![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জাতে বাঙালি,ধর্মে ইসলাম আর ব্যবহারে বাদশাহী
আমি ঝরে গেছি শুষ্ক পাতার মতন,
সময়ের বিবর্তনে পালটে গেছি,অজস্র রক্তহ্মরন।
শুন্যসার, রক্তসার,নিরাকার এ তনু,
বদলে গেছি অকালে চিন্তাহীন মস্তিষ্ক;
ঠিক যেন নিয়তির অশুভ ব্যাভিচার।
অতৃপ্তি আকরে ধরেছে হৃদপিন্ডের কলকব্জা,
ব্যস্ত নগরীর, ব্যস্ত মানুষিকতার মায়াজালে;
করুনার ফাদে প্রতিনিয়ত চাপা হাসি,
আমি হাসতে পারি না, ভয় লাগে;
এ বুঝি আবার কোনো মায়াবি ঝড়ের পূর্বাভাস।
যখন ক্লান্ত শ্রান্ত হয়ে তোমায় পাবার আকাঙ্ক্ষা;
তখন ও ভয় লাগে,
এ বুঝি নূতন কোনো নাটকিয়তা;
নূতন নাটকীয়তার মঞ্চে আমি এক কর্মী,
যেখানে জীবন থেমে যায় প্রতিটি পদক্ষেপে;
সুসংবদ্ধ জীবনের আকাঙ্ক্ষায় নদী ভেঙ্গে যায় প্রতিটি চত্ত্বর।
জীবনের আশাতীত দুর্ভিক্ষ আর কামনার ফল আমার প্রাপ্য মজুরি।।
আমার মনমন্দিরের প্রদীপ জ্বালাতে নেই কোনো প্রহরি''
বাশি বাজলেই রাত্রি কেটে যায়।
আবার সেই বাস্তবতার সংমিশ্রন,
লম্বা দীর্ঘশ্বাস!! শহুরে আলোড়ন।
২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৬
নজসু বলেছেন: স্বাগতম
©somewhere in net ltd.
১|
২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৯
সনেট কবি বলেছেন: পড়লাম