নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি হাজার বছর বাঁচিতে চাই সকল মানুষের মাঝে, কি সকাল, কি দুপুর কি বিকেল কি তমিস্রার সাঁঝে।

ডাকঘর সাহিত্য পত্রিকা

আমি হাজার বছর বাঁচিতে চাই মানুষের মাঝে কি সকাল কি দুপুর কি বিকেল কি তমিস্রার সাঁঝে।

ডাকঘর সাহিত্য পত্রিকা › বিস্তারিত পোস্টঃ

আজ আবার ফিরে এসেছি শৈশবে

২২ শে মে, ২০২০ দুপুর ২:১৭



আজ আবার ফিরে এসেছি শৈশবে
যে দিনটি ছিলো বাবার কড়া শাষণ,
মমতাময়ী মায়ের আদরমাখা বকুনি।
একদিন মা বলতেন-

"খোকা ঘর থেকে বেরোবে না"

আজ সেদিনের সেই মা জননী কাছে নেই
এসেছেন তিনি নতুন রুপে,
নতুন সম্পর্ক নিয়ে, নতুন নাম নিয়ে "খুকুমনি"
প্রতিটি ঘরে ঘরে। আমাদের মাঝে।
তার সে কি কড়া শাষণ গো!

এই, খবরদার, সিগারেট ছুবেনা,
বাহিরে "করোনায়" মৃত্যুর হাহাকার
খবরদার একদম বেরোবেনা!

বাবাও নেই
সেই কবে ইহধাম ত্যাগ করেছেন।
এসেছেন নতুন নাম নিয়ে, নতুন সম্পর্ক নিয়ে,
নতুন শাষণ নিয়ে আরেক বাবা, খোকাবাবু।

তুমি কোথায় যাচ্ছ?
মা, বাবা কোথায় যাচ্ছে?
মা, ইতস্ততঃ স্বরে, আস্তে বলো খুকী শুনবে।
ঘরে যে বাজার নেই?

চোখ লাল করে, কড়া শাষণে
বাবা, এদিকে এসো, বসো এখানে, খবরদার বাহিরে যাবেনা।

মোবাইলটা দাও,
বাজার লিস্টটা দাও, গুগল সার্চে,
নানা প্লাটফর্ম, কি চাই তোমার, একএক করে
লিস্টের সব কিছু সিলেক্ট করে বুকিং দিয়ে দিলো
সব মিলে পাঁচ হাজার আটশো টাকা।

বললাম, বুথে যাবো, টাকা তুলবো,
ফের ধমক, দাওতো ক্রেডিট কার্ডটা
সিস্টেমে "চালডাল" অনলাইন সপিং এ পেমেন্ট করে দিলো।

ওর "মা" বললো, ঘরে অনেক গুলো ঔষধ নেই,
আমি ভাবলাম, এবার বুঝি বাহির হওয়া যাবে।
সেও হলোনা, ঔষধও বুকিং হয়ে গেলো সিস্টেমে।

বললাম,
ব্যবসার কাজে বেরোতে হবে, আর কত?
আর কতদিন এভাবে? তুমিতো বুঝো বাবা, ইনকাম না থাকলে
বাসায় বসোতো বাজার করতে পারবেনা।
এবার কোন ধমক হলোনা। বিকেলে শুধু জেনে নিলো,
ওর মায়ের আপওয়ার্ক প্রোফাইলের পাসওয়ার্ডটা।
তারপর সেই থেকেই দিন রাত লেপটপে দেখি ভীষণ কাজে ব্যস্ত।

কয়েকদিন পর
বেশ হাসিমাখা মুখে আমাদের এক করে বললো
বাবা, মা, আমি আপওয়ার্কে এনিমেশনের একটা জব করে
ত্রিশ ডলার আর্ন করেছি। তুমি না বলেছিলে,
কাছে টাকে নেই?

প্রোফাইলটা যখন অপেন করলো আর আমি দেখলাম
সত্যিই হতবাক হলাম, সত্যি আমার চোখের পানি গড়িয়ে পড়তে লাগলো।
ও অনেক কাজ পারে জানি, আমি তাতে হতবাক নই, আমি হতবাক
ক্লাস টেনে পড়ুয়া স্টোডেন্টও আজকাল বাবা মার দায়িত্ব নিতে চায়।
ওরা বাবা মার কতটাই ভালো চায় তার বহিঃপ্রকাশ দেখেই আমি কাঁদলাম।
এমন সন্তান এদেশের প্রতিটি ঘরে ঘরেই জন্ম নিক।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা জুন, ২০২০ দুপুর ২:১০

রাজীব নুর বলেছেন: সুন্দর ছবি। সুন্দর কবিতা।

০৭ ই জুন, ২০২০ সকাল ১১:০১

ডাকঘর সাহিত্য পত্রিকা বলেছেন: অসংখ্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.