নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এইটা একটা বালচাল (কাব্য বলিত)

ফান তুফান

নিজের সম্পর্কে বলার মতো কিছুই নাই, আহা যদি থাকতো...

ফান তুফান › বিস্তারিত পোস্টঃ

চট্টগ্রামে ঈদের আমজে

২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১০

চট্টগ্রামের প্রায় ৪৮টি নামের খোঁজ পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে ‌ রম্যভুমি, চাটিগা, চাতগাও, রোসাং, চিতাগঞ্জ, জাটিগ্রাম ইত্যাদি। চট্টগ্রাম নামের উৎপত্তি নিয়ে বিশেষজ্ঞদের মতভেদ রয়েছে। পণ্ডিত বার্নোলির মতে, আরবি "শ্যাত (খন্ড)" অর্থ বদ্বীপ, গাঙ্গ অর্থ গঙ্গা নদী‌ এ থেকে চট্টগ্রাম নামের উৎপত্তি। অপর এক মত অনুসারে ত্রয়োদশ শতকে এ অঞ্চলে ইসলাম প্রচার করতে বার জন আউলিয়া এসেছিলেন, তাঁরা একটি বড় বাতি বা চেরাগ জ্বালিয়ে উঁচু জায়গায় স্থাপন করেছিলেন। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় 'চাটি' অর্থ বাতি বা চেরাগ এবং 'গাঁও' অর্থ গ্রাম। এ থেকে নাম হয় 'চাটিগাঁও'।-উইকি
সার্থক বার আউলিয়ার চট্টলা। পাড়ায় পাড়ায় ঈদরে আমেজ আজ। দেখে মনে হচ্ছে যেন দহরম মহরম উৎসব উল্লাসের মধ্যে দিয়ে রমজানরে ঈদ আর কোরবানীর ঈদ একসাথে পালিত হচ্ছে। আর যায় হোক একটা ঈদের আমেজ দেখতেছি, ভালই লাগতেছে। আরবি বছরের এই দিনটি চট্টগ্রামে অবস্থানকারীদের কাছে অন্যরকম অভিজ্ঞতার।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.