![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনের কথাগুলি একটু গুছিয়ে বলার জন্যই অনেক সময় লেখার প্রয়োজন হয়। তাই বলে, সেটাকে শিল্পরুপ দান করা আমার কাজ নয়..........।।।
#একটি মেয়ে ও তার কথিত 'বন্ধু'
বন্ধুত্ব মানে ঈদের ছুটি শেষে বাড়ী থেকে এসে ব্যাগটা রেখেই, "আমি বের হচ্ছি, তুই বের হ" বলা।
বন্ধুত্ব মানে ঢাকার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত শুধুমাত্র রিক্সা দিয়েই যাওয়া।
বন্ধুত্ব মানে শপিং করতে যাওয়ার কথা বলে শপিং মলে হাত ধরে ঘুরাঘুরি করা এবং কিছু না কিনে বের হয়ে আসা।
বন্ধুত্ব মানে আইসক্রিম খেতে খেতে তারাতারি বাসায় যেতে হবে বলে চিৎকার চেঁচামেচি করা।
বন্ধুত্ব মানে ঠিক বাসার নিচে থেকে নিয়ে এসে আবার সেখানেই দিয়ে আসা।
বন্ধুত্ব মানে ফেসবুকে অ্যাড না করা। কিন্তু টাইমলাইনে দেয়া কভার পিক টার তুমুল বিরোধীতা করা।
*বন্ধুত্ব মানে প্রেমের এই সবগুলা উপাদান ও আবেদন কে উপেক্ষা করে শুধু ভালো বন্ধু হয়েই থাকা।
#বিদিত কান্না, হৃদিত অনুভুতি,
শূন্য গল্প, সান্তনার সহানুভূতি।
পীড়িত ভাবনা, পুলকিত কামনা,
শান্ত জীবন, রহিত যাতনা।
#শহরটা যেখানে শেষ হয়েছিল, সেখানেই তোমাকে শেষ বার দেখেছিলাম। মনে পরে, মৃদু বাতাসে তোমার চুলগুলি উড়ছিল, দৃষ্টি ছিল দিগন্তে। আকাশে তখনও মেঘ ছিল না, কিন্তু যেই তুমি আমার দিকে তাকালে, শুরু হল বৃষ্টি। তুমুল বৃষ্টি। সে বৃষ্টিতে তোমাকে আর দেখা যায়নি।
#I told u a story at midnight. But u made that night a story.
#Going everything at pleasure sometimes makes you unhappy. It often demands forcing.
#A Scholar Says, Taking Selfie and Doing Masturbate are the Two Sides of the Same Coin.
#আট বছরের সূদীর্ঘ ব্যাচেলর জীবনে আমি ছিলাম ছয় তলার ট্রেডমার্ক। কাঁটাবন থেকে ধানমন্ডি, কাঁলাচাদপুর থেকে বসুন্ধারা, ঠিকানা বদল করেছি অনেক, কিন্তু ফ্লোরটা বদল করতে পারিনি। এ যাত্রায় কিন্তু কখনই কোন বাসাতে লিফ্ট বলতে কিছু ছিল না। প্রতিদিন তিন-চার বার সিড়ি বেয়ে ওই উচ্চতায় উঠার অভিজ্ঞতা সত্যিই অন্যরকম ছিল। তবে উত্তেজনার বিষয়, এবারই প্রথমবারের মত সেকেন্ড ফ্লোরে নিতে পেরেছি। দীর্ঘ অপেক্ষার অবসান হয়েছে।
দুঃখের বিষয়, এ বাসায় লিফ্ট আছে।
#মধ্যরাতের অনেক স্বপ্নই এই ঘুমহীন চোখ দুটোয় চিরকালীন নির্বাসিত।
#পরের স্বার্থে নিজের সময় অপচয় করাকেই স্বার্থপরতা বলে !
#পীড়িত ভাবনা শাসকদের শয্যাসঙ্গী হলেও,
উৎপীড়িতের চিৎকার তাদের সিংহদুয়ারের নাগাল পায় না।
#কষ্ট সাধারনত দুই ধরনের।
যে কষ্টে মানুষ হাসে এবং যে কষ্টে মানুষ বেশি বেশি হাসে।
#কারনে অকারনে দেয়া স্ট্যাটাস গুলো এখন আর নিয়মিত পড়া হয় না। সময়ে অসময়ে শেয়ার করা সেই ছবি গুলো আজকাল আর আলাদা করে দেখা হয় না।
কারন মনের দেয়ালে স্মৃতিগুলো আছে ঠিকই। কিন্তু হৃদয় মাঝে অনুভুতিগুলো মরে গেছে। ইনবক্সের ম্যাসেজ গুলোই শুধু তার নিশ্চুপ সাক্ষী।
#অভিনয় দেখতে উপভোগ্য হলেও অভিনতাকে অনুভূতি শূন্য হতে হয়।
#রাতের বেলা বর্ষার অবিরাম বৃষ্টি বরাবরই আমার কাছে অনিন্দ্য সুন্দর। কিন্তু, কেন জানি আজকে রাতে সবকিছু ছাপিয়ে তোমার ঐ ভেজা চুলে স্নিগ্ধ হাসিটি প্রকৃতিতে এক অদ্ভুত মুগ্ধতা ছড়িয়েছিল।
#আজ হঠাৎ ক্যাম্পাসে সুন্দরীদের আনাগোনা আশংকাজনক হারে বেড়ে যাওয়ায় হৃদয়ে একধরনের বিশৃঙ্খলতা ও অরাজকতার সৃষ্টি হইল।
#ব্যাচেলর বাসায় খালারা ছুটিতে থাকলে ঈদের পরেও অনেকটা রোজার দিন রোজার দিন মনে হয়।
#বিমোহিত দৃষ্টি, বিগলিত প্রান, বিস্ফোরিত প্রেম, বিচলিত মন,
অতঃপর, অল্পক্ষণ অগোচরে অনুসরণ।
বর্ষায় বৃষ্টির বিপ্রতীপ বিচরণ,
অনন্ত অভিযোগ, অপরিচিত অভিমান।
#These statuses are strictly hypothetical; any resemblance to real person or situation are coincidental.
©somewhere in net ltd.
১|
০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:১৮
ক্রিবিণ বলেছেন: Not a specific aspect or view where one can pay heed... Though there is a collection of feelings, they are full of complexity... The title referred somthing like that but post lost its influence...