![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনের কথাগুলি একটু গুছিয়ে বলার জন্যই অনেক সময় লেখার প্রয়োজন হয়। তাই বলে, সেটাকে শিল্পরুপ দান করা আমার কাজ নয়..........।।।
# আর কতটা প্রহর এভাবেই চলে যাবে??
আর কতটা স্বপ্ন এভাবেই মুছে যাবে??
সে রাতের কড়া পারফিউমটা এখনো জীবন্ত।
আলতো ছোঁয়াগুলি আমাকে বারন করে ভুলে যেতে।
#এখন হয়তো আর মনেই পরে না সেই শীতের সকাল গুলোর কথা, যখন ঘুমকে কোনরকম বুঝিয়ে শুনিয়ে, প্রতিদিনই উঠে পরতাম। শুধুমাত্র ঘন কুয়াশার প্রাচীর ভেঙ্গে একটি নির্দিষ্ট স্থানে একটি নির্দিষ্ট মানুষের কাছে আসার দৃশ্যটি দেখব বলে।
সে আসতো, সে বসতো, সে কথাও বলতো। তার হাতটি উষ্ণ ছিল, তার হাসিটি স্নিগ্ধ ছিল। পুরো পৃথিবীটি যেন আমার ছিল।
#বালক চাইত বালিকা তার সাথে রিকশায় ঘুরুক, তবে বালিকাটি বালকের হাত ধরে হাঁটতেই বেশি পছন্দ করত। কৈশোরে ছেলেটি মাঝে মাঝে ভাবতো, মেয়েটি তার সাথে কোন এক বন্ধুর বাসায় দেখা করুক, তাই হয়তো মেয়ে ভালবাসার চারপাশে দেয়ালই পছন্দ করত না। যুবক প্রায়ই স্বপ্ন দেখতো, সেই মায়াবী মুখখানিতে সব সময় একটি মন ভুলানো হাসি থাকুক, তারপরেও যুবতীটির গলা জড়িয়ে কাঁদতেই কেন জানি বেশি ইচ্ছা করত। প্রতিটি গল্পেই দুজন দুজনের হৃদকম্পন কিছুক্ষনের জন্য টের পেত, বলতে গেলে সেই মুহূর্তটুকুই ভালোবাসা ছিল।
জানি প্রতিটি মানুষ আলাদা, জানি প্রতিটি স্বপ্ন ভিন্ন। তবুও কোন এক অজানা কারনে, প্রতিটি ভালোবাসাই সুন্দর।
২| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ বিকাল ৫:২৪
এহসান সাবির বলেছেন: ভালো লিখেছেন।
০৪ ঠা নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৫
রক্ষনশীল বিতার্কিক বলেছেন: ধন্যবাদ
৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৪
স্বপ্নচূড়ায় আমি বলেছেন: জানি প্রতিটি মানুষ আলাদা, জানি প্রতিটি স্বপ্ন ভিন্ন। তবুও কোন এক অজানা কারনে, প্রতিটি ভালোবাসাই সুন্দর। ......
৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:১৪
eng বলেছেন: Chill Guy Clicker is the place where you can leave all your stress behind and relax, one click at a timehttps://chillguyclicker.org/
©somewhere in net ltd.
১|
০৪ ঠা নভেম্বর, ২০১৫ বিকাল ৫:১১
বিদ্রোহী সিপাহী বলেছেন: প্রতিটি ভালবাসাই এক। শুধু প্রকাশ ভঙ্গিটা ভিন্ন