নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমার আর আমার দূরত্ব রাস্তার এপার ওপার।তুমি দাড়িয়ে আছো আমার আশায়আমি অপেক্ষায় আছি যাবো কখন!

মেঘ প্রিয় বালক

একটা কৃষ্ণচূড়া গাছ। শুষ্ক অঞ্চলে গ্রীষ্মকালে কৃষ্ণচূড়ার পাতা ঝরে গেলেও, নাতিষীতোষ্ণ অঞ্চলে এটি চিরসবুজ।

মেঘ প্রিয় বালক › বিস্তারিত পোস্টঃ

বুক পকেটে তাজা গোলাপ

২৫ শে মে, ২০১৯ রাত ১১:৪০


বুক পকেটে তাজা গোলাপ,
হাতে বকুল ফুলের মালা,
দাঁড়িয়ে ছিলাম তোমার জন্য,
বিকাল অব্দি সন্ধ্যা বেলা।
বুকফাটা দুপুরে,কাঠফাটা গরমে,
এসেছিলাম আমি পায়ে হেটে,
তোমার একটু দেখা পাবো বলে।
হারাতে চেয়েছিলাম তোমার নীল চোখে,
হারিয়েছি আমি বেদনার সাগরে।
পথের বাঁকে সেই যে গুলমোহর গাছ,
আর নেই জানি অহংকারের দাবি নিয়ে।
ফিরে গেছে যত নামহীন পাখিরা,
তোমার না আসার অভিযোগ দিয়ে।
ভালবাসা বুঝি এমন-ই পাথর চাপা কষ্ট,
রেখে গেলে শুধু না আসার স্মরণ খানি।
অক্ষিদ্বয়ে ভিড় করে ক্লান্তিরা,
আবছা লাগে প্রতিশ্রুতির ছাপ।
বসন্ত শেষে আবার সন্ধ্যা হলে,
চাঁদের আলোয় ফিরবে কি আমার টানে?
পাতায় পাতায় আজ শুধুই কানাকানি,
দিন শেষে ফিরবেনা তুমি জানি।
সময়ের স্রোত হয়তো আমার বিপরীতে,
স্রোতের টান শেষ হলেই ,
সময় আমার অনুকূলে।
অপেক্ষা আমার পুরনো বন্ধু,
স্রোতের টান শেষ হবে বলে।

ছবি:ফেসবুক ছবিয়াল গ্রুপ থেকে সংগ্রহ।

মন্তব্য ১৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে মে, ২০১৯ রাত ১২:০৬

মুক্তা নীল বলেছেন:
বাহ খুব সুন্দর তো ! যেমন চিঠি লেখায় হাত , তেমনি
কবিতাতেও । ভীষণ ভালো লাগা জানিয়ে গেলাম ।

২৬ শে মে, ২০১৯ রাত ১:৫০

মেঘ প্রিয় বালক বলেছেন: ধন্যবাদ প্রিয় মুক্তা নীল,জানতে পেরে অনেক খুশি হলাম। আপনার তলে হাজারো গোলাপের ছড়ানো ছিটানো শুভেচ্ছা নিরন্তর।

২| ২৬ শে মে, ২০১৯ রাত ১:১৯

জাহিদ অনিক বলেছেন: ভালোবাসা বুঝি এমন'ই পাথর চাপা কষ্ট; -- সুন্দর।

২৬ শে মে, ২০১৯ রাত ১:৫৫

মেঘ প্রিয় বালক বলেছেন: ধন্যবাদ প্রিয় জাহিদ অনিক। কবিতা পড়েছেন জেনে খুশি হলাম। আবার দেখা হবে আমাদের আপনার অথবা আমার কোন এক বার্তায়।

৩| ২৬ শে মে, ২০১৯ রাত ১:৫৪

জাহিদ অনিক বলেছেন: শিরোনামটা বড্ড 'প্রচলিত'

২৬ শে মে, ২০১৯ রাত ২:০১

মেঘ প্রিয় বালক বলেছেন: শিরোনাম না পেয়ে কবিতার প্রথম লাইনকেই শিরোনাম বানিয়েছি। চেষ্টা করেছি ভিন্ন শিরোনাম দিতে,তবে পারিনি।

৪| ২৬ শে মে, ২০১৯ রাত ২:০৮

কালো যাদুকর বলেছেন: অপেক্ষার দ্রুত শেষ আশা করছি। ভাল লাগল।

২৬ শে মে, ২০১৯ রাত ২:৪০

মেঘ প্রিয় বালক বলেছেন: ধন্যবাদ জানিবেন, ইনশাআল্লাহ একদিন অপেক্ষার প্রহর শেষ হবে। বসন্তও সেদিন হিংসে করবে আমায় নিয়ে।

৫| ২৬ শে মে, ২০১৯ রাত ৩:২৬

বলেছেন: স্রোতের টান শেষ হবার নয়।।।

চালুক প্রচেষ্টা...

২৬ শে মে, ২০১৯ ভোর ৪:১৮

মেঘ প্রিয় বালক বলেছেন: না ভাই,এমন করে বলবেন না,,,আমি অপেক্ষায় আছি। ধন্যবাদ জানিবেন। প্রচেষ্টায় কোন কমতি নেই।

৬| ২৬ শে মে, ২০১৯ সকাল ৭:৩৯

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

২৬ শে মে, ২০১৯ দুপুর ১২:৩৭

মেঘ প্রিয় বালক বলেছেন: ধন্যবাদ রাজীব নূর।

৭| ২৬ শে মে, ২০১৯ সকাল ১০:৪৪

পদাতিক চৌধুরি বলেছেন: বাহ বেশ ভালো লাগলো। বহমান ভালোবাসা চলতে থাকুক এভাবেই।
পোস্টে তৃতীয় লাইক।

শুভকামনা ও ভালোবাসা জানবেন।

২৬ শে মে, ২০১৯ দুপুর ১২:৩৯

মেঘ প্রিয় বালক বলেছেন: ধন্যবাদ পদাতিক চৌধুরি,সুন্দর একটি মন্তব্যে করেছেন,শুভকামনা ও ভালোবাসা জানলুম।

৮| ২৬ শে মে, ২০১৯ দুপুর ১২:১৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

২৬ শে মে, ২০১৯ দুপুর ১২:৩৯

মেঘ প্রিয় বালক বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার সেলিম।

৯| ২৬ শে মে, ২০১৯ বিকাল ৪:২৫

আর্কিওপটেরিক্স বলেছেন: সুন্দর কবিতা ......


লিখতে থাকুন :)

২৬ শে মে, ২০১৯ বিকাল ৪:২৬

মেঘ প্রিয় বালক বলেছেন: ধন্যবাদ,দোয়া করবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.