নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাহিদুর রহমান।পড়ালেখা শেষ করেছি সরকারি তিতুমীর কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে।বর্তমানে জ্ঞান অর্জনে নিজেকে ব্যাস্ত রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছি।

সাহিদুর রহমান তুর্য

জাতে বাঙালি,ধর্মে ইসলাম আর ব্যবহারে বাদশাহী

সাহিদুর রহমান তুর্য › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসার এপিঠ-ওপিঠ বনাম পদার্থ বিজ্ঞান, সাধু হইতে চলিত।

০১ লা অক্টোবর, ২০১৮ সকাল ১০:০৬

এপিঠ

হঠাৎ এক দমকা হাওয়া আসিয়া চারিদিক কেমন থমথমে করিয়া দিল।ইহার পর বুঝিতে পারিলাম যে স্নায়ুতন্ত্রের লাল সবুজ আর আসমানি তন্তু গুলো ছিড়িয়া গিয়াছে।আর চারিদিক হইয়া গিয়াছে সফেদ বা সাদা-কালো।অতঃপর যখন দেখিলাম কিছুই শুনিতে পাইতেছি না, তখন বুঝিলাম যে তীব্র বজ্রপাতে কর্নপটে ১১০ ডেসিবলে ঝাটকা লাগায় কর্ন যুগোল অকেজো হইয়া গিয়াছে।আর তাহার কিছুহ্মন পর সামনে তাকাইতেই যখন সব ঝাপসা লাগিতেছিল বুঝিতে আর বাকি রইলো না যে আমার চহ্মুযুগলে চালশে রোগ হইয়া গিয়াছে।ইহার পর ও ওই স্নায়ু তোমায় রঙিন ভাবে ভাবিতে চায়।ওই কর্ন তোমার হৃদয়ের জমাট বাধা কথা শুনিতে চায়।ওই চহ্মুপট তোমায় দেখিতে চায়।কারন প্রাকৃতিক যতই দুর্যোগ আমার বহিরাঞ্চল অচল করিয়া দেক না কেন,এই মন টারে স্পর্শ করিতে পারে এমন সাধ্যে কোনো ঝড়ের নাই।আমি এহেন কাতরতার মাঝেও দৃঢ়সংকল্প যে আমি যেকোনো দুখের ভার লইতে প্রস্তুত এবং ইহা শুনিতেও প্রস্তুত।তুমি চাহিলে ঝড়ের বেগে,না হয় তুফান বেগে,না হয় নূতন কোনো ঘুর্নিঝড়ের নাম রূপ ধরিয়া আসিতে পারো, তাহাতে আমি মোটেও ভীতিসন্ত্রস্ত নই।

ওপিঠ

কিছু অধ্যায়-কে মুছে ফেলে দিতে চাই।যদি অংকের মতো ধরি,তাহলে! সূচক বা লগারিদম আর দ্বীঘাত সমীকরন।আর যদি পদার্থ বিদ্যা ধরি, তাহলে... আলো আমার একদমই ভালো লাগে না।কিসব প্রতিফলন আর প্রতিসরণ। সুকুমার রায়ের আবোল তাবোল কবিতার মতন।
আর কিছু জিনিস বাদ না দিলে তো মনে হয়, জীবন টাই অসম্পূর্ণ থেকে যাবে।সেটা হলো তোমার পাশে কিছুহ্মন পথচলা।ওটা যেন আমায় দিন রাত শুধু ভাবায়।আমার ক্লান্ততা যেন ভর বেগের মতো সেকেন্ড প্রতি বাড়িয়ে তোলে।চৈত্রের খড়ার মাঝেও আদ্রতা অনুভব করি।


মদ্দা কথা হইল, আমি যখনই কোনো পজিটিভ কিছু লিখিয়াছি পরক্ষনেই তার বিপরীত কিছু না লিখিলে পেটের ভাত হজম হইবে এমন কোনো পথ্য তৈয়ার হয় নাই।যাইহোক, ছ্যাকা আমি দুই-চারি টা যে খাইয়াছি সে কথা অস্বীকার করিলে পাপ হইবে পাপ।

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০২ রা অক্টোবর, ২০১৮ সকাল ১১:০৭

নজসু বলেছেন: শুভকামনা রহিলো।

০২ রা অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০৫

সাহিদুর রহমান তুর্য বলেছেন: জাযাকাল্লাহু খাইরন ভাইজান

২| ০২ রা অক্টোবর, ২০১৮ সকাল ১১:০৭

কাওসার চৌধুরী বলেছেন:



চমৎকার উপলব্ধি। লেখায় ভাল লাগা রইলো। +++

০২ রা অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০৬

সাহিদুর রহমান তুর্য বলেছেন: জাযাকাল্লাহু খাইরন।দোয়া অব্যাহত রাখবেন ইনশাআল্লাহ।

৩| ১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১:৩৮

আরোগ্য বলেছেন: ভালো লেখেন। আপনার জন্য অনেক শুভ কামনা করছি।

১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৫৮

সাহিদুর রহমান তুর্য বলেছেন: ধন্যবাদ ভাই আপনাকে।

৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:৩২

সাহাদাত উদরাজী বলেছেন: লিখুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.