![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হেল্প মি প্লিজ.....ফেস বুকে বাংলায় লিখতে চাচ্ছি....লিখতে পারব..বাংলায়???
০৭ ই এপ্রিল, ২০১২ ভোর ৪:০৮
ড্রাগন ফ্লাই বলেছেন: Setting >> Language and Keyboard
তারপর Mayabi Keyboard দিয়েছি......কিন্তু Default কোন অপশন পাচ্ছি না
০৭ ই এপ্রিল, ২০১২ ভোর ৪:১২
ড্রাগন ফ্লাই বলেছেন: ফেসবুকে লেখার সময় কি-প্যাড তো বাংলায় আসছে না
২| ০৭ ই এপ্রিল, ২০১২ ভোর ৪:২০
সম্ভব,অসম্ভব বলেছেন: এনডরয়েড ৪ এর নিচে হলে আপনাকে হয় মায়াবী প্রো কিনতে হবে অথবা রুট করে বাংলা ফন্ট ইনস্টল করে নিতে হবে ।তারপর Setting >> Language and input
Default >> Mayabi Keyboard
রুট করা মানে তো জানেন - আই ফোনের যেমন জেল ব্রেক এনডরয়েড এর তেমন রুটিং।
৩| ০৭ ই এপ্রিল, ২০১২ সকাল ৮:২২
রিফাত হোসেন বলেছেন: প্রথম হল বাংলা ফন্ট support dae kina mobile.ধরে নিলাম dae . এখন মা ইন্সটল করেন , প্র লাগবে না। যদি support bangla font mobile na dae ,tahole pro lagbe.pro টা তাদের জন্ন যাদের mobile bangla font default vabe daka jae na.
৪| ০৭ ই এপ্রিল, ২০১২ সকাল ৮:২৯
রিফাত হোসেন বলেছেন: Xeperia daka jabe . আগে চেক করুন default browser a সামুর লেখা পড়তে।পারেন কিনা।
যদি পারেন তাহলে।ফঅন্ট mobile support dichee.
Ar na dila root korta hobe bangla install korar jonno.na hoy pro.kinta hobe.
০৮ ই এপ্রিল, ২০১২ রাত ৯:৩৬
ড্রাগন ফ্লাই বলেছেন: ধন্যবাদ আপনাকে..।
আমি সামুর লেখা, ফেসবুকের সব বাংলা লেখা পড়তে পারছি...। এমন কি মোবাইলের সব মেনুর নাম বাংলায় দেখতে পাচ্ছি ......শুধু মেসেজে বা সামুতে বা ফেসবুকে বাংলায় লিখতে পারছি না....শুধু বাংলা লিখতে পারছি না....!!!
সেটিংস-এLanguage and keyboard তারপর
Select Language এ "বাংলা (বাংলাদেশ) সিলেক্ট করেছি,
তারপর এখানে আরো অপশন আছে তা হলো mayabi keyboard, এটাতেও সিলেক্ট করেছি...।
এর নিচে mayabi keyboard Settings রয়েছে ....Settingsও ঠিক করে দিয়েছ.....
এর পর থেকে সামুর লেখা, ফেসবুকের সব বাংলা লেখা পড়তে পারছি...। এমন কি মোবাইলের সব মেনুর নাম বাংলায় দেখতে পাচ্ছি ......শুধু মেসেজে বা সামুতে বা ফেসবুকে বাংলায় লিখতে পারছি না....শুধু বাংলা লিখতে পারছি না....!!!
এখন কি করব..???
নাকি লেখার সময় কি-প্যাডে কোন কিছু চেন্ঞ করতে হয়...???? জানালে কৃতজ্ঞ থাকব....
৫| ০৭ ই এপ্রিল, ২০১২ সকাল ৮:৪৫
রিফাত হোসেন বলেছেন: আমার eng na তাই সেটিংস গুলো বলতে পার্ছিনা।
ইনপুট মায়াবী select করে , নিচে দেখবেন আরেক্টা বক্স আছে mayabi keyboard laka shata mark কর্তে হবে।
Bashae gie screenshoot dibo .
Montobbo mobile thaka morchii tai eng bangla hoechee:-)
ar mayabi keypad gulu eng.ithakbe.eng a phoenetik banngla মুখস্ত কর্তে হবে। মায়াবি কিপেড এ বাংলা button ta চাপ্লে sobuz hola,keypad ar jakuno eng অক্ষর চাপ্লে বাংলা দেখা যাবে।
৬| ০৭ ই এপ্রিল, ২০১২ দুপুর ১২:০৩
সম্ভব,অসম্ভব বলেছেন: এনডরয়েড ৪ এর নিচে কোন ফোন বাংলা সাপোট করে না সেজন্য এনডরয়েড ৪ এর নিচে হলে আপনাকে হয় মায়াবী প্রো কিনতে অথবা রুট করে বাংলা ফন্ট ইনস্টল করে বাংলা সাপোট করিয়ে নিতে হবে।
আসলে আমারা বোধ হয় সুধুই বকবক করে যাছ্ছি। আপনি কিনতু এখনো বলেন নি। আপনার কি ফোন? এনডরয়েড ভার্সন কত? মায়াবি কোনটা।
০৮ ই এপ্রিল, ২০১২ রাত ৯:৩৯
ড্রাগন ফ্লাই বলেছেন: রুট করার সুবিধা ....ও অসুবিধাগুলো কি কি ...????
রুট করলে কি আমার মোবাইলটি ৪ ভার্সনে আপগ্রেড হবে..???
আমার বর্তমান ভার্সন হচ্ছে ২.৩.৪
৭| ০৭ ই এপ্রিল, ২০১২ রাত ৮:৫০
রিফাত হোসেন বলেছেন: সম্ভব,অসম্ভব বলেছেন: এনডরয়েড ৪ এর নিচে কোন ফোন বাংলা সাপোট করে না সেজন্য এনডরয়েড ৪ এর নিচে হলে আপনাকে হয় মায়াবী প্রো কিনতে অথবা রুট করে বাংলা ফন্ট ইনস্টল করে বাংলা সাপোট করিয়ে নিতে হবে।
আসলে আমারা বোধ হয় সুধুই বকবক করে যাছ্ছি। আপনি কিনতু এখনো বলেন নি। আপনার কি ফোন? এনডরয়েড ভার্সন কত? মায়াবি কোনটা।
???????????????
সম্ভব সাহেব আপনি মনে হয় কখনো ২.৩ তে বাংলা ডিফল্ট সাপোর্ট পান নাই ।
আমার সেমসাং ৫৬৬০ জিও ডিফল্ট বাংলা সাপোর্ট দিয়েছিল এবং পড়ে তা রুট করি শুধু পেইড সফট গুলি ইনস্টল করার জন্য ।
আর সনি এরিকসন ডিফল্টভাবে বাংলা সাপোর্ট দেবার কথা । বাংলাদেশের ফার্মওয়্যারে দেয় ।
০৮ ই এপ্রিল, ২০১২ রাত ৯:৫৭
ড্রাগন ফ্লাই বলেছেন: ধন্যবাদ আপনাকে..।
আমি সামুর লেখা, ফেসবুকের সব বাংলা লেখা পড়তে পারছি...। এমন কি মোবাইলের সব মেনুর নাম বাংলায় দেখতে পাচ্ছি ......শুধু মেসেজে বা সামুতে বা ফেসবুকে বাংলায় লিখতে পারছি না....শুধু বাংলা লিখতে পারছি না....!!!
সেটিংস-এLanguage and keyboard তারপর
Select Language এ "বাংলা (বাংলাদেশ) সিলেক্ট করেছি,
তারপর এখানে আরো অপশন আছে তা হলো mayabi keyboard, এটাতেও সিলেক্ট করেছি...।
এর নিচে mayabi keyboard Settings রয়েছে ....Settingsও ঠিক করে দিয়েছি.....
এর পর থেকে সামুর লেখা, ফেসবুকের সব বাংলা লেখা পড়তে পারছি...। এমন কি মোবাইলের সব মেনুর নাম বাংলায় দেখতে পাচ্ছি ......শুধু মেসেজে বা সামুতে বা ফেসবুকে বাংলায় লিখতে পারছি না....শুধু বাংলা লিখতে পারছি না....!!!
এখন কি করব..???
নাকি লেখার সময় কি-প্যাডে কোন কিছু চেন্ঞ করতে হয়...???? জানালে কৃতজ্ঞ থাকব....
০৮ ই এপ্রিল, ২০১২ রাত ১০:০১
ড্রাগন ফ্লাই বলেছেন: আবার, লেখার কি-প্যাডে সেটিংস আছে.....ওখানে International Keyboard Settings>Writing Language এ বাংলা কিংবা mayabi keyboard নাই....
৮| ০৮ ই এপ্রিল, ২০১২ রাত ১০:১৮
মোঃমোজাম হক বলেছেন: অনেক চেস্টা করেছি মায়াবি দিয়ে , হয়না রে ভাই।সম্ভবত মায়াবি প্রো হলে হতো।
আপনি সাকসেস হলে একটা পোষ্ট দিয়েন,আমাদের মতো অনেকেই উপকৃত হবেন
০৮ ই এপ্রিল, ২০১২ রাত ১০:৫৯
ড্রাগন ফ্লাই বলেছেন: নদীর এপার কহে ছাড়িয়া নিশ্বাস...ওপাড়েতে সুখ আছে আমার বিশ্বাস...!!! এমতো নয়..???
১০ ই এপ্রিল, ২০১২ রাত ১১:৩৬
ড্রাগন ফ্লাই বলেছেন: অবশেষে বাংলা লিখতে পেরেছি................!!!!
৯| ০৯ ই এপ্রিল, ২০১২ রাত ৯:২৮
রিফাত হোসেন বলেছেন: হুম , তবে এই ব্যবস্থা চাইলৈ রুট করতে হবে ডাইরেক্টভাবে বাংলা ব্যবহার করতে পারবেন মনে হয় না । তবে আপনার জন্য সহজ একটা টিউটোরিয়াল তৈরী করেছি স্ক্রীন শট সহ কিন্তু আজ সময় হচ্ছে না । ঘুম থেকে দেরী করে উঠেছি, তার উপর পায়ে খ্রাম্পফ হয়েছৈ ।
কাল দিব সময় হলে । এর আগে সমাধান পেলৈ তো পেলেনই ।
১০ ই এপ্রিল, ২০১২ রাত ১১:৩৬
ড্রাগন ফ্লাই বলেছেন: ধন্যবাদ
অবশেষে বাংলা লিখতে পেরেছি................!!!!
১০| ০৯ ই এপ্রিল, ২০১২ রাত ৯:৩৮
বাদ দেন বলেছেন: আমার কাছে একটা বাংলা কিবোর্ড আছে এখন মার্কেটে রিলিজ দিই নাই।
android 2.3 তেও চলে
১০ ই এপ্রিল, ২০১২ রাত ১১:৩৬
ড্রাগন ফ্লাই বলেছেন: ধন্যবাদ অবশেষে বাংলা লিখতে পেরেছি................!!!!
©somewhere in net ltd.
১|
০৭ ই এপ্রিল, ২০১২ রাত ৩:৪৬
নষ্ট ছেলে বলেছেন:
Setting >> Language and input
Default >> Mayabi Keyboard
এন্ড্রয়েড ৪.০.৩ তে এভাবে হয়। ২.৩.৪/২.৩.৫ -এ কাছি কিছু একটা হবে।