নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাবনার নিবেদনে হারিয়ে খুজি অথবা খুঁজে পাওয়াদের হারাইভাবনা খুজতে টু মারতে পারেন।\nhttps://fb.com/saifuddin.rajib

সাইফুদ্দিন রাজিব

মনে যা আয়, হেইয়্যাই কই !

সাইফুদ্দিন রাজিব › বিস্তারিত পোস্টঃ

ভালবাসার পুরুষময় প্রয়োজনীয়তা !

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:১১

ভালবাসার পুরুষময় প্রয়োজনীয়তা !
-----------------------------
হে পুরুষ !
আমার নারীত্বে তোমার প্রয়োজনীয়তা বটে,
শুরুটা হয় তোমার প্রেমময় চাহনিতে।
তোমার মনে আছে ঠিক, শুরুর পরেরটা?
আমার ঘনকালো চুল, চোখ অথবা কপালটা !
সবইতো তোমার পছন্দের, নাকি প্রয়োজনের ?
আমি বড্ড বোকা ছিলাম বেশি রকমের।

আমি তোমার চোখ চিনিনি, মন দেখেছিলাম।
দেখেছিলাম ভালবাসার ব্যাকুলতা।
আমার চুল, চোখের পরে তালিকা লম্বা হল,
তোমার দিকে তাকানোটাও নাকি ভালো হত,
ঠিক তোমার মত। যেমনটা তুমি চাইতে।
সেদিন রাতে আমি খুব কেঁদেছিলাম,
যেদিন তোমার থেকে কনটাক্ট লেন্স পেলাম !
এই, আমার চোখ না কত সুন্দর ছিল?

আরেকবার কাঁদতে হলো, আমার উপায় ছিলো না !
যেদিন আমায় পার্লারে নিলে, চুল কাটালে ও রং করালে।
আমি স্মৃতিকাতর হই !
ঘনকালো চুল দেখেইতো প্রেম জাগালে।
কাজলটাতো খুব পছন্দ ছিলো ? ন্যাচারাল ছিলাম
এখন কি সব মাখতে হয় ! আইল্যাস, ফাউন্ডেশন।
এগুলো নাহলে নাকি আমায় খ্যাত লাগে !

পুরুষ, আমার আবৃতের মাঝেইতো সুখ ছিলো,
তবে কেন অনাবৃত করতে চাও ?
সুখ কি এমন মোহ যা গোপন অঙ্গে দেখতে পাও ?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.