![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনের কথাগুলি একটু গুছিয়ে বলার জন্যই অনেক সময় লেখার প্রয়োজন হয়। তাই বলে, সেটাকে শিল্পরুপ দান করা আমার কাজ নয়..........।।।
# বিমোহিত দৃষ্টি, বিগলিত প্রান, বিস্ফোরিত প্রেম, বিচলিত মন,
অতঃপর, অল্পক্ষণ অগোচরে অনুসরণ।
বর্ষায় বৃষ্টির বিপ্রতীপ বিচরণ,
অনন্ত অভিযোগ, অপরিচিত অভিমান।
# আজকে মাত্র বাংলা ডিটারজেন্টে আলতো করে চুবাইলাম। ২১ তারিখ দ্বিতীয় ওয়ানডেতে ভালো করে কাচব।
আর ২৪ তারিখ শেষ মাচে ধুইয়া রোদ দিমু। অই দিন যেন বৃষ্টি না হয়।
# কেউ থাকেনা বাড়িটায়। সদর দরজায় ঝুলে থাকা তালাটির সাথে চাবির বিরহ বহুদিনের। তবে দ্বিতল বাড়িটার ওপরের তলার একমাত্র খোলা জানালায় কোন কোন বিকেলে একটি অষ্টাদশী মেয়েকে দেখা যায়।
দীঘল চুল, পাতলা গড়ন আর নির্লিপ্ত চাহনির সেই কাল্পনিক অস্তিত্ব প্রতিনিয়ত ঘিরে থাকে আমায়।
# মোদি ব্যাক টু দ্যা প্যাভিলিয়ন, কোহলি কামস টু দ্যা ক্রিজ।
হাসিনা ইজ রিপ্লেসড, রুবেল ইজ অন স্ট্রাইক।
আরো কিছু দেনা পাওনা বাকি আছে তো।
# SeppBlatter has made an example.. One needs to have a big heart to do this..
# সৈকতে সূর্যাস্ত একসাথে দেখা হয়নি, কাঁধে মাথা রেখে পার্কের বেঞ্চেও একবার বসা হয়নি। হৃদয়ে সূর্যোদয় যদিও আলো ছড়িয়েছিল,
তবুও ভালোবাসার বিন্দুগুলি একই রেখায় মিলিত হয়নি।
# ভালোবাসার কারেন্ট জালে ইদানিং শুধু জাটকার সমারোহ ।
# আমি জানি, সেই ঠোঁটের স্পর্শে ছিল অপ্রতুল আবেগ, সেই হাতের ছোঁয়ায় ছিল অপ্রয়োজনীয় অবহেলা। তারপরেও,
সে স্পর্শের অনুভুতি মাঝে মাঝেই রাতকে নির্ঘুম করে দেয়, সে ছোঁয়ার পরিণতি ক্ষনে ক্ষনেই কোলাহলকে স্তব্ধ করে দেয়।
# কল্পনাতে ছিলে তুমি, বাস্তবে বহুদূর।
স্বপ্নের সাথী তুমি, কারো উদ্দেশ্য অচিনপুর।
# সবাই জীবনে অর্ধেক সুখী, অর্ধেক দুঃখী।
পার্থক্য, কেউ সুখটাকে বড় করে দেখে, কেউ দুঃখটাকে।
# শত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আজকে কোন স্ট্যাটাস না দিয়েই ঘুমোতে গেলাম।
# অসমাপ্ত গল্পের অতৃপ্ত অনুভূতি।
©somewhere in net ltd.