![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জাতে বাঙালি,ধর্মে ইসলাম আর ব্যবহারে বাদশাহী
যাহা সুন্দর, তাহা কি পবিত্র;
আর যাহা পবিত্র, তাহাই কি সুন্দর?
তবে সুন্দর কিসে?পবিত্রতায়!
নাকি সৌন্দর্যে?
আমি তো সৌন্দর্য দেখেছি তোমার
ডান অলিন্দে,বাম অলিন্দে,
ডান নিলয়ে আর বাম নিলয়ে।
আমি সৌন্দর্য দেখেছি তোমার একাকিত্তে
আমি সৌন্দর্য দেখেছি তোমার অতৃপ্তিতে।
তবে সৌন্দর্য কিসে?একাকিত্তে নাকি চঞ্চলতায়?
উন্মাদনা মানেই কি সৌন্দর্য নাকি খোলামেলায়!
আমি সৌন্দর্য দেখেছি তোমার বিশ্বাসে।
আমি সৌন্দর্য দেখেছি তোমার সরলতায়।
©somewhere in net ltd.