![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হাজার বছর বাঁচিতে চাই মানুষের মাঝে কি সকাল কি দুপুর কি বিকেল কি তমিস্রার সাঁঝে।
এখনও কালবৈশাখীর ঝড়
আমার হৃদয় ভাংগে
স্মৃতির পৈশাচিক তীক্ষ্ণ আচরণে,
এখনও সমুদ্রের লোনা জল
অশ্রুসিক্ত করে যায় আঁখি
বেদনার নীল সমীরণে।
কখনো ঝড় দেখিনি আর আজ
ঝড়ের তান্ডব বেগেতে ছুটে চলি
লাজহীন লাজুক পায়ে,
কখনও স্রোতস্বিনীর ঢেউ মাখিনি
আজ ঢেউ আঁচড়ে পরে অহর্নিশি
ভংগুর জীবন নায়ে।
কষ্ট আমার নাভিশ্বাস!
হ্যা, পরিশ্রান্ত আমি! অনেক পরিশ্রান্ত!
"মা" নামের শব্দটিকে ধরে আমি
অনেক পথ পেরিয়ে আসা
এক জননী যোদ্ধা,
ওগো, বলে দাও!
আমি কোন পথ ধরে তোমার ঔরসকে
বেঁচে থাকার পথ দেখাবো।
যে পথেই চলি সে পথই যে কণ্টকময়!
তারঃপরও-
আমার আজন্মকাল কষ্টেই কাটুক
এক এক করে স্বপ্ন চোরাবালি হোক
আমি সুখতো খুঁজিনা!
আমি খূঁজি বেঁচে থাকার
কিঞ্চিৎ অবলম্বন। কারণ
আমি মা, এক অনাথ
এতিমের জননী।
এক কষ্টে আ'হত নারী।
০১ লা জুন, ২০২০ দুপুর ১২:৪৪
ডাকঘর সাহিত্য পত্রিকা বলেছেন: অসংখ্য ধন্যবাদ
আচ্ছা আপু
পোষ্ট করছি তো করছি কিন্তু ব্লগের কোন অংশেই প্রকাশ দেখছিনা। তবে কি ব্লগে আসা বন্ধ করে দিবো? জানাবেন প্লীজ।
২| ০১ লা জুন, ২০২০ দুপুর ২:০৬
রাজীব নুর বলেছেন: ভালো কবিতা।
৩| ০১ লা জুন, ২০২০ বিকাল ৫:১৮
ডাকঘর সাহিত্য পত্রিকা বলেছেন: অনেক ধন্যবাদ জানাচ্ছি প্রিয় কবি
৪| ০২ রা জুন, ২০২০ বিকাল ৫:৪৭
এস সুলতানা বলেছেন: না ভাই' ডাকঘর সাহিত্য পত্রিকা' ব্লগে আসা বন্ধ করবেন না। লিখতে থাকুন আগামীর জন্য। আর ব্লগের বন্ধুদের লেখায় বেশি বেশি কমেন্টস করতে থাকুন। জানেন তো সবুরে মেওয়া ফলে। বন্ধুদের লেখায় কমেন্টেস করে আগে পরিচিতি লাভ করুন। তখন সবাই আপনার লেখায় কমেন্টস করবে। ধন্যবাদ আপনাকে..।
৫| ১২ ই জুন, ২০২০ ভোর ৫:২৫
নেওয়াজ আলি বলেছেন: অসাধারণ
©somewhere in net ltd.
১|
২৯ শে মে, ২০২০ দুপুর ১২:৫৩
এস সুলতানা বলেছেন: অসাধারণ প্রকাশ