নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাইদুর রহমান।

সাইদুর রহমান ৫৫৬৭৮৮

ঢাকা েকন্টনেমন্ট ঢাকা-১২০৬ চাকুরী- সমভায় প্রিতষ্ঠান

সাইদুর রহমান ৫৫৬৭৮৮ › বিস্তারিত পোস্টঃ

নিজেদের সেবায় লাইভ ভিডিও স্ট্রিমিং ফিচার যোগ করছে সামাজিক যোগযোগ মাধ্যম ফেইসবুক। ফিচারটির মাধ্যমে বন্ধুদের সঙ্গে লাইভ ভিডিও স্ট্রিম করে শেয়ার করতে পারবেন ফেইসবুক ব্যবহারকারীরা।

১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৪

নিজেদের সেবায় লাইভ ভিডিও স্ট্রিমিং ফিচার যোগ করছে সামাজিক যোগযোগ মাধ্যম ফেইসবুক। ফিচারটির মাধ্যমে বন্ধুদের সঙ্গে লাইভ ভিডিও স্ট্রিম করে শেয়ার করতে পারবেন ফেইসবুক ব্যবহারকারীরা।
এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ফেইসবুকের নতুন ফিচারটি প্রায় হুবহু মিরকাট এবং টুইটারের পেরিস্কোপ টুল-এর মতোই কাজ করবে।
আসন্ন লাইভ ভিডিও স্ট্রিমিং ফিচারটি সামাজিক মাধ্যমটির কোনো স্ট্যান্ডঅ্যালন অ্যাপের সঙ্গে যোগ না করে, সরাসরি মূল সাইটের সঙ্গে যোগ করা হবে বলেই জানিয়েছে সিএনএন। এতে করে আরও বেশি ফেইসবুক ব্যবহারকারী অ্যাপটির সুবিধা পাবেন।
ফেইসবুকের আর দশটা ফিচারের মতো নতুন এ ফিচারটিও বাই-ডিফল্ট শুধু বন্ধুদের সঙ্গে শেয়ার করা যাবে এমন সেটিংসে থাকবে। তবে ব্যবহারকারীরা চাইলে পরবর্তীতে সেটিংটি পরিবর্তন করে নিতে পারবেন। আর পরিস্কোপের মতোই ফেইসবুকের আসন্ন এ ফিচারেও লাইভ স্ট্রিমিং চলাকালীন দর্শকরা কমেন্ট করতে পারবেন এবং লাইভ স্ট্রিমারেরও জানার সুযোগ থাকবে, কতজন দর্শক তার ভিডিও দেখছেন।
এ ছাড়াও বন্ধুদের মধ্যে যারা সময়মতো লাইভ স্ট্রিমিংয়ে যুক্ত হতে পারবেন না, তাদের নিরাশ হবার কোনও কারণ নেই। চাইলেই নিজ টাইমলাইনে পরে ওই ভিডিওটি দেখে নিতে পারবেন তারা। আর বন্ধুদের লাইভ ভিডিও সম্পর্কে আগাম বার্তা পেতে চাইলে ‘অ্যালার্ট’ অপশন চালু করে রাখার এবং সাবস্ক্রাইব করার সুযোগ থাকবে বলেও জানিয়েছে সিএনএন।
সিএনএন জানিয়েছে, নতুন ফিচারটি এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। অর্থাৎ, লাইভ স্ট্রিমিং ফিচারটি লঞ্চ করার পর প্রথমদিকে শুধু যুক্তরাষ্ট্রের গুটিকয়েক ভাগ্যবান আইফোন ব্যবহারকারীই এটি ব্যবহারের সুযোগ পাবেন। ফেইসবুক এখনও জানায়নি কবে নাগাদ ফিচারটি সবার জন্য উন্মুক্ত করা হবে।
ফিচারটি সাধারণ ফেইসবুক ব্যবহারকারীদের জন্য নতুন হলেও, তারকাদের জন্য নতুন নয় বলেই জানিয়েছে সিএনএন। কারণ বছরের শুরু থেকেই ‘রক’, মার্থা স্টুয়ার্ট-এর মতো তারকাকে এই লাইভ ভিডিও স্ট্রিমিং ফিচারটি ব্যবহারের সুযোগ করে দিয়েছিল ফেইসবুক।
ভিডিও ফেইসবুকের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়, বছরের শুরুতেই শীর্ষ এ মার্কিন সামাজিক মাধ্যমটি জানিয়েছিল, প্রতিদিন ফেইসবুক প্ল্যাটফর্মে তিনশ’ কোটি ভিডিও দেখা হয়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.