![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনের কথাগুলি একটু গুছিয়ে বলার জন্যই অনেক সময় লেখার প্রয়োজন হয়। তাই বলে, সেটাকে শিল্পরুপ দান করা আমার কাজ নয়..........।।।
#কিছু সম্পর্ককে কখনোই সংজ্ঞায়িত করা যায় না। হতে পারে সম্পর্কটি একজনের পূর্ণতার সাথে আরেকজনের শূন্যতার, একজনের চিৎকারের সাথে আরেকজনের মৌনতার।
আবার সেইটা যদি হয়, অতীতের সাথে ভুলের আর বর্তমানের সাথে অনুতাপের, তাহলে বলতেই হয়, মানুষ তখন আরেকবার ভালোবাসে।
#শহীদ মিনার এলাকায় শেষ বিকেলে 'চেতনায় ২১' মনে হল তরুন-তরুনীদের মাঝে 'চেতনায় ১৪' হয়ে আবার ফিরে আসল।
#সকল ভাষার প্রতি শ্রদ্ধা।
ভাষা বেচে থাকুক প্রানে।
#আফগানিস্তান ও বাংলাদেশ। মিল একটাই। একটা যুদ্ধ বিধ্বস্ত আরেকটা দুই নারী বিধ্বস্ত।
#আমার অভিধানে তোমার কোন 'প্রতিশব্দ' নাই।
#জলবায়ু পরিবর্তনের প্রভাবে তোমার আমার দূরত্ব ক্রমাগত বাড়ছে।
#পাকিস্তান vs ভারত হাইভোল্টেজ ম্যাচ ও হাইভোল্টেজে ব্যাপক সর্ট সার্কিটের সম্ভাবনা
#ভ্যালেন্টাইন্স ডে এর প্রকৃত উদ্দেশ্য কি??
সিঙ্গেলদের মনে করিয়ে দেয়া, যে তারা সিঙ্গেল
#ফাল্গুন মোটামুটি গেল। আজকের টা ভুমিকম্প হলে,
কালকের টা রোজ কেয়ামত
#তুমি শান্ত সমুদ্রে দুরন্ত ঢেউ, পড়ন্ত বিকেলে
আকাশ কালো হয়ে আসা হঠাৎ কালবৈশাখী।
তুমি বসন্তের আবেগ অথবা নিম্নচাপের প্রভাবে
সারাদিন সারারাত গুরি গুরি বৃষ্টি।
#কন্ঠে কোকিল,
মনে রং,
দেহে আগুন,
ঠোঁটে কৃষ্ণচূড়া।
কোন এক 'অজানা কারনে' চোখে তার অঝোর বৃষ্টি।
#Sigmund Freud প্রায় ৩০ বছরের গবেষণার পর আক্ষেপ করে বলেছিলেন, ''নারী কি চায় আমি জানি না"
#রাজনীতি জীবনে একটি অগুরুত্বপূর্ণ বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ প্রভাবক।
#যেভাবে ৪৮ ঘন্টার মধ্যে খুনিদের গ্রেফতার করা হয়েছিল, সেভাবেই ৭ দিনের মধ্যে সহিংসতা দমন করা হবে। :পি
২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:৪৮
সুমন কর বলেছেন: কিছু ভাল লাগল।
৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৯
বিদগ্ধ বলেছেন: কিছু কথা খুব ভালো লাগলো।
৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৩৩
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
ভাল লাগল।
৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:২৮
দ্য ইলিউশনিস্ট বলেছেন: Sigmund Freud প্রায় ৩০ বছরের গবেষণার পর আক্ষেপ করে বলেছিলেন, ''নারী কি চায় আমি জানি না"... হাহাহাহা
৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪৮
এহসান সাবির বলেছেন: বেশ...!!
©somewhere in net ltd.
১|
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৪৫
এনামুল রেজা বলেছেন: যেভাবে ৪৮ ঘন্টার মধ্যে খুনিদের গ্রেফতার করা হয়েছিল, সেভাবেই ৭ দিনের মধ্যে সহিংসতা দমন করা হবে।