নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নির্বাসিত

রক্ষনশীল বিতার্কিক

মনের কথাগুলি একটু গুছিয়ে বলার জন্যই অনেক সময় লেখার প্রয়োজন হয়। তাই বলে, সেটাকে শিল্পরুপ দান করা আমার কাজ নয়..........।।।

রক্ষনশীল বিতার্কিক › বিস্তারিত পোস্টঃ

ফেসবুক স্ট্যাটাস ২০১৪ (সংকলিত)

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:০৯

#নিঃসঙ্গতাকে সাথী করে চলতে চলতে একদিন অপ্রত্যাশিত ভাবেই তোমার সাথে পরিচয়। অনেকটাই অজানা, অচেনা তবু যেন কত পরিচিত। ভাবলাম এই বুঝি আমার ঠিকানা, এখানেই শেষ পথচলা। এখন শুধু ভালবাসার ছায়ায় বিশ্রাম, অবিরাম বিশ্রাম।

কিন্তু সব ভাবনা কি সত্যি হয়??

একদিন কাছে এসেও কাছের মানুষ হারিয়ে যায়। আবার এই আমি সেই আমি হয়ে যাই। অসহায়,নিঃসঙ্গ,বিপন্ন।

যে যায় সেকি ফিরে আসে???


#আজকাল একবার ভাড়া দেওয়ার পরও লোকাল বাসের কন্ডাক্টর এত বিনয়ী কন্ঠ অথচ গভীর আত্ববিশ্বাষের সাথে আরো কয়েকবার ভাড়া চায়, আমার ভুলে যেতে ইচ্ছে হয় একবার ভাড়া দিসি, মনে হয় এক যাত্রায় বার বার ভাড়া দিতে পারতাম


#হারিয়ে গেছ অনেক আগেই, তবে আজ অনেক দূরে চলে যাচ্ছ। যাও কিন্তু
ফিরে এসো আবার
আমার কাছে না, তবে তোমার দেশে।


#কিছু কিছু সিরিয়াস সময়ে সিরিয়াস ভাব নিয়ে থাকতে হয়। আমিও সিরিয়াস ভাব নিয়ে সিরিয়াস কিছু ঘটার অপেক্ষা করছিলাম। সিরিয়াস ভাবটা ঠিক মতো নেওয়া হচ্ছিল না।

উলটা, যার সাথে ভাব নিবো এই সুযোগে সে ভাবের ডগাতে বসবাস শুরু দিল । frown emoticon

বিষয়টা দুঃখজনক !!


#ঘড়ির কাটায় সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে শুরু হল অবিরাম বৃষ্টি, এখনো বৃষ্টি হচ্ছে - প্রচন্ড বৃষ্টি, মনে হচ্ছে পুরো শহরটা যেন ভাসিয়ে নিয়ে যাবে। ভাসিয়ে নিয়ে গেলও সত্যি সাথে আমার মনকেও, আমাকেও। ভেসে ভেসে কই আসলাম তাই এখন বোঝার চেষ্টা করছি।

আশার কথা একটাই যে অনেক বছর পর শ্রাবণের চমৎকার একটা সন্ধ্যা নিজের মত করে উপভোগ করার সুযোগ পেলাম ।



#ভাবছিলাম সিরিয়াস কিছু লিখে এক্কেবারে ফেসবুক কাঁপায়ে দিবো। তারপরে দেখলাম ঘটে আসলে কিচ্ছু নাই! তাই সিদ্ধান্ত পরিবরতন করলাম।

আজকে আসলে স্কুল লাইফের কথা মনে পরছে অনেক। ছোট বেলার সেই সব নির্ভেজাল কাহিনী।



#মনটা মাঝে মাঝে কি বুঝাতে চায়? বুঝি না।

কথাগুলা বড়ই অস্পষ্ট, অসচ্ছ। আর আমি বরাবরই অসতর্ক, অমনযোগী।



#প্রিয় একটা মানুষ, প্রিয় কিছু কথা, প্রিয় কিছু মুহুর্ত।এই প্রথমবারের মত ঝগড়াবিহীন সে আর আমি।


#নদীটা একসাথে পাড়ি দেয়ার মত জীবনটাও একসাথেই পাড়ি দেয়া যেত। তুমি, আমি, আর আমরা সবাই।


#এদেশে বিদেশী সংস্কৃতির আগ্রাসন বরাবরই চোখে পরার মত। Halloween তাতে নতুন মাত্রা যোগ করল বৈকি। BTW, Happy HALLOWEEN



#আলোচিত ইস্যুতে আমি সবসময়ই নিরব। তার চেয়েও বড় কথা, আমি অন্ধকারকে ভয় পাই। অশুভকে ডেকে আনে অন্ধকার।



#একটু গভীরভাবে চিন্তা করলে দেখা যায়, উদ্দেশ্যহীন মানুষের খুব সহজে পথভ্রষ্ট হবার সম্ভাবনা নেই।



#মনের কথাগুলি একটু গুছিয়ে বলার জন্যই অনেক সময় লেখার প্রয়োজন হয়।

তাই বলে সেটাকে শিল্পরুপ দান করা আমার কাজ নয়।।


#এত টাফ টাফ ম্যাথ করে গেলাম, কিন্তু শেষদিকে ইজি ম্যাথগুলাই পারছিলাম না।

নাহ ! আজকে আমার কোন মিড-টার্ম ছিল না। এক ব্যাগ এ-পজিটিভ (A+) ব্লাড দরকার ছিল আমার চাচার জন্য।

হুঁম, ব্লাড ম্যানেজ করার অভিজ্ঞতা আমার ছিল না বললেই চলে। যা একটু হতো, তা হতে দেয় নি আমার ঢাকা ইউনিভার্সিটিতে পড়ুয়া দুই বন্ধু সনেট আর সজিব। বলার আগেই ওদের মনে হয় ব্লাড ম্যানেজ করা ছিল। এই চাচার জন্যেই আরো দুই মাস আগে চার ব্যাগ ব্লাডের প্রয়োজন হয়। ওদের ক্যাম্পাসের পাশেই BSMMU(পিজি হাসপাতাল) হওয়াতে ওদেরকেই আমি আগে জানাই। মনে পরে, ওদের রিপ্লাই ছিল এতটুকুই, কখন আর কোথায়।

তারপর বেশকিছুদিন। সেখান থেকে রোগী স্থানান্তরিত হয়ে এখন ন্যাশনাল ক্যান্সার ইন্স্টিটিউটে। হঠাৎ আবারো দুই ব্যাগ ব্লাড প্রয়োজন। তখনি নর্থ সাউথের বেশ কিছু বন্ধু, ছোট ভাই, বড় ভাইদের জানাই। কারই ব্লাড A+ না। অবশেষে, ব্রাক, তিতুমিরেও খোজ নেই। নাহ, কোথাও নেই। তখনও এমন দুজনের খোজ পাই নাই যাদের ব্লাড A+ এবং আমার ভাল বন্ধুও। দুজনেই বাইকার। দুজনেরই নামের প্রথম অক্ষর A....... আবার, দুজনেই আমাকে প্রথম বলেছিল, দোস্ত্, কখন, কোথায়??

পুন্শচঃ *অনিকের নাকি ব্লাড দেবার পর নিজেকে হাল্কা লাগতেছে, সবকিছুতেই আগের চেয়ে পারফরমেন্স ভাল।

**আসিফের মন্তব্য এখনো পাওয়া যায় নি।




#আজকের হোমপেইজটা কেন শীতল হয়ে উঠল না এই নিয়ে আমি খানিকটা চিন্তিত। কারন ঢাকার বাতাসে আজকেই প্রথম শীতলতাটা গায়ে লাগার মত। শীতের প্রতি সবার এই ঔদাসীন্য ও অবহেলায় একপ্রকার দুঃখ পেয়েই আমি কি-বোর্ডে হাত চালালাম।



#বন্ধুরা কেউ র‌্যাগ ডে উদযাপন করে, কেউ কনভোকেশন নেয়। কেউ আবার ভাল জব অফার পেয়ে পার্টিতে দাওয়াতও করে। আর যেইগুলা আমার মত লেট অ্যান্ড লেজি, তারা সান্তনা খুজতে থাকে এবং খুজেও পায় সেই বন্ধুদের মাঝেই।

উত্সব টা শুরু হয়েছে বছরের শুরু থেকেই, চলছে ক্রমাগত। চলবে ∞ যতদিন না আমরা বের হই। তাই এর সফল সমাপ্তি ঘোষনার প্রয়োজনীয়তা অনুভব করি প্রতিনিয়ত। অপেক্ষা আমাদের, শুভ কামনাটা তোদের।

Friends, কংগ্রাচুলেশন্স অন ইউর গ্রাজুয়েশন!! সাথে সাথে আপকামিং গ্রাজুয়েটদেরও (যারা ফাইনাল পরিক্ষা না দিয়েই, এক্সকিউস মি, আই অ্যাম......... জাতীয় স্ট্যাটাস দেস।



#যাহা নিরর্থক তাহাই আমি।




মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৩

আরণ্যক রাখাল বলেছেন: আপনার ফেবু লিঙ্কটা দেন| রিকু পাঠাবো

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৯

রক্ষনশীল বিতার্কিক বলেছেন: আপনি কি শেষের কবিতার অমিত??

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:০৭

আরণ্যক রাখাল বলেছেন: লাবন্য নাই, অমিত হবো ক্যমনে

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১৪

রক্ষনশীল বিতার্কিক বলেছেন: জটিল প্রশ্ন। আপাতত উত্তর এর বদলে ফেবু লিঙ্ক দিয়া সন্তুস্ট করার প্রচেষ্টা। :) https://www.facebook.com/sketch7864

৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১৩

আমি সৈকত বলছি বলেছেন: প্রিয়তে নিলাম :)

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১৬

রক্ষনশীল বিতার্কিক বলেছেন: ধন্যবাদ। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.