![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন সহজাত মানুষ। সরল জীবন জাপন পছন্দ করি। অল্পদিনের এই পৃথিবীতে এসে কোন কিছুকেই গভীর ভাবে নেইনা। জীবনের উদ্দেশ্য লিখে রবীন্দ্রনাথ, নজরুলের মতো অমরত্ব লাভ করা। কিন্তু সময় আমাকে বেঁধে রাখে। এই জন্য নিজের এই ইচ্ছার প্রতিফলনের সম্ভাবনা খুঁজে পাইনা। তবে এখনও আশা ছারিনাই। সম্পর্কের ক্ষেত্রে আমি জটিল হলেও পৃথিবীতে আমি অনেকটাই সুখী মানুষ।
ঈদ মানে আনন্দ। ছোট বেলার ঈদের দিন ছিল মনের রঙিন হওয়ায় ফানুস ওড়ানোর এক নির্মল আনন্দের দিনের মতো। আর বড় হলে ঈদ হল আনন্দে সবাইকে আপ্লুত করার দায়িত্ব পালন করে নিজের আনন্দ উপভোগ করা। ঈদের আনন্দের সহযোগী হতে ব্লগে আসতে পারিনাই। তবে মনের মধ্যে স্বপ্ন বুনে চলেছিলাম, কখন নিজের নামটা নতুন ব্লগারের তালিকায় পাবো। অনেকদিন হয়ে গেলো.. । হয়তো আমার নামটা তালিকায় এসেছিল। আবার নতুন নতুন নাম যোগ হয়েছে তালিকায়। সারা বিশ্বে ফেসবুক খুব জনপ্রিয়। জনপ্রিয় আরও অনেক ওয়েবসাইট। আরও কত কি...! এইসবের প্রাণখোলা দুয়ার। কোথাও কোন নিয়ম নেই। যা খুশি লিখুন, যা খুশি প্রকাশ করুন...! তাই এই সবের থাকে অপার সৌন্দর্য। যখন খুশি আইডি খোলা যায়। ইউরোপীয়, আমেরিকার পাশ্চাত্য কালচারে ভালবাসা প্রকাশের যেমন কোন নিয়ম নেই এই সবগুলোতেই তাই। এইসব জায়গাতেই প্রকাশ পায় ভালোবাসার অনুভুতি। কিন্তু নিয়মের বালাই না থাকায় অনুভুতি প্রকাশে অনেক স্বপ্নের কথাই হয় মিথ্যে স্বপ্নে রুপান্তরিত আর সবার বাহ্যিক ভালোবাসার অনুভুতি প্রকাশে হারিয়ে যায় ভালোবাসার প্রকৃত সৌন্দর্য। আজ ব্লগে প্রবেশ করেই অন্য একটি লেখায় মন্তব্য করতে দেখেছি, আমার মন্তব্য করতে আর বাঁধা নেই। তার মানে আমি বল্গে নতুন যোগ হয়েছি। একটু দেরিতে হলেও আমি এখানে খুঁজে পেয়েছি স্বপ্ন আর ভালোবাসার সৌন্দর্য। এটাই সত্যি, প্রকৃত ভালোবাসার সৌন্দর্যের কাছে বাহ্যিক, খোলামেলা ও নিয়মহীন সৌন্দর্য আজীবন অসহায়।
©somewhere in net ltd.
১|
১৮ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৪২
সজীব বলেছেন: