নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এইটা একটা বালচাল (কাব্য বলিত)

ফান তুফান

নিজের সম্পর্কে বলার মতো কিছুই নাই, আহা যদি থাকতো...

ফান তুফান › বিস্তারিত পোস্টঃ

একালের রোমান্টিসিজম (তোমার রেখে যাওয়া)

৩০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৪

বড় নাকটা ভাল লাগতো যখন সে বাতাসের গন্ধ নিতো, আমার গন্ধও নিতো আর হেসে দিতো পিক করে, মুকত্তার মত দাঁত দেখে বলতাম না কিছু চেয়ে থাকতাম শুধু, শুধুই চেয়ে থাকা। তার হাসির প্রতিটা সিন উপভোগ করাতাম কিছুটা তার অজান্তে কখোনো ধরা পড়ে যেতাম তার কাছে। অভিমানগুলো কাছথেকে দেখতাম তারপর আবার চোখে চোখ পড়তো হেসে দিতাম, সেও হেসে দিতো, এটা ছিল আমার কাছে তার পরাজয়, কিন্তু আমি তার জয় চাইতাম, এখোনো চাই, সবসময়। তার কথাগুলো হাসি গুলো আর অভিমান গুলো পিকের মত রেকর্ড করতাম তারপর ক্ষনে ক্ষনে মনে মনে প্লাস ব্যাক প্লে করে দেখতাম, এখোনো দেখি। এখন শুধুই প্লাস ব্যাক! পুচকাওয়ালাকে বলতো মামা আরেকটি খালি প্লেট দিনতো তারপর খালি প্লেটটায় একটা পুচকা নিয়ে টক দিয়ে বাহদুরি ঢংয়ে খেতো, মুখভর্তি পুচকা, ইশারায় আমায় বলতো এভাবেই খেতে হয়, আমি প্রাণভরে দেখতাম। সপিংয়ে দোকানিকে ১০ টাকা কম দিতে পেরে কি না খুশি হতো! আমি আজো তার জয়ি হওয়া, তার ক্রডিট, তার মুভমেন্ট গুলোর প্লে দেখি। সে হয়তো দেখেনা হয়তো দেখে..

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.