![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হাজার বছর বাঁচিতে চাই মানুষের মাঝে কি সকাল কি দুপুর কি বিকেল কি তমিস্রার সাঁঝে।
তোমাকে ঘিরিয়া সুগন্ধি এখনও
রজনীর দ্বিপ্রহরে কান্না করে ফেরে
দু' চোখ আমার কান্না ভরাতুর,
তোমাতে ভাবিয়া স্মৃতি আজও
ফ্লিমের ক্যানভাসে জ্বালা করে
আমি আজন্ম ব্যথিত, ব্যথাতুর।
তোমাকে ঘিরিয়া স্পর্শরা এখনও
হৃদয়ের নীলাকাশে মেঘ করে ফেরে
হৃদয়ে বহায় কষ্ট নামের মেঘের তুষার,
তোমাকে ঘিরিয়া স্বপ্নরা এখনও
নানা রকম স্বপ্ন বুনে আহা! নিছক
স্বপ্ন জানেনা তুমি যে কার!
তোমাকে জুড়িয়া আকাঙ্খা এখনও
চাতক পাখির মত চেয়ে রয়
আমি প্রেমহারা মাতাল পুরুষ,
তোমাকে খুঁজে খুঁজে রক্তের কনিকা
স্ফীত হয় উচ্চ আবেগে, তীব্রতায়
যেমন তেজ দীপ্ত ঐ সোনালী সুরুজ।
তোমার মান অভিমান আহা!
এলোকেশী চুলে ঢেকে রাখা মুখ
অভিমান ভাংগাতে কত নাট্য প্রলাপ,
তোমার রাগ ভাংগা হাসি প্রেম রাশি রাশি
আজও চোখে ভাসে স্মৃতি
তব মুখখানি যেন ফুটন্ত গোলাপ।
২| ০১ লা জুন, ২০২০ দুপুর ২:০৬
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
৩| ০১ লা জুন, ২০২০ বিকাল ৫:১৬
ডাকঘর সাহিত্য পত্রিকা বলেছেন: ধন্যবাদ জানাচ্ছি প্রিয় কবি
৪| ১২ ই জুন, ২০২০ ভোর ৫:২৫
নেওয়াজ আলি বলেছেন: অসাধারণ প্রকাশ
©somewhere in net ltd.
১|
০১ লা জুন, ২০২০ দুপুর ১:১২
ডাকঘর সাহিত্য পত্রিকা বলেছেন: পোষ্ট করছি তো করছি কিন্তু ব্লগের কোন অংশেই প্রকাশ দেখছিনা। তবে কি ব্লগে আসা বন্ধ করে দিবো? জানাবেন প্লীজ।