![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনের কথাগুলি একটু গুছিয়ে বলার জন্যই অনেক সময় লেখার প্রয়োজন হয়। তাই বলে, সেটাকে শিল্পরুপ দান করা আমার কাজ নয়..........।।।
# তোমার ঐ হাসিটা বরাবরি একটি ঝড়ের সৃষ্টি করে। সাথে সাথেই এলোমেলো করে দেয় আমার চারপাশ। আহত হই হাসিতে ঝরে পড়া মায়ায়। আর আটকে যাই একটি ভালোলাগার ধ্বংসস্তুপে।
# হয়তো আরেকবার দেখা হবে মানুষ বসবাসের উপযোগী অন্যকোন গ্রহে। মেঘলা দুপুরে, ভেজা কোন রাস্তায়।
# ছেলে মেয়ে গুলা যদি জানত, ভালোলাগার মানুষটির থেকে খানিকটা দূরে দাঁড়িয়ে বন্ধুর সাহায্যে প্রেরিত প্রেমপত্রটির উত্তরের অপেক্ষাটা কত রোমাঞ্চকর ছিল!!
# একটি ভুল হয়েছিল সাথে একটি বড় ধরনের ভুল বোঝাবুঝি। ছেলেটি বরাবরি হাসতে চেষ্টা করে হয়ত লুকিয়ে রেখে হৃদয়ে এই গ্রীষ্মের দাবদাহ। তবে, মেয়েটি এখনো সব ভুলে যেতে চেষ্টা করে।
এবেলা তার তার চোঁখে বর্ষার থেমে থেমে হওয়া বৃষ্টির অভিযোগ।
# আরো দূরে উড়ে যেতে চায় ঘুড়িটা
যেখানে একদল মেঘের অস্থায়ী বসবাস।
আরো কাছে ফিরে আসে শূন্যতা
যেখানে একটি স্বপ্নের অন্তিম সংগ্রাম।
©somewhere in net ltd.