নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা কৃষ্ণচূড়া গাছ। শুষ্ক অঞ্চলে গ্রীষ্মকালে কৃষ্ণচূড়ার পাতা ঝরে গেলেও, নাতিষীতোষ্ণ অঞ্চলে এটি চিরসবুজ।
আসসালামু আলাইকুম প্রিয় ব্লগবাসী ভাই ও বোনেরা। দীর্ঘ নয় মাস আট দিন পর আবার ব্লগে হাজির হলাম। আপনারা কেমন আছেন?
০৬ ই মে, ২০২০ দুপুর ১২:৪৮
মেঘ প্রিয় বালক বলেছেন: ইন শা আল্লাহ
২| ০৬ ই মে, ২০২০ দুপুর ১২:২৩
রাজীব নুর বলেছেন: স্বাগতম।
আমি ভালো আছি।
০৬ ই মে, ২০২০ দুপুর ১২:৪৮
মেঘ প্রিয় বালক বলেছেন: ধন্যবাদ
৩| ০৬ ই মে, ২০২০ দুপুর ১২:৫৮
ঢাবিয়ান বলেছেন: যে কোন সময়ই কাকতড়ুয়ার মত বিশিষ্ট ব্লগতারূয়ার আবির্ভাব হতে পারে। তাই ব্লগার ভুয়া মফিজের মত বলতে চাই যে '' আশা করি আপনার ব্লগীয় ডেডিকেশান আর পরিপক্কতা আরো আরো জোরদার হবে এবার!!
০৭ ই মে, ২০২০ রাত ৩:১৯
মেঘ প্রিয় বালক বলেছেন: আমি এতোদিন অন্য জায়গায় লিখেছিলাম। পাঠকও পেয়েছি ভালো। কিছু লেখকদের সাথেও পরিচয় হয়েছে। যাদের সাথে আমার সমস্যা তাদেরকে এড়িয়ে যাবো। ইংরেজিতে একটি কথা আছে, No Response is the best response.
আমাকে আপনাকে আরো ধৈর্যশীল হতে হবে কারণ সমাজে ভিন্ন মতের মানুষ থাকবে, এটাই স্বাভাবিক।
কারো তো নজরুল, জীবনানন্দকে ভালো না-ই লাগতে পারে ! ধর্ম নিয়ে বাড়াবাড়ি তারা করতেই পারো।
৪| ০৬ ই মে, ২০২০ দুপুর ১:২৮
নেওয়াজ আলি বলেছেন: স্বাগতম আপনাকে। নিরাপদ থাকুন ভালো থাকুন । সুন্দর বগ্লিং করুণ
০৭ ই মে, ২০২০ রাত ৩:২০
মেঘ প্রিয় বালক বলেছেন: ধন্যবাদ প্রিয় নেওয়াজ আলি ভাই। ভালোবাসা নিরন্তর।
৫| ০৬ ই মে, ২০২০ রাত ৮:৪৬
খায়রুল আহসান বলেছেন: প্রত্যাবর্তনে সুস্বাগতম! আশাকরি, এবারে স্থায়ী হবেন।
তবে আবার যদি যেতেই চান, যাবার আগে কয়েকবার ভেবে দেখবেন।
০৭ ই মে, ২০২০ রাত ৩:২২
মেঘ প্রিয় বালক বলেছেন: প্রিয় শ্রদ্ধাভাজন, ফিরে এসেছি কোনো এক কারনেই এসেছি। যতদিন বাহিরে ছিলাম, ততোদিন আমার কলম থেমে থাকেনি। কলম চলছে আমার মগজে শব্দ ধরা দিচ্ছে। আশা করি আপনাদেরকে আমি সুন্দর কিছু উপহার দিবো। ভালোবাসা নিরন্তর।
৬| ০৭ ই মে, ২০২০ রাত ৩:২৪
শের শায়রী বলেছেন: স্বাগতম। হ্যাপী ব্লগিং।।
©somewhere in net ltd.
১| ০৬ ই মে, ২০২০ ভোর ৬:৫৯
ভুয়া মফিজ বলেছেন: সু-স্বাগতম। আশা করি, আপনার ব্লগীয় ডেডিকেশান আর পরিপক্কতা আরো আরো জোরদার হবে এবার!!