![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১৭৫৭ খ্রিষ্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পলাশীর যুদ্ধ জয়লাভের মাধ্যমে বাংলার সাশনক্ষমতা দখল করে। এরপর অনেক অন্যায় অত্যাচার, জুলুম, নির্যাতন সবশেষে মজলুম জনতার আন্দোলন। মানুষ মুক্তি পেল ঔপনিবেশিক শাসন থেকে। ১৯৪৭ দেশ ভাগ হয়ে পূর্ব বাংলা থেকে আমরা হলাম পূর্ব পাকিস্তান। আবার শুরু হোল! ভাষার জন্য যুদ্ধ, অনেক প্রানের বলী, অনেক দাবি অবশেষে ১৯৭১। ৩০ লক্ষ প্রান চলে গেলো। ২ লক্ষ মা বনের সম্ভ্রমহানি হোল। আমরা স্বাধীন। এরপর স্বাধীনতার লোগো গায়ে মেখে আমরা পরাধীনতা থেকে মুক্তি পেয়েছি কিনা তা অনেক বড় এক প্রশ্ন। যদি পেয়েই থাকি তাহলে কেন মরতে হল এদেশের স্বপ্ন দ্রষ্টাদের, মরতে হয়েছে বুদ্ধিজীবীদের, ৯ বছর ছিলাম সামরিক শাসনের অধীনে। বারবার ক্ষমতার জাঁতাকলে পৃষ্ঠ হচ্ছে এদেশের সাধারন জনগন। মুক্তি মিলেনি অর্থনৈতিক স্বাধীনতার। সমাধান হয়নি বেকার সমস্যা। সমাধান হয়নি নাগরিক সমস্যার। দুর্নীতি, ঘুম, খুন, জালাও পোড়াও আন্দোলন ছিনিমিনি খেলা হচ্ছে জনগন কে নিয়ে। শুধু কি তাই? মানুষ হারিয়ে পেলেছে সামাজিক মূল্যবোধ। নীতি নৈতিকতা থেকে মানুষ আজ বিচ্ছুত। মানবিক মূল্যবোধ কি তা আমরা ভুলে গেছি। আমরা ইতিহাস ঐতিয্য কে ভুলে গেছি। কলঙ্কিত করতেছি দীর্ঘদিনের সংস্কৃতি কে নারীর উলঙ্গ দেহ দেখার মধ্য দিয়ে। আর কত? অবসান চাই, মুক্তি চাই, সুন্দর সুখী সমৃদ্ধ রাষ্ট্র চাই, গনতন্ত্রের সঠিক চর্চা চাই। কিন্তু কিভাবে? যুদ্ধ করতে হবে। কার বিরদ্ধে যুদ্ধ করবো? সবাই তো আমরা। শুদ্রাতে হবে আমাদের, আমাদের প্রতিনিধিদের। সব ক্ষেত্রে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। সু শাসনই ভদ্র জাতী গঠন করতে ভুমিকা রাখবে।
©somewhere in net ltd.