নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নির্বাসিত

রক্ষনশীল বিতার্কিক

মনের কথাগুলি একটু গুছিয়ে বলার জন্যই অনেক সময় লেখার প্রয়োজন হয়। তাই বলে, সেটাকে শিল্পরুপ দান করা আমার কাজ নয়..........।।।

রক্ষনশীল বিতার্কিক › বিস্তারিত পোস্টঃ

স্ট্যাটাস সমগ্র-২

০৬ ই মে, ২০১৫ রাত ১০:৫৪

#তোমার ঐ নীল কষ্টগুলো আমার সেই সাদা রুমালে মুছে দিতে চাই।


#শেষ থেকে শুরু যার, শুন্যতে ভয় তার, সেই বেলা যেই ডাকুক ইশারাতে মনে হয় সে হয়ত জলের রঙ অথবা মরীচিকা।

ক্ষনিকের অপেক্ষা এখনো খুঁজে যেন তারে,
তাই চেয়ে থাকি ফিরে না আসার দ্বারে,
প্রতিদিন রঙ পাল্টাই, স্বপ্ন সাজাই, মিছে মিছি তবু আনন্দ পাই।


# আপাতদৃষ্টিতে জনশূন্য বসুন্ধরা এলাকায় যে মানুষ বসবাস করে তা আজকে ভুমিকম্প হবার পরে ভালই টের পেলাম।

প্রতিটি ব্লকের প্রতিটি রোডে শুধু মানুষ আর মানুষ। তার উপর তরুনীদের আধিক্য।


# সবার রঙ বেরঙের স্থিরচিত্র দেখে বুঝতে পারলাম কাল পহেলা বৈশাখ ছিল,
আর আমি ঘুমাই ছিলাম।

সারাবছর আমার ভাল ঘুম হবে মনে হয়


#সুখের বসবাস সাধারনত নদীর ওপারেই হয়ে থাকে।

#ধুলো মাখা পথ, শিশির ভেজা পাতা, আর সেই নীল রঙের জামা,
পিছনে ফিরে একটিবার ঐ গোলাপী ঠোঁটের হাসি।

আমি ভুলে যেতে চেয়েও ভুলিনি, ফিরে আসতে চেয়েও পারিনি।


#জোর করে নয়, বাঁধা দিয়ে নয়, কোন প্রকার প্রলোভনের ফাঁদে পড়ে নয়, সেচ্ছায়, সজ্ঞানে আমি আজ নির্বাসিত তোমার ঐ নির্লিপ্ত চোখের চাহনিতে।


# আজকের গরমের কাছে মাথার ওপর ঘুরতে থাকা পাখাটি অনেকটা নিরুপায়, খানিকটা অসহায় ও পুরোটাই ব্যর্থ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.