![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বয়সটা দিন দিন শুধু বাড়তেছে। ডিজিটাল বাংলাদেশের কথা শুইনা মরতে ইচ্ছা করতেছে না। হায় হায় ডিজিটাল বাংলাদেশ দেখতে পারমু তো!!!!??? [email protected]
কলকাতা নিউমার্কেট থেকে বাস ধরলাম গন্তব্য বেহালা। উদ্দেশ্যে সৌরভ গাঙ্গুলীর বাড়ী। বাসে উঠার পর সীট পেলাম না। কারণ তখণ স্কুলের সময়। আর এই সময়টাতে স্কুলের ছাত্র/ছাত্রীদের অগ্রাধিকার বেশী থাকে।
বাসে উঠার পর দেখালাম বাস পরিপূর্ণ । একটা জায়গায় দাড়ালাম। কোন রকমে বাসের রড ধরে যাচ্ছি। শীতের দিন আমি ঘেমে একেবারে ভিজে যাচ্ছি, না গরমে নয়, আমার শরীরের তাপমাত্র বেড়ে যাওয়ায়।
আমি যেখানে দাড়িয়েছি তারা আশে পাশে স্কুল কলেজ পড়ুয়া ছাত্রীরা একদম গা ঠেসে দাড়িয়ে। আমি অনুভব করতে পারছি আমার দেহের বিভিন্ন জায়গায় নরম কিছু জিনিসের স্পর্শ। এবার বুঝেন আমার কি অবস্থা? আমার শরীরের ঘাম দেখে ছাত্রীদের বুঝার বাকী রইল না, আমার ভিতরে কি হচ্ছে। এটা হল ইন্ডিয়ারদের কালচার। ছেলে মেয়ে কোন ভেদাভেদ নাই। কিন্তু আমাদের দেশে তো আর এসব চলবে না। তাই ভিড়াভিতে আমাদের দেশের মেয়েরা হচ্ছে না যৌন নিপিড়নের স্বীকার। এমনি একটা ঘটনা-
অফিসে কাজে প্রায়ই সময় ঢাকা চষে বেড়াতে হয়। বেশীর যাতায়াত গুলশান, বারীধারা, বাড্ডা। কাকরাইল মোড় থেকে ফাল্গুনের টিকিট কেটে অনেকক্ষন দাড়ানোর পর গাড়ী আসলো। একটা কথা বলা রাখি। এমনিতে দেখবেন বিভিন্ন সার্ভিসের অনেক গুলো গাড়ী যাতায়াত করছে। কিন্তু আমি যেই সেই সার্ভিসের টিকিট কাটবো অমনি রহস্যজনকভাবে বাসের যাতায়াত কমে যাবে। নরমালী আমার বাসের জন্য কমপক্ষে পৌনে এক ঘন্টা দেরী করতে হয়। আমার অভ্যাস হয়ে গেছে। যাক বাসে উঠলাম।
মৌচাক মোড় থেকে একটি মেয়ে উঠল, অষ্টাদশী সুন্দরী সুউন্নত বুক (একটু বেশী উন্নত, যা কয়েক হাত উড়নায় ঢেকে রাখা সম্ভব হচ্ছে না, নাকি ঢেকে রাখতে চাচ্ছেন না ঠিক বুঝলাম না) । ড্রাইভারের বাম পাশে মহিলা সিটের দরজার কাছে বসল। আমি ডান দিকে বসে আছি। আশ্চার্য্যজনক ভাবে একটা সীট পেয়েছি, যা আমি কখনও পাই না। আমার বাস ভাগ্য আসলে একেবারে খারাপ না।
কিছুদুর যাওয়ার পর লক্ষ করলাম। মেয়েটি পিছনে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে। গাড়ীর হেলপার দরজার কাছে ছিল। লক্ষ্য করলাম হেলপার আস্তে আস্তে তার ডান হাত চালান করে দিচ্ছে মেয়েটির বুকে। মেয়েটি কিছুক্ষন পর পর একটু করে মোচড় দিয়ে উঠছে, অমনি হেলপার হাত সরিয়ে নিচ্ছে। নিজের চোখকে বিশ্বাস করতে পারলাম না। এ আমি কি দেখছি?
কয়েকবার এই দৃশ্য দেখার পর মনে হল শুয়রের বাচ্চারে লাথ্থি দিয়ে দরজা থেকে ফেলে দেই রাস্তায়। আমি ভেবে পাচ্ছিলাম না কি করব? আমার কি করা উচিৎ? কাকে বলব? না কিছুই করতে পারি নাই। অন্য সবার মত আমার গন্তব্যে ঠিকই নেমে পড়েছি। তার পরে এইভাবে জানোয়ারের ঘাবলা খেতে খেতে মেয়টি কতদূর গেছে জানি না।
আমাদের দেশে মা বোনরা এভাবে বাসে যৌন নিপিড়নের স্বীকার হচ্ছে প্রতিদিন। এই নিয়ে কয়েকটা পোষ্ট ও মন্তব্য পড়লাম। আসলে এর কোন সমাধান কি আসবে?
না এর কোন সমাধান নাই। সমাধান একটাই- বদলাতে হবে আমাদের সমাজ ব্যবস্থাকে। আমরা যে শংকর জাতি তার প্রমাণ আমরা করছি আমাদের বিভিন্ন কর্মকান্ডে। আমাদের পার্শবর্তী দেশ ভারত পশ্চিমা সংস্কৃতিতে ছেয়ে গেছে, আর আমাদের কিছু কিছু শহরের কিছু কিছু অভিজাত এলাকা গুলি। গুলশান, বারীধারা, ধানমন্ডি, বিভিন্ন শপিং মলে বড়লোকদের আদুরে কন্যাদের লক্ষ্য করুন, মনে হবে কোন পশ্চিমা দেশে এসে পড়েছি। তাদের মনেই হয় না যে- হাজার হাজার কামুক দৃষ্টি তাদের এই স্বল্প বসন ভেদে করে তাদের ইজ্জত লুণ্ঠিত করছে হাজার বার। কারণ আমাদের এভাবে দেখে অভ্যাস নাই।
আমার আসলে দুটানার মধ্যে আছি। না পাড়ছি রক্ষনশীল হতে, না পাড়ছি ধর্মের বেড়াজাল ছিন্ন করে অপসস্কৃতির দিকে হাটতে। তবে আমাদের মনে রাখতে হবে আমরা মুসিলম ইচ্ছা করলেই আমার যা যা খুশি তাই করেত পারবো না। কারণ আমাদের দিকনির্দেশনার জন্য আছে একটি মহা মূল্যবা ধর্মগ্রন্থ।
০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৩৪
স্পর্শহীন কিছুদিন বলেছেন: ধন্যবাদ।
২| ০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৩৬
হা...হা...হা... বলেছেন: আমার আসলে দুটানার মধ্যে আছি। না পাড়ছি রক্ষনশীল হতে, না পাড়ছি ধর্মের বেড়াজাল ছিন্ন করে অপসস্কৃতির দিকে হাটতে। তবে আমাদের মনে রাখতে হবে আমরা মুসিলম ইচ্ছা করলেই আমার যা যা খুশি তাই করেত পারবো না। কারণ আমাদের দিকনির্দেশনার জন্য আছে একটি মহা মূল্যবা ধর্মগ্রন্থ।
সহমত।
এটা একটু দেখবেন? Click This Link
০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৩৭
স্পর্শহীন কিছুদিন বলেছেন: একমদম আমারটা কপি মেরে দিলেন।
৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৩৯
আবিরে রাঙ্গানো বলেছেন: বদ্দা ভাল বলেছেন, আমরা দোটানার মাঝে আছি। এই ধরণের সেক্স হ্যারাসমেন্ট কমে যেত যদি আমাদের যোগাযোগ ব্যবস্থার উন্নতি হতো। কিছু মানুষ তো আছেই, যারা সবসময় ইতর। ওদের ধর্মের কাহিনী বলে কোনো লাভ নাই।
০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৪৪
স্পর্শহীন কিছুদিন বলেছেন: চোরে না শুনে ধর্মের কাহিনী । ১০০% খাটি কতা কইছেন ছোটদা। ভাল থাইকেন।
ব্লগে আসার জন্য অসংখ্য ধন্যবাদ।
৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৪১
আহমেদ রাকিব বলেছেন: আপনার লেখার ধরন আর বক্তব্য দুইটাই স্ববিরোধী। আগে ঠিক করুন কি বলতে চান। তারপর গুছিয়ে কথাটা বলুন। লেখার সময় এমন কিছু লিখবেন না যেটা আপনার বক্তব্যকে খাট করে ফেলবে। এক্তা উদাহরন দিলাম।
-------------------------------------------------------------------------
আমি অনুভব করতে পারছি আমার দেহের বিভিন্ন জায়গায় নরম কিছু জিনিসের স্পর্শ। এবার বুঝেন আমার কি অবস্থা?
মৌচাক মোড় থেকে একটি মেয়ে উঠল, অষ্টাদশী সুন্দরী সুউন্নত বুক (একটু বেশী উন্নত, যা কয়েক হাত উড়নায় ঢেকে রাখা সম্ভব হচ্ছে না, নাকি ঢেকে রাখতে চাচ্ছেন না ঠিক বুঝলাম না) ।
আমাদের দেশে মা বোনরা এভাবে বাসে যৌন নিপিড়নের স্বীকার হচ্ছে প্রতিদিন। এই নিয়ে কয়েকটা পোষ্ট ও মন্তব্য পড়লাম। আসলে এর কোন সমাধান কি আসবে?
--------------------------------------------------------------------------
০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৪৯
স্পর্শহীন কিছুদিন বলেছেন: আমি আসলে বুঝাতে চেয়েছি আমাদের সমস্যা কোন জায়গায়। এখানে দোষী কেউ কম নয়। এই মেয়েটাও কি একটু গুছিয়ে রাখতে পারতো নিজেকে?
আর হেলপারদের এটা স্বভাব। কেউ কেউ ভাল লেখে কেউ খুব লেখে। আমি লেখার চেষ্টা করতেছি মাত্র। হয়তো আপনার মতো বিরাট লেখক হয়ে যাব।
ধন্যবাদ গুরু।
৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৪৮
সামছা আকিদা জাহান বলেছেন: ধন্যবাদ। কোন গোরামীই গ্রহন যোগ্য নায়। ভাতরের যে কথা বললেন সেখানে পশাকও কিন্তু ফ্যাক্টর নয়। তারা তাদের দেশের সবাইকেই সম্মান করতে শেখে। আমাদের দেশে একটা মেয়ে বোরখা পরেও নিরাপদ নয়। পোশাক শালীন হওয়া উচিত বলেই আমি মনে করি।
০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৫২
স্পর্শহীন কিছুদিন বলেছেন: একদম ঠিক বলেছেন। আসলে আমাদের আগে নৈতিক চরিত্র ঠিক করতে হবে।
৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৫২
আই আনাম বলেছেন: ভাল বলেছেন এবং অকপটে বলেছেন বলে ভাল লাগল। আর আমাদের সমস্যার একটি অন্যতম দিক হল আমরা সৌন্দর্য প্রদর্শনে আধুনিক হচ্ছি কিন্তু তা উপভোগ করায় আধুনিক হচ্ছি না ( চাইও না তেমনটি হোক) , ফলে সুপ্ত বাসনা লোলুপ দৃষ্টিতে প্রকাশিত হচ্ছে।
০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৫৪
স্পর্শহীন কিছুদিন বলেছেন: ধন্যবাদ এমন সুন্দর একটি মন্তব্যের জন্য।
ব্লগে আসার জন্য ঈদের অগ্রিম শুভেচ্ছা।
৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৫৬
আকাশ_পাগলা বলেছেন: আহমেদ রাকিব বলেছেন: আপনার লেখার ধরন আর বক্তব্য দুইটাই স্ববিরোধী। আগে ঠিক করুন কি বলতে চান।
পোস্টটায় প্যাচ খেয়ে গেলাম।
০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:০৪
স্পর্শহীন কিছুদিন বলেছেন: আমি নিজেই তো ভাই প্যাচাইয়া গেছি। বুঝতাছিনা আসলে উনি নিজে কি বলতে চান।
৮| ০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:০৭
আকাশ_পাগলা বলেছেন: মৌচাক মোড় থেকে একটি মেয়ে উঠল, অষ্টাদশী সুন্দরী সুউন্নত বুক (একটু বেশী উন্নত, যা কয়েক হাত উড়নায় ঢেকে রাখা সম্ভব হচ্ছে না, নাকি ঢেকে রাখতে চাচ্ছেন না ঠিক বুঝলাম না)
বড়লোকের আদুরে কন্যার স্বল্প বসন আর সাধারণ মেয়েদের ওড়না নিয়ে হ্যাপা একটু আলাদা। একটা মেয়ে, ধরা যাক কিশোরী বা তরুণী, বাসা থেকে ছেলেদের সাথে কতটুকু মিশতে তাকে অনুমতি দেয়া হয়???
আমরা ছেলেরা যেভাবে তাকিয়ে থাকি, যেভাবে বুকের খাঁজ লক্ষ্য করি, যেভাবে পিছন থেকে অন্তর্বাসের ছাপ খুঁজি, একটা মেয়ে সেটা জানবে কী করে আর বুঝবেই বা কী করে !! এর জন্য তাকে অনেক ছেলেদের সাথে মিশতে হবে। শুধু তাই না, এমন ছেলেদের সাথে মিশতে হবে যারা এই ক্য্যাটাগরীর, আর এমনভাবে মিশতে হবে যেন এসব কথা শেয়ার করে। এখন বলেন, এরকম একটা মেয়েকে কী আপনি ভাল মেয়ে বলবেন??? যে এইটাইপ ছেলেদের সাথে চলে???
আমরা ছেলেরাও ত অনেক সময় প্যান্টের চেইন লাগাতে ভুলে যাই, গরমে বা বসে থাকতে থাকতে হাত পা মোড়ামুড়ি করি। চুল টানাটানি করি, হাত নামাই উঠাই।
একটা মেয়ে তার ১০ ভাগও যদি করে(সে মেয়ে হলেও মানুষ), তার ওড়না সবসময় কী জায়গা মত থাকবে? আমাদের প্যান্টের চেইন না লাগানোর মত ওরা বুতাম লাগানো বা ফিতা না বাঁধার মত ভুল কী কখনও রাস্তায় করে??
যারা ওড়না পড়েই না, বা এক সাইডে নিয়ে ঘুরাফিরা করে, তাদের কথা বলছি না। কিন্তু, এই যে, রাস্তা ঘাটে, উঠে গেল নাকি উঠিয়ে ফেলল, ঢাকতে পারছে না নাকি চাচ্ছে না, এসব নিয়ে যদি কথা উঠে, বাসে একটা মেয়ে উঠলেই আমরা যদি সরাসরি বুকের দিকে তাকাই, তাহলে এটা আমাদেরই মানসিক দৈন্যতা। তাই না?
০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:১৪
স্পর্শহীন কিছুদিন বলেছেন: এবার ভাল বলেছেন। এখানে আমি নিজেকে দিয়ে বুঝাতে চেয়েছি।
৯| ০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:২৫
তাহসিন আহমেদ বলেছেন: ভালো কমেন্ট করেছে সবাই।সচেতন হতে হবে সবার।মেয়েদের কাপড় পরার সময় সচেতন হতে হবে।আর ছেলেদের মনে ও রাখতে হবে তার নিজের বউ/বোন/মা/চাচী/মামি কে ও বাসে তার মতো এমন করতে পারে।
০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৩৮
স্পর্শহীন কিছুদিন বলেছেন: একমত। দারুন মন্তব্য । আপনার মতো সবাই বুঝলে অনেক ভাল হতো।
১০| ০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৪৯
সাধারণমানুষ বলেছেন: ভাল পোষ্ট...........আমাদের সচেতন হতে হবে
০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৫৮
স্পর্শহীন কিছুদিন বলেছেন: ধন্যবাদ।
১১| ০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:০৫
সায়েম মুন বলেছেন: সাধারণমানুষ বলেছেন: ভাল পোষ্ট...........আমাদের সচেতন হতে হবে
০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৩৩
স্পর্শহীন কিছুদিন বলেছেন: আপনি কিছু বল্লেন না যে?
১২| ০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:১৮
আমড়া কাঠের ঢেকি বলেছেন: মাইনাস দিছি। কারণ পার্শ্ববর্তী দেশ নিয়া কি কৈতে চাইলেন বুঝলাম না।
৪ নাম্বার কমেন্টে ঝাঝা
আমি শিওর অনেকে পোস্ট না বুইঝাই প্লাসাইছে
০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৩৪
স্পর্শহীন কিছুদিন বলেছেন: সবাইতো আর আপনার মতো জ্ঞানী না।
ধন্যবাদ।
১৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:১৯
আমড়া কাঠের ঢেকি বলেছেন: পার্শ্ববর্তী দেশের বাসে উঠতে মুঞ্চায়
০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৩৪
স্পর্শহীন কিছুদিন বলেছেন: না করেছ কে?
১৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৮:১০
পিংকী বলেছেন: ভাইয়া কি বলবো? এমন একটা পোস্ট পড়লাম সত্যি অন্যরকম!!!!!!
আর আকাশ পাগলের সাথে আমি একমত, পাগলামী করতে করতে কত কথা সুন্দর করে বললো।
আর ভাল একটা পোস্ট দিয়েছেন। আমি নিজে পর্দা করে চলি তেমন সমস্যায় পড়তে হয় না, তবে আগে কিছু সমস্যায় পড়ে ছিলাম। তাই পর্দা করে চলার সিদ্ধান্ত নেই।
কিন্তু একটা জিনিস না আমি বুজিনা আগে পর্দা ছাড়া যখন চলতাম ছেলেরা মুখের দিকে হা করে তাকি থাকতো। কিন্তু পর্দা করার পর ও তাকিয়ে থাকে এর মানি কি বুজিনা তাই সিদ্ধান্ত নিয়েছি সামনের বছর থেকে মুখো ঢাকবো।
আর আমার মতে ছেলেদের সব সময় তাহসিন আহমেদ ভাইয়ার কথা গুলো মনে রাখা উচিত।
সাথে গুলশান, বারীধারা, ধানমন্ডি এলাকার মেয়েদের কথা কি আর বলবো।
উনারা তো দ্বীপীকা-শিল্পাশেঠী উনারা যদি এসব পোশাক না পড়ে তাহলে মান সন্মান নিয়ে টানাটানি হবে না।
ভাইয়া ভাল থাকবেন।
০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৩৯
স্পর্শহীন কিছুদিন বলেছেন: হ্যা পর্দা করেও চলাফেরা করে, নিজেকে গুছিয়ে রাখা যায়। আমি আধুনিকতার বিরুদ্ধে নই। কিন্তু সেটা অবশ্যই আমাদের শালীনতা মধ্যে।
আপনার মতো সবাই পর্দানশীল হক।
১৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:১৯
স্পেলবাইন্ডার বলেছেন: ভাল লিখেছেন।
অট. আপনার প্রোফাইল পিকটা পাল্টানোর অনুরোধ করছি।
০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৪০
স্পর্শহীন কিছুদিন বলেছেন: ধন্যবাদ ভাই।
==========================
কেন ভাই প্রোফাইল পিকটার কি সমস্যা। এর আগে একটা ছিল, সেটা আবার লাগাইয়া দিমু নাকি।
১৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৩৬
স্পেলবাইন্ডার বলেছেন: আমি কেন জানি প্রোফাইল পিকের সাথে ব্লগারের ব্যক্তিত্বের একটা মিল খুঁজি।
আপনি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে লিখছেন, কিন্তু প্রোফাইল পিকটা যদি হাস্যকর হয় তাহলে মনে হয় যারা মন্তব্য করে তারা বিষয়টা অত গুরুত্ব দিয়ে বুঝতে চায় না।
তবে আমার এই মতামতট একান্তই ব্যক্তিগত।
০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:১৯
স্পর্শহীন কিছুদিন বলেছেন: হাসলাম। আসলে এমন ধারানা সবাই করে। আমি আসলে কৌতুকের জন্য এটা এ্যাড করেছি। তবে পিকচার সাথে আমার কোন মিল নাই।
আমার কোন পোষ্ট পেলাম।
১৭| ০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৪৩
শাওন৩৫০৪ বলেছেন: আপনার বক্তব্য টা ভালোই ছিলো...কিন্তু আপনা নিজের দৃষ্টিভঙ্গিটাই তো ভালো লাগলোনা...এই ব্যাপারে কয়েকজন আপনাকে বল্লেও ব্যাপারটা ধরতে পারলেন কিনা, বুঝিনাই..
০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:২১
স্পর্শহীন কিছুদিন বলেছেন: অব্যশই ধরতে পেরেছি।
আমি আসলে কোন ভনিতা করিনি। যখন যেখানে যেমন সেটাই আমি উল্লেখ করেছি।
আমি পারতাম নিজেকে আড়ালে রাখতে।
১৮| ০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৩৩
স্পেলবাইন্ডার বলেছেন: দু'জন ব্লগারকে দেখলাম অযথাই লেখকের পিছনে লেগেছে।
তাদের জ্ঞাতার্থে হাসান মাহবুব ভাইয়ের একটা পোস্টের লিংক দিলাম।
Click This Link
ঐ পোস্ট এবং এই পোস্টে লেখকদ্বয় নিজেদের স্বাভাবিক মানুষ হিসেবে উপস্থাপন করেছেন। নিজেকে মহান বা নায়ক ভাবার কোন কারণই নাই।
ব্লগে কে কি করে সবই তো দেখি, ভুতের মুখে রাম নাম।
০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৩৯
স্পর্শহীন কিছুদিন বলেছেন: ধন্যবাদ। তবে কিছু মনে করি না। যার যা বক্তব্যে সে তাই লিখবে। ব্লগে এই রকম হরহামেশাই হচ্ছে।
০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৫৬
স্পর্শহীন কিছুদিন বলেছেন: সত্য বলার সাহস লাগে।
১২ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৩৯
স্পর্শহীন কিছুদিন বলেছেন: আপনার একটা পোষ্ট চাই।
১৯| ০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:২৪
ভুরিদত্ত বলেছেন: দুইডা রাস্তা খুলা আসে।
১. আন্ডি পইড়া উফ্রে লুঙি পড়েন। দুষ্ট মাইয়ারা সামনে আইলেই লুঙি তুইলা মুক ডাকবেন।
২. বড়োলোক হইয়া যান আয়োদিন্নুন বেইচা। তকন আর শ্রেণীবিদ্বেষ তাকবে না। দুই বগলে দুইডা বড়োলোকের বেডিরে লয়া হিরুর মতুন ঘুরবেন।
০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৩২
স্পর্শহীন কিছুদিন বলেছেন: দারুন বলেছেন তো।
===============================
প্রোফাইল পিকটাতো দারুন।
২০| ১৯ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:২৯
চকবুল বলেছেন: দারুন লিখেছেন।
১৯ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:৩২
স্পর্শহীন কিছুদিন বলেছেন: ধন্যবাদ।
২১| ১৯ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:৩৪
সীমানা ছাড়িয়ে বলেছেন: কনক্লুশনটা অসাধারন। আমরা না পারছি রক্ষনশীল হতে না পারছি অপসংস্কৃতির দিকে পা বাড়াতে।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:২৮
স্পর্শহীন কিছুদিন বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৩০
রথে চেপে এলাম বলেছেন: