নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা কৃষ্ণচূড়া গাছ। শুষ্ক অঞ্চলে গ্রীষ্মকালে কৃষ্ণচূড়ার পাতা ঝরে গেলেও, নাতিষীতোষ্ণ অঞ্চলে এটি চিরসবুজ।
তারিখ:৮ জুলাই ২০১৯ ঈসায়ী
ভালবাসার সামু ব্লগ মিথ্যা মামলায় জর্জরিত হয়ে একেবারের জন্য বন্ধ হয়ে গিয়েছিলো ক্ষনিক সময়ের জন্য! আমরা ব্লগাররা হতাশ হয়ে পড়েছিলাম সামু কে নিয়ে। ব্লগ মোডারেটর ও ব্লগ পরিচালকের ঘাম-ঝরানো অক্লান্ত পরিশ্রমে ব্লগ পুনরায় চালু হয়েছে। ব্লগ চালু হওয়াতে ব্লগারদের মন খুশীর জোয়ার ভাসমান। ব্লগ যেদিন সাময়িক বন্ধ হয়ে ছিলো সেদিনয়ি কিন্তু আমি আমার কর্মস্হল থেকে সম্মননা সনদ পত্র গ্রহন করি। একদিকে অানন্দ মুহুর্ত আরেকদিকে বেদনাক্ষণ। ব্লগ গ্রুপে এ নিয়ে আমি আংশিক আলোকপাত করেছিলাম।
ব্লগ চালু হবার পর ব্যস্ততার কারনে পোস্ট পাঠ করা হতে একটু দূরে ছিলাম,আজ সকালে ভেবেছিলুম ব্লগে ২১ তম চিরকুট পোস্ট করবো সাথে বাকী রয়ে যাওয়া নতুন-পুরাতন পোস্টগুলো পাঠ করবো।
অফিস শেষ করে ব্লগে প্রবেশ করে কিছু ব্লগারের মন্তব্য চোখে পড়লো! যে সব মন্তব্য পড়ে সব ব্লগাররাই বলবে এ কেমন মন্তব্য? উস্কানিমূলক মন্তব্য? নাকি গোজামিল মন্তব্য।
বিকৃত মস্তিষ্ক ১. /বিশেষণ পদ/ পাগল, উন্মাদ। ২. /বিশেষ্য পদ/ বিকারগ্রস্ত মস্তিষ্ক।
জানা যাক, কে বা কারা এসব মন্তব্য করেছে তাদের বিকৃত মস্তিস্ক কিসের ইংগিত বহন করে?
১/ ময়মনসিংহ মহিলা ট্রেনিং কলেজে অশ্লীল মূর্তি কেন?
লেখক:আবু সায়েদ
https://www.somewhereinblog.net/blog/abusyed1011/30277627
১ম পোস্ট ময়মনিসিংহ মহিলা ট্রেনিং কলেজে অশ্লীল মূর্তি কেন?
একটি প্রাণকেন্দ্রে নগ্ন মূর্তি দৃশ্যমান,মূর্তিগুলো কবে কিভাবে কারা দাঁড় করিয়েছে সে বিষয়ে পরে আলোকপাত করা হবে।এ পোস্টে লেখক বলেছেন এমন মূর্তি সরানো হোক,এটা লেখকের দাবী ছিলো।
সে পোস্টে অামাদের শ্রদ্ধেয় ব্লগারগন জনাব চাঁদগাজী,রাজীব নূর,গড়ল,হাসান কালবৈশাখী কি মন্তব্য করলেন?
১/ চাঁদগাজী :-চাঁদগাজী বলেছেন:
ব্যথা পেয়েছেন?
৫. ০৯ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:৩১ ০
চাঁদগাজী বলেছেন:
আপনি একখানা শাড়ী পরায়ে দেন! দেখেন, পরে আবার নিজে যেন আফসোস না করেন!
ইহা কেমন মন্তব্য করলেন? একজন সিনিয়ার ব্লগার হয়ে? ইহা কি উস্কানীমূলক মন্তব্য নয়? আপনি মূর্তি সরানো নিয়ে লজিক দেখান,কেন থাকবে আর কেন থাকবেনা! তা না করে আরেকজন ব্লগারকে খোঁচা দিয়ে মন্তব্য করলেন! স্বেচ্ছায় গায়ের উপরে পড়ে ঝগড়ায় জড়াতে চায় ওনি।
২/রাজীব নুর বলেছেন: আমাদের আরও আধুনক হতে হবে। তাহলে এরকম তুচ্ছ ব্যাপার গায়ে লাগবে না।
আমাদের আরেক ব্লগার রাজীব নূরের মন্তব্য আমাদের আরো অাধুনিক হতে হবে? আপনি কোন আধুনিক হওয়ার কথা বলছেন? যে আধুনিকতায় রাস্তা-ঘাটে যুবক যুবতীরা প্রকাশ্যে চুমাচুমি করবে সে আধুনিকতার কথা বলছেন? আপনার ও তো ছেলে মেয়ে আছে? একবার ভাবুন ঐ রোড দিয়ে যদি আপনার ফ্যামিলি মেম্বাররা রোজ যাতায়াত করে আর ঐ মূর্তিগুলে দেখে তাদের অনূভূতি কি হবে? এটাকে কি আধুনিক অনূভূতি বলবেন? আপনার অাধুনিকতাই একদিন আপনাকে ধ্বংস করবে। এসব বিষয় আপনার গায়ে লাগেনা কারন মূর্তিগুলো আপনার বাড়ীর সামনে নেই বলে। অন্যথায় আপনিও এর বিরুদ্ধে বলতেন।
৩/হাসান কালবৈশাখী বলেছেন:
এটা ব্রিটিষ আমল থেকেই সেখানে আছে।
পৃথিবীর সবজাগায়ই মুর্তি আছে। আপনে ওদিকে না গেলেই হয়।
ব্রিটিশ আমল থেকেই হোক আর বর্তমান আমল থেকেই হোক,মূর্তিগুলোর অবস্হান বাংলাদেশে,অন্য দেশে নয়। কাজেই এমন নগ্ন নারীদেহের অশ্লীল ও যৌন উত্তেজক মূর্তি
ছোট ছোট বাচ্চা ছেলে-মেয়ে দেখে কি ভাববে? কি শিখবে? এসব মূর্তি দেখে যৌনতা ছাড়া অন্য আর কি বুজবে? আমনা নিজেরাই কি আমাদের ছেলে মেয়েকে যৌনতা শিখাচ্ছি না? আর ওনাকে ঐ দিকে না যাওয়ার পরামর্শ দেওয়ার আপনি কে? লেখক সে দিকে যাবে কারন বিষয়টা লেখকের কাছে অরুচিকর মনে হয়েছে।
নগ্ন মূর্তি থেকে ভালো কি শিখা যায় বলে যাবেন!
৪/ গড়ল বলেছেন: ফেসবুকের লোকজন আজকাল ব্লগে চলে আসছে
গড়ল ভাই,ফেসবুক আর ব্লগ দুইটা দুই জিনিস এটা আমরা জানি,তবে ফেসবুক যারা চালায় তারা কি ব্লগে আসতে পারবেনা?? কই ব্লগ মোডারেটর বা ব্লগ পরিচালক ব্লগ নীতিমালায় এমন কোন নীতিমালা রাখেননি তো? ফেসবুকার রা ব্লগে আসতে পারবেনা এটা আপনার ভুল কথা বা বাক্য। এমন মন ভাবনা কেন আপনার?
দ্বিতীয় পোস্ট:- কন্যা শিশুর জন্য নিরাপদ বাংলাদেশ চাই!
লেখক:ঢাবিয়ান।
উক্ত পোস্টে লেখক আমাদের কন্যা শিশুদের জন্য নিরাপদ বাংলাদেশ চাই সে বিষয়ে গুরুত্বপূর্ণ অালোকপাত করেছেন,আমরা চাই আমাদের কন্যা সন্তানরা নিরাপদ বাংলাদেশে বসবাস করুক। কোন বাবা করবেনা এমন দাবী?
একজন বাবার কলিজা ব্লেড দিয়ে কাটার বেদনার চাইতে বেশি পীরাদায়ক যখন তাকে শুনতে হয় তার মেয়েকে রেপ করা হয়েছে অপরিনত বয়সে। আহ্ কতইনা যন্ত্রনা ভোগ করে সেসব বাবারা!
এ পোস্টে চাঁদগাজীর মন্তব্য পড়লেই বোঝা যায় ওনি কতটা গোজামিল মন্তব্য কারী। চাঁদগাজী এখানে ভালো পরামর্শ দিতে পারতো,তা না করে পোস্টের বিষয়বস্তুর বাহিরে গিয়ে মন্তব্য করলেন।
চাঁদগাজী বলেছেন:
আপনি কি এখনো ইউনিভার্সিটিতে আছেন, নাকি পড়ালেখা শেষ করেছেন? "ঢাবিয়ান" নিক নিয়ে আপনি কি বুঝাতে চেয়েছেন যে, আপনি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, কিংবা ছাত্র ছিলেন?
(গোজামিল মন্তব্যকারী)
০৯ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:৪২ ০
লেখক বলেছেন: বিশ্ববিদ্যালয় ছেড়েছি প্রায় বিশ বছর হয়ে গেল। ছদ্মনাম হিসেবে আমার ফেলে আসা প্রিয় শিক্ষাঙ্গনকেই বেছে নিয়েছি। আপনার উস্কানিমুলক কমেন্ট মুছে দিয়েছি অকারন ঝগরায় জড়ানোর ইচ্ছে নেই বলে
তৃতীয় পোস্ট:-শিশুদের বাসযোগ্য একটি সুন্দর পৃথিবীর জন্য.................
লেখক:নতুন নকিব
https://www.somewhereinblog.net/blog/NatunNakib/30277623#c12605718
২য় পোস্টের মতই নতুন নকিব ভাই সুন্দর একটি পোস্ট দিয়েছেন সেখানে ওনি সুন্দর আলোকপাত করেছেন কিভাবে সমস্যা সমাধান করা যায়।
এ পোস্টে ৩ য় বারের মত ওনি মক্তব মাদ্রাসাকে টেনে এনেছেন,ওনার মসজিদ, মাদ্রাসা,ধর্ম নিয়ে এতো চুলকানী কেস??
লেখক তো সবার কথাই বলেছেন,ওনি কি মক্তব মাদ্রাসাকে ছেড়ে কথা বলেছেন?? আফসোস চাঁদগাজী পুরো পোস্ট না পড়েই হয়তো উন্মাদের মত মক্তব মাদ্রাসাকে টেনে এনেছে।
ওনার মন্তব্য আর লেখকের মন্তব্য:-
চাঁদগাজী বলেছেন:
ছোট মেয়েদের হায়ে হাত দেয়ার জন্য বিচার করলে, মক্তব ও মাদ্রাসা অনেক আগে বন্ধ হয়ে যেতো!
০৯ ই জুলাই, ২০১৯ সকাল ১১:৫৯ ০
লেখক বলেছেন:
চোখ খুলে ভাল করে তাকালে তো এতে মাদ্রাসা আর মক্তবই শুধু নয়, কিন্ডারগার্টেন, নার্সারী লেভেলের স্কুল, এনজিও মিশনারীদের শিক্ষালয় মিক্ষালয়সহ অনেক কিছুই বাদ পড়ে যেত। এক চোখে দেখলে হবে, ভাই! ভাল করে চোখ খুলে পূর্ণদৃষ্টিতে তাকাতে হবে। পোস্টে তো কাউকে ছেড়ে কথা বলা হয়নি। একতরফা কারও কথা বলা হয়নি। কিন্তু আপনি শুধু মাদ্রাসা আর মক্তবের পেছনে লাগলেন কেন? স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের ধর্ষন আপনার চোখের ফাঁক গলে চলে যায়!!!
পরিশেষে বলবো মন্তব্য করার অধিকার সবার আছে,তবে গোজামিল মন্তব্য নয়,সাবজেক্টের বাহিরে গিয়ে নয়,উস্কানীমূলক মন্তব্য নয়,কাউকে আঘাত করে নয়। তিক্ত মন্তব্যও হজম করার ক্ষমতা রাখে ব্লগাররা,তবে আঘাত করে মন্তব্য হজম করার মত নয়। সত্য তিক্ত হলেও তা সত্যই। সত্যকে ডাকা যায়না।
আর আমাকে দু লাইনের ইংরেজি দিয়ে জাজমেন্ট করবেন না।
এ পোস্টের পর কাল ব্লগে ২১ তম চিরকুট পোস্ট করতে পারবোনা কিনা সন্দেহ ! আক্ষেপ নেই।
১০ ই জুলাই, ২০১৯ রাত ১:২৪
মেঘ প্রিয় বালক বলেছেন: ধন্যবাদ প্রিয় ল,,,,,,,,,আরো ভালো লিখার চেষ্টা করবো জনাব।
২| ০৯ ই জুলাই, ২০১৯ রাত ১০:১৫
রাজীব নুর বলেছেন: দেশে সমস্যার শেষ নেই। আপনি আছেন সামান্য মূর্তি নিয়ে।
মূর্তিটা তো দেখতে সুন্দর। ব্যস শেষ। আমি তো কোনো সমস্যা দেখছি না।
বিকৃত মস্তিস্ক কাকে বলছেন??
আপনি কি ঝগড়া করতে চাছেন? না ভাই ঝগড়া করার ইচ্ছা নেই। এরকম বলে যদি আপনি খুশি থাকেন তাহলে আমিও খুশি। ভালো থাকুন।
১০ ই জুলাই, ২০১৯ রাত ২:০০
মেঘ প্রিয় বালক বলেছেন: আমি কারো সাথে ঝগড়া করতে চাই না,শুধুমাত্র আপনাদের ভুল চিন্তা ভাবনা থেকে ভের করে আনার চেষ্টা করছি।
৩| ০৯ ই জুলাই, ২০১৯ রাত ১০:২১
চাঁদগাজী বলেছেন:
এটা শিবিরের রোকনএর মিলনমেলা নয়, ইহা ব্লগ।
১০ ই জুলাই, ২০১৯ রাত ২:০২
মেঘ প্রিয় বালক বলেছেন: পাগলের প্রলাপ আপনাকে কেউ প্রশ্ন করেনি এটা শিবিরের রোকনএর মেলা কি না? মনগড়া কথা বলে।
৪| ০৯ ই জুলাই, ২০১৯ রাত ১০:২৫
চাঁদগাজী বলেছেন:
এসব ব্লগারেরা ব্লগকে শিবিরমুক্ত রেখেছে দীর্ঘদিন।
১০ ই জুলাই, ২০১৯ রাত ২:০৫
মেঘ প্রিয় বালক বলেছেন: ব্লগের নীতিমালা আবার পড়েন পিগমী দলের লিডার।
৫| ০৯ ই জুলাই, ২০১৯ রাত ১০:২৭
চাঁদগাজী বলেছেন:
সামুতে আসল ব্লগার কমে যাওয়ায় আপনার মতো অপব্লগারের সুযোগ বেড়েছে ভাবা ভুল হবে।
১০ ই জুলাই, ২০১৯ রাত ২:০৬
মেঘ প্রিয় বালক বলেছেন: মন্তব্য ঠিকঠাক করেছেন তো???
৬| ০৯ ই জুলাই, ২০১৯ রাত ১০:২৮
আনমোনা বলেছেন: আপনার লেখা পড়েই মূর্তিটা ভালোভাবে দেখলাম। ধন্যবাদ। চিরকালীন মূর্তি।
১০ ই জুলাই, ২০১৯ রাত ২:০৯
মেঘ প্রিয় বালক বলেছেন: আপনাকে তো আগে আমার ব্লগে মন্তব্য করতে দেখিনি,হঠাৎ এ পোস্টে আপনার মন্তব্য? মন্তব্য আপনার অধিকার ,আপনি আরো কয়েকটি ফেক নিক নামেরর আইডি দিয়ে মন্তব্য করলেও আমি পিছপা হবোনা।
৭| ০৯ ই জুলাই, ২০১৯ রাত ১০:২৯
যাযাবর চখা বলেছেন: ময়মনসিংহ মহিলা ট্রেনিং কলেজের মহিলাদের সমস্যা হয় না, সমস্যা হয় আপনাগো।
আপনেরা এতো অল্পতেই যৌন উত্তেজনা অনুভব করেন দেইখাই দেশে এতো ধর্ষন। কোনাটা অশ্লীল ও কোনটা শ্লীল এই সম্মন্দে আপনাগো কোন ধারনাই নাই।
দুইদিন পর পরই ক্যাচাল করেনে, আপনে বরং ফেবুতেই যানগিয়া। ব্লগে আপনারে মানাইতেছে না। হি হি.........
১০ ই জুলাই, ২০১৯ রাত ২:১২
মেঘ প্রিয় বালক বলেছেন: আপনাকে কে বলছে সমস্যা হচ্ছে না,সমস্যা হচ্ছে বলেই লিখছে,আর আমি ফেসবুকে যাবো কি না যাবো তা আমার ব্যাক্তিগত ইচ্ছা,এসব ম্যাওপাও কোথা থেকে যে আসে।
৮| ০৯ ই জুলাই, ২০১৯ রাত ১১:৪৪
যাযাবর চখা বলেছেন: এ পোস্টের পর কাল ব্লগে ২১ তম চিরকুট পোস্ট করতে পারবোনা কিনা সন্দেহ ! দরকারও নাই। আপনের লেখাগুলি অত্যাচারের মতো লাগে। এইসব আবর্জনা বরং ফেবুতে দ্যান। হাততালি পাইবেন। আমার এই অনুরোদটা যদি রাখেন তাইলে খুবই খুমি হবো।
এইটা কইতে মনে ছিল না, তাই আবার আইলাম। দুঃখিত।
১০ ই জুলাই, ২০১৯ রাত ২:১৩
মেঘ প্রিয় বালক বলেছেন: পিগমি দলের লিডার, আপনার মত পিগমিদের জন্যই ব্লগের পরিবেশ নষ্ট।
৯| ০৯ ই জুলাই, ২০১৯ রাত ১১:৫০
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আমরা ব্লগে সবাই ভাই ভাই ব্লগার ভাইগন। ব্লগ কোন প্রতিষ্ঠান নয় কিন্তু এটির ব্যাপ্তি বিশাল। আমরা হয়তো নানান সমস্যায় জর্জিরিত কিন্তু এখনো ব্লগিং করে যেতে পারছি। এই ব্লগে অনেক ক্যাচার দেখেছি। অনেক নামি ব্লগার অভিমান করে চলে গেছেন একেবারেই চলে গেছেন এখন আর আসেন না। আমরা পাঠকরাও বঞ্চিত হচ্ছি পাঠে। দেখেন সবার মাঝে যদি সম্প্রিতি বজায় রাখি। একজন যদি একজনকে বুঝতে কষ্ট হয় অযথায় তার বিরোদ্ধে না গেয়ে তার কাছ থেকে দূরে থাকলেই ভাল। ভাল থাকুন। আল্লাহ সবাইকে বুঝার তৈফিক দান করুন।
১০ ই জুলাই, ২০১৯ রাত ২:২০
মেঘ প্রিয় বালক বলেছেন: না লিখলে এদের এমন ব্যবহার আরো লায় পাবে,তখন যা খুশি তাই বলবে। এদের মন্তব্য,পড়লেই বোঝা যায় এরা কোন রুচির লোক,এরা সমাজে ছেলে মেয়েকে অসভ্য কাজ করতে উৎসাহ প্রদান করে। মসজিদ,মাদ্রাসা,মক্তব ইত্যাদি নিয়ে এদের অনেক চুলকানী,অথচ স্কুল, বিশ্ববিদ্যালয়ের বিষয়ে এরা অন্ধ।
১০| ১০ ই জুলাই, ২০১৯ রাত ২:১১
চাঁদগাজী বলেছেন:
দুর, শিবির মিবির, দুনিয়ার আগাছা
১০ ই জুলাই, ২০১৯ রাত ২:২৮
মেঘ প্রিয় বালক বলেছেন: আপনার বয়স হয়েছে,কথা যত কম বলবেন,ভুল তত কম হবে। কেন বুঝেন না।
১১| ১০ ই জুলাই, ২০১৯ রাত ৩:১৫
চাঁদগাজী বলেছেন:
আপনার আর আপনার সাথীদের ব্যাপারে আমার ভুল হওয়ার সম্ভাবনা নেই; পংগু ভাবনার লোকজন আপনারা , পোষ্টগুলো গার্বেজ
১০ ই জুলাই, ২০১৯ সকাল ৯:৪৩
মেঘ প্রিয় বালক বলেছেন: আপনি সব জায়গাতেই ভুল,গোজামিল মন্তব্য করবেন না,পিগমী মানব,ম্যাওপাও করেন কেন এতো?
১২| ১০ ই জুলাই, ২০১৯ রাত ৩:১৯
চাঁদগাজী বলেছেন:
বংশক্রমে পরিবারের পেছনে পড়ে-থাকা সন্তানকে মাদ্রাসায় পড়ানো হয়েছে; ওদের থেকেই মাদ্রাসার শিক্ষক হয়েছেন সব সময়, আপনিও ওদেরই একজন; এটা আপনার দোষ নয়, শিক্ষা পদ্ধতির দোষ, আপনি ভুক্তভোগী; আপনি জাতির জন্য বোঝা হয়েছেন, এটাই সমস্যা।
১০ ই জুলাই, ২০১৯ সকাল ৯:৪৬
মেঘ প্রিয় বালক বলেছেন: ঐ যে আগেই তো বলেছি আপনার বয়স হয়েছে আপনি এখন বয়সের মুখে আবোল তাবোল বলেন,মাদ্রাসা শিক্ষকদের সম্পর্কে আপনি কতটুক জানেন? না জেনে চলে আসছে মন্তব্য করতে। পাগল কোথাকার।
১৩| ১০ ই জুলাই, ২০১৯ রাত ৩:২৩
চাঁদগাজী বলেছেন:
সামুতে এই ধরণের পোষ্ট আসার কথা নয়; আপনার আগমনে এসব সম্ভব হচ্ছে; কিন্তু গার্বেজ কেহ রাখে না, উহাকে নর্দমায় ফেলা হয়।
১০ ই জুলাই, ২০১৯ সকাল ৯:৪৯
মেঘ প্রিয় বালক বলেছেন: আপনার লাজ+শরম বলতেই নেই,সামুতে কোন ধরনের পোস্ট আসবে তা এখন আপনার থেকে শিখতে হতে নাকি?
১৪| ১০ ই জুলাই, ২০১৯ সকাল ৯:৫৭
চাঁদগাজী বলেছেন:
শিবিরগিরি করা সম্ভব হবে না, বহু ভেঁড়া সেই চেষ্টা করেছিল আগেও
১০ ই জুলাই, ২০১৯ বিকাল ৪:২৫
মেঘ প্রিয় বালক বলেছেন: পাগলের প্রলাপ
১৫| ১০ ই জুলাই, ২০১৯ সকাল ১০:১৯
যাযাবর চখা বলেছেন: মেঘ প্রিয় বালক না, আপনের নাম হওয়া উচিত ছাগলপ্রিয় বালক। ব্লগ বালকদের জায়গা না, পরিনত মানুষদের জায়গা। সেইজন্যই কইছিলাম, ফেবুতে যান গিয়া। শুনলেন না। ঠিক আছে থাকেন আর আবর্জনা প্রসব করতে থাকেনে। তয় ভালো হয়, বাংলা ভাষাটা আরেকটু ভালো কইরা শিখেন। ইংরেজীর কথা বাদ। ওইটা আপনের আয়ত্বের বাইরে, ভুলেও চেষ্টা কইরেন না। হে হে হে হে।
১০ ই জুলাই, ২০১৯ বিকাল ৪:২৮
মেঘ প্রিয় বালক বলেছেন: আপনার মত গাধাকে ব্লগার বললে ব্লগারদের ইজ্জত থাকবেনা,ব্লগে বালক আসতে পারবেনা কেন?? ব্লগ সাইটটি কি আপনার বাবার পৈত্তিক সম্পদ নাকি? বলদ কোথাকার।
১৬| ১০ ই জুলাই, ২০১৯ রাত ৮:২৩
নীল আকাশ বলেছেন: আপনার ধারাবাহিক মন্তব্য এবং প্রতি মন্তব্যে দেখে এখানে আসলাম। এটা নতুন নয়, কিছু কিছু পোস্টে ইচ্ছাকৃত ভাবেই এভাবে একজন ব্লগার সমস্যা সৃষ্টি করে। আপনি এই ফাদে পা দিয়ে পুরো পোস্টই নষ্ট করে ফেলেছেন। যারা এই ধরনের ক্রমাগত মন্তব্য করে গেছে তাদের ইসলাম ধর্ম সর্ম্পকে জ্ঞান বাম পায়ের বুড়ো আঙ্গুলেরও নীচে। এদের কাজই হচ্ছে যেখানে পাবে সেখানেই ইসলামিক বিষয় নিয়ে কটুমন্তব্য করবে।
মনে রাখবেন হযরত আলী (রাজিয়াল্লাহু আনহু) বলেছেনঃ নির্বোধদের সাথে তর্ক করবে না কারন এরা তোমাকে এদের
পর্যায়ে নামিয়ে নিয়ে আসবে।
সুতরাং সাবধান, এই সব মন্তব্য যত এড়িয়ে চলবেন ততই নিরাপদ থাকবেন।
ধন্যবাদ।
১০ ই জুলাই, ২০১৯ রাত ১০:৪৬
মেঘ প্রিয় বালক বলেছেন: ধন্যবাদ প্রিয় নীল আকাশ,যুক্তি সহকারে মন্তব্য করেছেন। মন্তব্যের প্রতি মন্তব্য না দিলে এসব মুর্খরা বুজবে আমি পিছপা হয়ে গেছি। কিছু না বললে এরা আরো লায় পাবে।
১৭| ১০ ই জুলাই, ২০১৯ রাত ৮:২৫
নীল আকাশ বলেছেন: পোস্ট দিবেন না কেন? ব্লগ এদের কারও ব্যক্তিগত নাকি? পিছু হটে আসবেন না।
১০ ই জুলাই, ২০১৯ রাত ১০:৪৭
মেঘ প্রিয় বালক বলেছেন: ব্যান হয়ে যাওয়ার আশংকা ছিলো,তাই বলেছিলাম পোস্ট দিতে পারবো কিনা।
১৮| ১০ ই জুলাই, ২০১৯ রাত ১১:২৮
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আপনাদের পক্ষে-বিপক্ষের কয়েকজনের পোস্ট আর মন্তব্য দেখলে ব্লগে আসার রুচিটাই নষ্ট হয়ে যায়।
এমন পোস্ট/মন্তব্য দেখলে সামনে রিপোর্ট করবো।
ব্লগ ব্যবহারের শর্তাবলী:
২ঘ. অন্য কোন পোস্টের বক্তব্য নিয়ে নতুন পোস্ট কিংবা ব্যক্তিগত আক্রমনাত্মক পোস্ট আমরা প্রথমপাতা থেকে সরিয়ে দিতে পারি । আমরা কোন পোস্টের প্রত্যুত্তরে নতুন পোস্ট না লিখে মূল পোস্টে মন্তব্যকেই উৎসাহিত করতে চাই।
এটা কার বর্ণনা?
বয়স: ২১
উচ্চতা: ৫.৬
ওজন: ৭০( উঠা-নামা করে)
রক্তের গ্রুপ: (o+) পজেটিভ
গায়ের রং: একেবারে সুন্দর
অবিবাহিত।
১৯| ১১ ই জুলাই, ২০১৯ রাত ৩:৪৮
আনমোনা বলেছেন: 'লেখক বলেছেন: আপনাকে তো আগে আমার ব্লগে মন্তব্য করতে দেখিনি,হঠাৎ এ পোস্টে আপনার মন্তব্য? মন্তব্য আপনার অধিকার ,আপনি আরো কয়েকটি ফেক নিক নামেরর আইডি দিয়ে মন্তব্য করলেও আমি পিছপা হবোনা'
আরে, ব্লগে প্রথম কলম(কি-বোর্ড) ছোয়ালাম দুই দিন আগে, আর আপনি বলছেন আপনার ব্লগে আগে মন্তব্য না করে হঠাৎ এখন কেন? আর ফেক নিক? একটা নিক খুলতেই নাকের জলে চোখের জলে এক, আবার আরেকটা!!!
২০| ১১ ই জুলাই, ২০১৯ ভোর ৪:৩৭
আনমোনা বলেছেন: 'লেখক বলেছেন: মন্তব্য আপনার অধিকার ,আপনি আরো কয়েকটি ফেক নিক নামের আইডি দিয়ে মন্তব্য করলেও আমি পিছপা হবোনা'
আপনার লেখায় মন্তব্য করাও সময় নষ্ট। ফেক নিক খুলে সেটা করার প্রশ্নই উঠেনা।
ভালো থাকুন। বিদায়
২১| ১১ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:০৩
মাহমুদুর রহমান বলেছেন: হুমায়ুন আজাদ বলেছেন, বিশ্ববিদ্যালয়ের মেয়েদের দেখলে চুইংগামের মতো চাবাতে ইচ্ছে করে।নিজ কন্যা সম্পর্কেও হুমায়ুন আজাদ বলেছেন , এক একটি উর্বশীকে আমি মেপে মেপে দেখি ,মাঝারী স্তন আমার পছন্দ, সরু মাংসল উরু আমার পছন্দ ,চোখের সামনে আমার মেয়ে বড় হচ্ছে ।কিন্তু সামাজিক নিয়মের বেড়াজালে আমারহাত-পা বাঁধা !
চাঁদগাজী সাহেব তো সেই মতাদর্শের মানুষ।হাসান কালবৈশাখী, যাযাবর চখা, রাজীব ভাই(যার কাছ থেকে এসব আশা করা যায় না )।এরাপ্রত্যেকেই একই মতাদর্শের।কাজেই উনাদের কোন কুরুচিপূর্ণ লিখা পেলেই প্রতিবাদ করুন।এগুলোর দরকার আছে।এই সমস্ত মানুষের কারনে আমরা নিজেদের সংস্কৃতি ভুলে গিয়ে এমন সংস্কৃতিকে স্থান করে দিচ্ছি যা মানুষকে বিকৃত মস্তিষ্কের মানুষ হিসেবে গড়ে তুলছে।
ব্লগার গড়ল নিজেই একজন দিশেহারা মানুষ।যার নাই ধর্ম কর্ম।যার বিশ্বাস উলঙ্গপান্তেই এরা যখন পরাজয় মানতে বাধ্য তখন ব্লগারদের ফেসবুকিয়ান ব্লা ব্লা বলে সরে পড়ে।
১১ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:১৯
মেঘ প্রিয় বালক বলেছেন: মন্তব্য দেওয়ার জন্য ধন্যবাদ জানিবেন প্রিয় মাহমুদুর রহমান। এরা প্রত্যেকটি লোক একেকটা পিশাচ,এদের চোখে অাধুনিকতা মানে ছেলে মেয়েকে নগ্ন হয়ে রাস্তায় বের হওয়া,পথেঘাটে চুসাচাটি করা। চাঁদগাজী হলো এদের লিডার,রাজীব নূর পথভ্রষ্ট,গড়ল হলো নাস্তিক,হাসান কাল বৈশাখী হলো পাগলাটে, এরা সব জায়গাতেই এরা এড়ের পরিচঢ প্রকাশ করে। মূলত এরা নিজেরাও জানেনা,এদের লক্ষ্য কি? যারা নগ্নতাকে সার্পোট করে এরাও একপ্রকার ধর্ষণকারীদের সমতুল্য অপরাধী।
২২| ১১ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:৩৬
মাহমুদুর রহমান বলেছেন: বিবেক তবে কবে ফিরবে?
২৩| ১২ ই জুলাই, ২০১৯ রাত ৩:৪৭
চাঁদগাজী বলেছেন:
নীল আকাশ, নীল বাতাস, নীল মনি, নীল ফনী ইত্যাদি ও আপনি মিলে ব্লগে শিবির গ্রুপ খুলেছেন?
১২ ই জুলাই, ২০১৯ দুপুর ১২:৩৪
মেঘ প্রিয় বালক বলেছেন: আপনি কি নেশা করেন??
২৪| ১২ ই জুলাই, ২০১৯ দুপুর ১:৫৭
যাযাবর চখা বলেছেন: লেখক বলেছেন: মন্তব্য দেওয়ার জন্য ধন্যবাদ জানিবেন প্রিয় মাহমুদুর রহমান। এরা প্রত্যেকটি লোক একেকটা পিশাচ,এদের চোখে অাধুনিকতা মানে ছেলে মেয়েকে নগ্ন হয়ে রাস্তায় বের হওয়া,পথেঘাটে চুসাচাটি (চুম্মাচাটি) করা। চাঁদগাজী হলো এদের লিডার,রাজীব নূর পথভ্রষ্ট,গড়ল হলো নাস্তিক,হাসান কাল বৈশাখী হলো পাগলাটে, এরা সব জায়গাতেই এরা (রিপিট করছেন) এড়ের (এদের) পরিচঢ (পরিচয়) প্রকাশ করে। মূলত (মূলতঃ) এরা নিজেরাও জানেনা,এদের লক্ষ্য কি? যারা নগ্নতাকে সার্পোট (সাপোর্ট) করে এরাও একপ্রকার ধর্ষণকারীদের সমতুল্য অপরাধী।
পাচ লাইনের একটা মন্তব্যে ছয়টা ভূল। দাড়ি, কমাও ঠিকমতো দেন নাই। ইংরাজিতে ব-কলম বুজলাম, বাংলাওতো ঠিকমতে পারেন না। আবার ব্লগিং করতে আইছেন মিয়া। আচ্ছা, আরবী পারেন? আরবীতে ব্লগিং করতে পারেন, আপনের জন্য ছাড় দেওয়া হইলো।
মন্তব্যে চরিত্র বিশ্লেষণে আমিতো বাদ, কারন কি? হি হি হি
১৩ ই জুলাই, ২০১৯ ভোর ৫:১২
মেঘ প্রিয় বালক বলেছেন: আমাকে বলেছেন বাংলা ভাষা ঠিকমতে পারিনা,পাচ লাইনের মন্তব্য ছয়টা ভুল। আমি বাংলায় ভুল টাইপিং করার কারনে অামাকে বলছেন আবার ব্লগিং করতে আইছেন মিয়া! আমার ভুল গুলো দ্রুত টাইপ করার কারণে হয়েছে,ইচ্ছাকৃত কোন ভুল ছিলোরা,
আপনার করা মন্তব্যে আপনি কয়টি ভুল করেছেন,আপনি জানেন?? চলুন দেখি আপনার ভুল গুলো?
ময়মনসিংহ মহিলা ট্রেনিং কলেজের মহিলাদের সমস্যা হয় না, সমস্যা হয় আপনাগো।
আপনেরা এতো অল্পতেই যৌন উত্তেজনা অনুভব করেন দেইখাই দেশে এতো ধর্ষন। কোনাটা অশ্লীল ও কোনটা শ্লীল এই সম্মন্দে আপনাগো কোন ধারনাই নাই।
দুইদিন পর পরই ক্যাচাল করেনে, আপনে বরং ফেবুতেই যানগিয়া। ব্লগে আপনারে মানাইতেছে না। হি হি.........
১০ ই জুলাই, ২০১৯ রাত ২:১২ ০
৮. ০৯ ই জুলাই, ২০১৯ রাত ১১:৪৪ ৪
যাযাবর চখা বলেছেন: এ পোস্টের পর কাল ব্লগে ২১ তম চিরকুট পোস্ট করতে পারবোনা কিনা সন্দেহ ! দরকারও নাই। আপনের লেখাগুলি অত্যাচারের মতো লাগে। এইসব আবর্জনা বরং ফেবুতে দ্যান। হাততালি পাইবেন। আমার এই অনুরোদটা যদি রাখেন তাইলে খুবই খুমি হবো।
এইটা কইতে মনে ছিল না, তাই আবার আইলাম। দুঃখিত
পাচ লাইনের একটা মন্তব্যে ছয়টা ভূল। দাড়ি, কমাও ঠিকমতো দেন নাই। ইংরাজিতে ব-কলম বুজলাম, বাংলাওতো ঠিকমতে পারেন না। আবার ব্লগিং করতে আইছেন মিয়া। আচ্ছা, আরবী পারেন? আরবীতে ব্লগিং করতে পারেন, আপনের জন্য ছাড় দেওয়া হইলো।
১/কোনাটা (কোনটা)
২/সম্মন্দে ( সম্বন্ধে)
৩/করেনে (করেন)
৪/অনুরোদটা (অনুরোধটা)
৫/খুমী (খুশী)
৬/পাচ (পাঁচ)
৭/ভূল(ভুল)
৮/ইংরাজিতে (ইংরেজিতে)
৯/বুজলাম (বুঝলাম)
১০/থাকেনে(থাকেন)
গুনে গুনে দশটি ভুল,এখন আপনি কি ব্লগিং করবেন?? নাকি ব্লগিং করা ছেড়ে দেবেন?
আপনি তো মূর্খ আবাল বলদ,আপনাকে দিয়ে যদি ব্লগিং হয়,তাহলে আমি আপনার শিক্ষক হওয়ার যোগ্যতা রাখি। আবালদের সোজা করতে আমি তাদের প্রতি এক্সটা কেয়ারিং ট্রিটমেন্ট দিয়ে থাকি।
©somewhere in net ltd.
১| ০৯ ই জুলাই, ২০১৯ রাত ১০:১০
ল বলেছেন: সামু মিথ্যা মামলায় অভিযুক্ত!!! এটা মনে হয় ঠিক না।
সামু --মিথ্যা, বানোয়াট ও প্রোপাগান্ডার শিকার হয়ে আছে এমনটা দিলে ভালো হবে....
এত অভিমান কেন হে বালক!!!
আমি সবার মন্তব্য পড়তে আবারো আসবো।।।।।