া মনে হয়।
স্বপ্ন আমার সে তো একখানা ভাঙাচোরা আদি আয়না,সে আয়নায় শুধু তোমারয়ি অবয়ব প্রতিবিম্ব।
উন্মাদের মত বর্ষার কোন এক বিকেলে বৃষ্টিস্নান করেছিলাম তোমার সাথে কোনকালে,মনে পড়ে?
ভেজা দাঁড়কাক হয়েছিলাম তোমার অনুরাগ শ্রাবণে,তুমি সাবান হাতে নিয়ে আমার মুখখানি ছুঁয়ে দিতে চেয়েছিলে।
তুমি আমার স্মৃতিমাখা হৃদয়ের অলিগলিতে।
তোমার অপেক্ষা মাঝে মাঝে আমাকে বড্ড হতাশার ছোবল বসিয়ে দেয়,আমি আবার আশাহত হই।
তুমি আমার পুষ্পকাননে ফুল কুড়াতে এলে,বকে দেবার মত কেউ নেই আজ।
তুমি আমার কাছে আসলে আমি অদ্ভুদ শিহরণে উদাসীন হয়ে পড়ি।
ওহে সুশ্রী,তুমি বাসা বাধো কার মনে?
কোন একদিন সফেদ শুভ্র প্রহরে সাদা কাফনে দেহ পেঁচিয়ে আমাকে সাড়ে তিন হাত মাটির ঘরে রেখে আসবে সবাই!
সেদিন মনের দাফন কি দিয়ে চুকাবে তুমি?
এই যে শোনো, তোমার কীর্তিকলাপ দেখে বড্ড হাসি পায়,আবার দুঃখ হয়।
এই অগ্নিবিষাদ জড়ানো মগজে ভালো কিছু আর আসেনা।
আমার স্বপ্ন অলিকে কিছু মানুষের লাথি,তবুও আমি চালিয়ে যাবো কলমের তারাবাতি। এই কথা গুলো কোন সন বা তারিখে তোমাদের ভালো লাগবেই।
এই তপ্ত শহরে সজীব দ্রুমের মত হাসি ফোটাবো প্রাণ হতে হৃদয়ে।
যদি উপর মনিব সহায় হোন।
মন জেলখানায় বন্দী কথাগুলোকে মুক্তি দিলাম চিরকুটে,আমাকেও একটু মুক্তি দাও, ভালবাসা দাও হে প্রিয়।
বিশ্বাস আছে মনিবের উপর,উনি একটা ব্যবস্হা করেই দিবেন।
ভালো থেকো আর আমার জন্য একটু দোয়া করিও প্রার্থনায়।
ইতি
তোমার গল্পের বালক
ছবি:-আমার নিজের সংগ্রহ।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৫১

রাজীব নুর বলেছেন: দারুন আবেগময়।

১৯ শে মে, ২০১৯ বিকাল ৩:১৫

মেঘ প্রিয় বালক বলেছেন: ভালবাসা জানিবেন,এতো সুন্দর মন্তব্যের জন্য।

২| ২১ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:১৬

মাহমুদুর রহমান বলেছেন: সুন্দর আবেগ আর সেই আবেগ থেকে সুন্দর কথামালা।

২১ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:৫৪

মেঘ প্রিয় বালক বলেছেন: ধন্যবাদ

৩| ২১ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:১৩

আর্কিওপটেরিক্স বলেছেন: সুন্দর লেখা। বাট টাইপিং দক্ষতা বৃদ্ধি করুন :)

২১ শে এপ্রিল, ২০১৯ রাত ১০:৩০

মেঘ প্রিয় বালক বলেছেন: মোবাইলের টাইপিং, আমার ল্যাপটপ বা ট্যাব নেই যে ভালো বরে টাইপ করবো,,,মোবাইলে যতটুকু পারি লেখি। আবার কর্মব্যস্ততাও রয়েছে।

৪| ২১ শে এপ্রিল, ২০১৯ রাত ১০:০২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
খুবই চমৎকার একটি পোস্ট দিয়েছেন।
পাঠ করে বিমোহিত হলাম।
আমার ধন্যবাদ গ্রহণ করুন।

২১ শে এপ্রিল, ২০১৯ রাত ১০:৩১

মেঘ প্রিয় বালক বলেছেন: জি ভাই,বাকী চিরকুট গুলো পড়ার ও নিমন্ত্রণ রইলো।

৫| ২১ শে এপ্রিল, ২০১৯ রাত ১১:০১

আর্কিওপটেরিক্স বলেছেন: রিদ্মিক কিবোর্ড এর প্রভাত লেআউট ব্যবহার করুন। স্পেস দিতে যেটা প্রেস করেন সেটাতে সোয়াইপ করলেই লেআউট চেঞ্জ করতে পারবেন। সাথে রিদ্মিক কিবোর্ড অ্যাপ এর সেটিংস এ টেক্সট কারেকশন অন করুন।

১৯ শে মে, ২০১৯ বিকাল ৩:১৬

মেঘ প্রিয় বালক বলেছেন: ধন্যবাদ ভালো পরামর্শ দিয়েছেন,এটা আমি অনেক আগেই করেছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.