নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি হাজার বছর বাঁচিতে চাই সকল মানুষের মাঝে, কি সকাল, কি দুপুর কি বিকেল কি তমিস্রার সাঁঝে।

ডাকঘর সাহিত্য পত্রিকা

আমি হাজার বছর বাঁচিতে চাই মানুষের মাঝে কি সকাল কি দুপুর কি বিকেল কি তমিস্রার সাঁঝে।

ডাকঘর সাহিত্য পত্রিকা › বিস্তারিত পোস্টঃ

যুগে যুগে ঈদ ও বিসর্জন

২৪ শে মে, ২০২০ বিকাল ৪:১২

পুরোনো সেই ঈদ আনন্দ আজ যেন শুধুই দীর্ঘশ্বাস
সবাইতো আছে, আছেতো সবই তবু কি যেন নেই,
যেন সকলের আত্মা আজ মৃত প্রায়।
সবার চোখে মুখে মলিন হাসি, বেদনার তীব্র ছায়া।

কাল ঈদের দিন, অবুঝ শিশুটির বায়না
মা' কে যে রাঁধতেই হবে সুমিষ্ট পিঠা পায়েস, কোরমা পোলাও
করতে হবে রক্ষণশীল সমাজের শ্রেষ্ঠ ঈদ আয়োজন।
মা' তো রাঁধবেই কারণ সেতো "মা"।

আমার দেখা এক মহিয়সী মা' য়ের কথা বলছি
এমনি এক ঈদুল ফিতরের ঈদ এর আগের দিন
ছেলে তাঁর শয্যাশায়ী সায়ক ব্যথা পাখির মত "মা"
মাথা আঁচড়িয়ে মরছে, আঁচল সঁপে প্রভুকে বলছে
ওহে প্রভু!

আপন প্রাণের বিনিময়ে তুমি বাচাধনকে ভিক্ষে দিয়ে যাও
সেই থেকে ক্রমশঃ মা মৃত্যুশায়ী, আর বাছাধন আরোগ্যের পথে
মাত্র সাত দিনের ব্যবধানে জীবনের বিনিময় হয়।
ছেলে তাঁর দিব্যি ভালো হয়ে উঠে আর "মা"
হাস্যুজ্জল মুখে মৃত্যুকে আলিঙ্গন করে নেয়।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০১ লা জুন, ২০২০ দুপুর ২:০৮

রাজীব নুর বলেছেন: সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.