![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হাজার বছর বাঁচিতে চাই মানুষের মাঝে কি সকাল কি দুপুর কি বিকেল কি তমিস্রার সাঁঝে।
মা,কে আমার পড়ে মনে
যখন রান্নাঘরের শিলপাটাটা দেখি
অপলক তাকিয়ে আছে আমার পানে,
যখন দেখি, পানের বাটা, চুনের ঘটি
ঝুলছে ক্ষয়ে সাক্ষ্য হয়ে
চৌকাঠের ঐ মাঝখানে!
মা'কে আমার পড়ে মনে
যখন ঘুমুতে গিয়ে চমকে উঠি
গল্প ছুঁয়ে কল্প কথায়,
যখন তন্দ্রাঘোরে কে জানি বলে
"খোকার চোখে ঘুম দিয়ে যা"।
দাঁড়িয়ে আছে অবনি অম্বরে
তব শতত স্মৃতি নয়ন উপরে
মা'কে আমার মনে পড়ে।"
মা'কে আমার পড়ে মনে
যখন বর্ষে ঝড়ের দিনে
তিমির ক্ষনে মেঘের বর্ষণ,
মা যে আমায় রাখতো চোখে চোখে
তাই ভেবে আজ বোক যে ভাসে
কাঁদে দু'নয়ন।
২৩ শে মে, ২০২০ দুপুর ১:৪৩
ডাকঘর সাহিত্য পত্রিকা বলেছেন: ধন্যবাদ আপনাকে প্রিয় কবি।
২| ০১ লা জুন, ২০২০ দুপুর ২:০৯
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
০২ রা জুন, ২০২০ বিকাল ৩:৩১
ডাকঘর সাহিত্য পত্রিকা বলেছেন: ধন্যবাদ আপনাকে প্রিয় কবি
©somewhere in net ltd.
১|
২৩ শে মে, ২০২০ দুপুর ১:৩৮
ইসিয়াক বলেছেন: সুন্দর