নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমার আর আমার দূরত্ব রাস্তার এপার ওপার।তুমি দাড়িয়ে আছো আমার আশায়আমি অপেক্ষায় আছি যাবো কখন!

মেঘ প্রিয় বালক

একটা কৃষ্ণচূড়া গাছ। শুষ্ক অঞ্চলে গ্রীষ্মকালে কৃষ্ণচূড়ার পাতা ঝরে গেলেও, নাতিষীতোষ্ণ অঞ্চলে এটি চিরসবুজ।

মেঘ প্রিয় বালক › বিস্তারিত পোস্টঃ

অতঃপর কোন এক অভিশপ্ত বিকেলে

১৫ ই জুন, ২০১৯ রাত ২:৫৫


তারিখ: পহেলা আষাঢ় ১৪২৬ বাংলা

আমার নিজস্ব কোন গগণ নেই,
যেখানে তুমি পূর্ণিমার সুধানিধি হয়ে দৃশ্যমান হবে।
নেই কোন সুন্দর ইরাবান,
যেথায় তোমায় স্বপ্নলোকের রানী বানাবো।
তবে পুরনো একটি ছনের গড়া,
আমার একটি ঘর আছে।
আছে -জলধারার নামে চোখের ভিতর,
ভালবাসার নোনাজলে ভরাট দুটি কর্ণিয়া।
ওতে কি হবে তোমার?
খুজে নিতে পারবে কি সেখান থেকে,
তোমার ভালবাসাটুকু অবসরে।

অথচ
তোমার শহরজুড়ে এখনো আমি,
তৃষ্ণাতুর কাতর হয়ে তোমায় খুজে বেড়াই।
ভেজালমুক্ত এক নীল আকাশের শহরে,
তোমার নামের ঐ নীল ঘুড়িটা উড়াই।

একুশ পেরিয়েও তোমার ঠিকানা পেলাম না,
অজস্র লেখা রজনী বিসর্জন দিয়ে চিরকুটের প্রাপক পেলাম না।

ধরে নিবো কি এ আমার ব্যর্থতা?

কতগুলো কবিতা গুমড়ে কেঁদে যাচ্ছে,
তোমার ঠিকানায় পৌছবে বলে।
কতগুলো চিরকুট আহাজারি করছে,
তোমাকে প্রাপকের পরিচয় দিতে চায় বলে।
কতগুলো শব্দ অভিমানের ছলে হারিয়ে গেছে,
তোমার প্রেমছোঁয়া না পাবার কষ্টে।
তবুও তুমি সে দূরেই পড়ে আছো!

থাকো।
তুমি সুখবিলাসে সে দূরেই সুখ করে যাও
আমি স্মৃতির বাক্সে কয়েদ করে রাখবো,
উপচে পড়া সে ঘেন্নার প্রতিচ্ছবি।
চিরকুটের পাতায় লিখে রাখবো,
অবহেলিত আহত প্রতিটি শব্দ।

অতঃপর
কোন এক অভিশপ্ত বিকেলে,
তোমার দ্বারস্হ হবো।
খুব আনন্দের সহিত আমার কষ্টগুলো,
তোমার হাতে সপে দিবো।
আমার স্মৃতির সমুদ্রতটে,
তোমাকে স্বাগতম জানাবো।
সেথা হতে তুমিও কেঁদে কেঁদে আমাকে বুঝ দিবে,
অবহেলার পর্দা উচিয়ে বলবে,
তোমাকে আর চেনা হলো না!

ছবি: নেট থেকে সংগ্রহ।

মন্তব্য ১৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুন, ২০১৯ সকাল ৭:২৬

সাদা মনের মানুষ বলেছেন: আশা করছি অভিশপ্ত বিকেলের পূর্বেই চিরকুটগুলো নিজস্ব গন্তব্যে পৌছে যাবে.........কবিতায় ভালোলাগা।

১৫ ই জুন, ২০১৯ দুপুর ১২:৪৩

মেঘ প্রিয় বালক বলেছেন: ধন্যবাদ সাদা মনের মানুষ,মন্তব্যে ভাল লাগা রেখে গিয়েছেন।
এক বুক আশা নিয়ে ছুটেছি আমি তোমার প্রাণে,
বুক পকেটের তাজা গোলাপটি শুকিয়ে গেছে কড়া রোদে।
হেটেছি আমি বহুদূর,আশাহীন গন্তব্যহীন,
হায়! হবে কি আমাদের মিলন সমরে।

২| ১৫ ই জুন, ২০১৯ সকাল ৭:৩০

সাদা মনের মানুষ বলেছেন:

১৫ ই জুন, ২০১৯ বিকাল ৫:৪৭

মেঘ প্রিয় বালক বলেছেন: ছবিটা লোড নিচ্ছে না।

৩| ১৫ ই জুন, ২০১৯ সকাল ৯:৫৬

নতুন নকিব বলেছেন:



আপনার কবিতার হাত কিন্তু অনেক সুন্দর। শুভকামনা নিবেন।

১৫ ই জুন, ২০১৯ দুপুর ১২:৪৭

মেঘ প্রিয় বালক বলেছেন: ধন্যবাদ নতুন নকিব,অজ্ঞ বালকের কবিতা যেমন হয় আর কি! দোয়া করবেন ব্লগে যেন অনেকদূর পর্যন্ত লিখতে পারি।

৪| ১৫ ই জুন, ২০১৯ দুপুর ১২:২২

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা। ঝামেলা বিহীন কবিতা।

১৫ ই জুন, ২০১৯ দুপুর ১২:৪৭

মেঘ প্রিয় বালক বলেছেন: ঝামেলা বিহীন মন্তব্য।

৫| ১৫ ই জুন, ২০১৯ দুপুর ২:৩৯

জুন বলেছেন: কবিতায় অনেক ভালোলাগা রইলো মেঘ প্রিয় বালক।
+

১৫ ই জুন, ২০১৯ বিকাল ৫:৪৫

মেঘ প্রিয় বালক বলেছেন: ধন্যবাদ জানিবেন ব্লগার জুন।

৬| ১৫ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৬:৩১

করুণাধারা বলেছেন: কবিতায় ভালো লাগা।

১৫ ই জুন, ২০১৯ রাত ৮:৫৭

মেঘ প্রিয় বালক বলেছেন: ধন্যবাদ করূণাধারা।

৭| ১৫ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৬:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।
+

১৫ ই জুন, ২০১৯ রাত ৮:৫৮

মেঘ প্রিয় বালক বলেছেন: ধন্যবাদ।

৮| ১৫ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৭:৪৩

আহমেদ জী এস বলেছেন: মেঘ প্রিয় বালক,




মেঘের মতো এলোমেলো ভেসে যাওয়া ভালোবাসার কবিতা।

১৫ ই জুন, ২০১৯ রাত ৯:০২

মেঘ প্রিয় বালক বলেছেন: শুভেচ্ছা জানিবেন,কবিতায় আপনার চোখ পড়েছে,এতে আমার লিখা কবিতা স্বার্থক হয়েছে।

৯| ১৬ ই জুন, ২০১৯ ভোর ৪:৫৯

বলেছেন: কবিতায় বেশ মানায় আপনাকে হে বালক।।।


শুদ্ধ হোক মানবী।।

ভালোবাসা রইলো।।

১৬ ই জুন, ২০১৯ সকাল ১১:৪৫

মেঘ প্রিয় বালক বলেছেন: ধন্যবাদ ল,আপনার মন্তব্য রহস্য কি আমি বুঝে নিয়েছি,শুভকামনা নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.