| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডাকঘর সাহিত্য পত্রিকা
আমি হাজার বছর বাঁচিতে চাই মানুষের মাঝে কি সকাল কি দুপুর কি বিকেল কি তমিস্রার সাঁঝে।

আজ ঈদ
কষ্টের সীমাবদ্ধতা মাঝে মাঝে প্লাবিত হতে চায়
ভেংগে যেতে চায় ধৈর্য নামের বাঁধ টুকুও
দুমড়ে মুচড়ে একাকার করে দিতে চায়
অবরুদ্ধ নামের পাষণ্ড দেয়াল।
খুলে দিতে চায় শ্বাস রুদ্ধদ্বার
সব কটি জানালা খুলে দাও, আমি গাইবো
আমি গাইবো প্রভুর জয়োগান।
তোমার পৃথিবী যদি মৃত্যু দিয়ে
ভরিয়ে দিতে চাও, দাও,!
তোমার আকাশকে যদি কান্নার দামামা দিয়ে
চির বেদনায় নীল করতে চাও, কর!
তোমার সাগর, মহা সাগরকে যদি
কান্নার ঢেউয়ে দোলা দিতে চাও, দাও!
আমরা তো কেবলি তোমার অনুগ্রহের
অনুকম্পার তুচ্ছতম জন।
অপরাধ নিওনা প্রভু!
যাকে তোমার সকল দরদ দিয়ে নিজ হাতে বানালে
যাকে আপন ক্ষমতা বলে ফুঁকে দিয়ে আপন আত্মাকে করলে সমাদৃত।
যাকে ক্ষমা সুন্দর পৃথিবী দিলে, দিলে অবারিত মাঠ, গগণ, ললাট
তুমি ক্ষমা করবে বলেইতো, আমরা অপরাধী।
বারবার তোমার দ্বারেই দ্বারস্থ হই।
এই সুন্দর পৃথিবীকে তুমি ফের
সুন্দর করে দাও। হে প্রভু!
ফের জাগাও।
০৩ রা জুন, ২০২০ বিকাল ৩:৩৩
ডাকঘর সাহিত্য পত্রিকা বলেছেন: আমার নিজের
©somewhere in net ltd.
১|
০১ লা জুন, ২০২০ দুপুর ২:০৭
রাজীব নুর বলেছেন: ছবিটা কার?