নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি হাজার বছর বাঁচিতে চাই সকল মানুষের মাঝে, কি সকাল, কি দুপুর কি বিকেল কি তমিস্রার সাঁঝে।

ডাকঘর সাহিত্য পত্রিকা

আমি হাজার বছর বাঁচিতে চাই মানুষের মাঝে কি সকাল কি দুপুর কি বিকেল কি তমিস্রার সাঁঝে।

ডাকঘর সাহিত্য পত্রিকা › বিস্তারিত পোস্টঃ

সন্মানিত দেশের সকল ছোট, বড় মাঝারি "মনোসেক্স তেলাপিয়া" উৎপাদনকারী খামারি ভাইদের উদ্দেশ্যে আমার কিছু কথাঃ

০৩ রা জুন, ২০২০ বিকাল ৫:১৯


আপনি কি দালাল চক্রের দ্বারা প্রতারিত? মনোসেক্স তেলাপিয়ার পোনা সংগ্রহ করতে এখন রীতিমত ভয় পাচ্ছেন? আর নয় দালাল চক্র, আর নয় কোন ভয়। আমরা সরকারি ভাবে জাতীয় পদক প্রাপ্ত ১০০% মনোসেক্স তেলাপিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান "একতা সুপ্রিম তেলাপিয়া হ্যাচারী " আপনাকে দিচ্ছি মনোসেক্স তেলাপিয়া পোনার শতভাগ নিশ্চয়তা ও নির্ভরশীলতা। আমরা প্রতারণা মুক্ত, হালাল উপার্জনে বিশ্বাসী, সত্য ও ন্যায়ের পক্ষে দেশের হয়ে কাজ করা দেশের জন্য এক নিবেদিত প্রতিষ্ঠান যার দ্বারা আজ দেশের প্রতিটি অঞ্চলে শত শত মৎস্যচাষী স্বাচ্ছন্দ্যে উন্নত হাসি মাখা সুখময় জীবন যাপন করছেন। আমরাও তাতে গর্বিত অংশীদার।
আমরা আপনাকে নিশ্চয়তা দিব উন্নত মনোসেক্স তেলাপিয়ার পোনা আর আপনি আমাদের নিশ্চয়তা দিবেন চাষ উপযোগী একটি খামার যার মাধ্যমে আপনি পাবেন পরিবারের স্বাচ্ছন্দতা আর উন্নত জীবন। আর আমরা পাবো পরিচিতি, সুনাম সুখ্যাতি।
আপনি যদি একজন সফল খামারী হতে চান প্রথমত আপনার যা লাগবেঃ
A) ল্যান্ড B) মানি C) মেথড (অর্থাৎ গাইড লাইন / দিকনির্দেশনা)
*ল্যান্ড মানি আপনার আমরা আপনাকে দিবো মেথড*(অর্থাৎ গাইড লাইন /
দিকনির্দেশনা)
উপযোগী পুকুরের বৈশিষ্ট্য সমূহঃ
ক) যতদুর সম্ভব মুক্ত আলো বাতাসে পরিপূর্ণ পুকুরের জায়গা নির্ধারণ করতে হবে।
খ) আগাছা মুক্ত সমান্তরাল ভুমি ও সামঞ্জস্যপূর্ণ পুকুরের গভিরতা যেমন, পানির গভিরতা হবে ৩-৪ ফিট। বিশেষ করে নার্সারী পুকুর নির্বাচনটা করবেন একেবারেই পরিপাটি ও সুন্দর করে। চতুর্দিকে নেট দ্বারা ঘেরাওকরে দিতে পারলে সবচেয়ে নিরাপদ হয়।
গ) কোন ক্রমেই পরিমানের চেয়ে বেশি পোনা মজুত কিংবা চাষে দেওয়ার চিন্তা মাথায় রাখা যাবেনা। তাতে করে আপনার ডেন্সিটি বাড়লে নানারুপ সমস্যা দেখা দিবে এতেকরে আপনাকে লাভের চেয়ে লস টাই বেশি হবে। বিস্তারিত তথ্যের জন্য সার্বক্ষনিক আমাদের পেইজে ভিজিট করুন। যা একজন অভিজ্ঞ,দক্ষ প্রতিনিধি দ্বারা সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে চাষীদের দিক নির্দেশনা দেওয়া হচ্ছে।
ঘ) অনেক চাষী আছেন কোন নিয়মকে তোয়াক্কা না করে আপন মনের ইচ্ছামত পুকুরে অনুরুপ নার্সারি পুকুরে পরিমের দুই গুন কোন কোন জায়গায় আমি নিজের চোখেই দেখেছি তিন গুন পর্যন্তও অধিক হারে পোনা সংরক্ষণ বা মজুত করে থাকেন যদিও ভালোমানের পোনা ভালো মানের খাদ্য অর্থাৎ সব কিছু ভালো থাকার পরো আপনার সামান্যতম সিদ্ধান্তহীনতার কারণে পুরো সুগলটাই বিফলে পর্যবসিত হবে। তাই সব কিছুই জেনে বুঝে শুনে ভেবে চিনতে কাজ করাটা সকলের জন্যই মঙ্গলকর।
ঙ) নিয়মিত এবং পরিমান মত মাছের সংখ্যা ও ওজন অনুযায়ী আমাদের দেওয়া খাদ্য তালিকা অনুসরণ করে প্রতিদিন পুকুরে খাবার দিন। বৃষ্টি হচ্ছে,রোদ নেই এমন দিনে পুকুরে খাবার দেওয়া থেকে বিরত থাকুন। পুকুরের পানি যদি দেখেন সবুজ কালার সাথে সাথে কয়েকদিন খাবার দেওয়া থকে বিরত থাকুন।
চ) আজকাল মাছের খাদ্যের অনেক কোম্পানী বাজারে। একেক কোম্পানীএকেক রকমের সুযোগ সুবিধা দিয়ে থাকে আর তাতে ফিট ভালো না হওয়ার কারণে বছর শেষে লসের একটা বিরাট অংক সহজ সরল চাষীর ঘাড়ে বুঝা হয়ে দাঁড়ায়। তাই সতর্কতার সাথেই বলবো আপনি কখনই এমন ঝুকি নিবেন না।
আমরা আপনাকে যে কোম্পানীর ফিড সাজেস্ট করবো আপনাকে সেই কোম্পানীর ফিড খাওয়াতে হবে।
পরিশেষে এতোটুকু বলেই শেষ করবো যে, মাছে ভাতে বাংগালী মোরা অথচ ইহার উৎপাদন পদ্ধতি সম্বন্ধে আমরা কি শিক্ষিত কি অর্ধ শিক্ষিত কিইবা মূর্খ কেউ সঠিক সচেতন নই। সাইজে বড় পোনা দেখলেই আমাদের মাথা নষ্ট আর এই সুযোগটাই দালালচক্র সব সময় কাজে লাগিয়ে আপন স্বার্থ হাসিল করছে আর নিঃস্ব সর্বস্ব হারাতে হচ্ছে সহজ সরল সাধারণ খেটে খাওয়া মানুষ গুলো এমনকি শিক্ষিত সমাজও। আমি আমার এই হ্যাচারী লাইনের দীর্ঘ সময়ের বাস্তব অভিজ্ঞতার আলোকে বলতে প্যাঁরই অধিকাংশ খামারীরাই কোন অভিজ্ঞতা না নিয়েই প্রজেক্ট করছে কোটি কোটি টাকা ইনভেস্ট করছে কিছু দালাল চক্রের অসৎ পরামর্শক্রমে। যাহা আদৌ কোন ব্যবসার ক্ষেত্রেই প্রযোজ্য নয়। তাই আসুন অতীতের সব ভুলে নিজেকে আবার নতুন করে গড়ি। এমনো হতে পারে আপনার সুদীর্ঘ সময়ের ব্যায়ের পরিমান মহান রাব্বুল আলামীন একটি বছরের উপার্জিত আয় দ্বারা পরিশোধিত করতে পারেন। রাব্বুল আলামীন আমাদেরকে কবুল ও মঞ্জুর করুন। আমীন
নুর এমডি চৌধুরী
ডাইরেক্টর
একতা সুপ্রিম তেলাপিয়া হ্যাচারি
কুটুম্বপুর, চান্দিনা, কুমিল্লা।

https://www.akatasupreme.com/

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১২ ই জুন, ২০২০ ভোর ৫:২৩

নেওয়াজ আলি বলেছেন: নতুন বগ্লার হলে কিছু দিন প্রথম পাতায় আসে না। আপনার পেইজে আসবে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.