নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

না বলা ভালোবাসা

এমএস ইসলাম

বলার মত কিছু নাই

এমএস ইসলাম › বিস্তারিত পোস্টঃ

ছাত্রলীগ কেবল খারাপ কাজ করে না কিছু ভালো কাজও করে

২৭ শে জুন, ২০১৪ বিকাল ৫:৫৭

আমরা এমন দলকানা লোক নই যে কেবল ছাত্রলীগের মন্দ কাজের সমালোচনাই করবো কিন্ত ভালো কাজগুলোর প্রশংসা করবোনা। কনগ্রেটস ছাত্রলীগ তোমাদের কিছু ভালো কাজ করার জন্য।



তোমাদের ভালো কাজগুলোর মধ্যে অন্যতম হলো সন্ত্রাসী কর্মকান্ড। তোমাদের এইসব সন্ত্রাসী কাজ যত বেশী চালিয়ে যাবে ততই জালিম সরকারের পতন তরান্বিত হবে। আর তোমাদের খুন খারাপের মাত্রা আরো বাড়িয়ে দাও তবে খুনের টার্গেট যাতে করে তোমাদের দলীয় নেতাকর্মীদের মধ্যেই সীমাবদ্ধ থাকে এতে করে যেমন তোমাদের কর্মীর সংখ্যা কমবে তেমনি তোমাদের চরিত্রও মানুষের কাছে উম্মুক্ত হবে।



তোমাদের আরো একটি ভালো কাজ হলো মারমুখো সন্ত্রাসীর হত্যা। তোমাদের দুই গ্রুপের সংঘর্ষে যখন দলের অন্য কেউ নিহত হয় তখন শান্তি পায় মানুষ কারণ তোমাদের প্রতিটি কর্মী একেকটি শীর্ষসন্ত্রাসী। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সুইটের কথা তোমাদের নিশ্চই স্মরণ আছে তাকে মেরে তোমরা রাবি ক্যাম্পাসকে কিছুদিনের জন্য হলেও ঠান্ডা রেখেছো।



তোমরা মাঝে মাঝে শিক্ষকদের গায়ে হাত তোল এটা খুব কাজে দেয় যখন তোমরা আওয়ামীলীগের দলীয় শিক্ষদের দাম্ভিকতাকে চূর্ণ করে দাও। যেমনটা করেছিলে ময়মনসিংহের এক সহঃ অধ্যাপককে । এই শিক্ষকের কাছে একসময় তোমরা সোনার ছেলে ছিলে আর সে নিশ্চই এখন বুজবে সোনার ছেলোরা আসলে কি?



স্বার্থে আঘাত লাগলে তোরা মাঝে মাঝে বামপন্থী ছাত্রসংগঠনগুলোকে ধোলাই দাও। এটাও প্রশংসা করার মতো একটা ভালো কাজ কারণ এই চুনোপুটির বাচ্ছারা সীমাকে অতিক্রম করে যায়। শাহবাগী লাকি ইমরানদের দমনে তোমাদের সেদিনের পিটানি জানি খুব শ্রদ্ধা করবে।



তোমরা যখন ফ্রি মদের দাবিতে বারগুলোতে ভাংচুর চালাও তখনো তোমরা প্রশংসা পাওয়ার দাবি রাখো।এই বারগুলো দেশের যুবসমাজকে ধ্বংশ করে দিচ্ছে।



টাকার বিনিময়ে ভর্তি করিয়ে তোমরা আবাল কতো ছেলের কপাল খুলে দিয়েছো, বড় বড় নামকরা কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন তোমরা বাস্তবায়নে কাজ করে যাচ্ছো।



তোমাদের আরো অনেকগুলো ভালো কাজ করতেছো সবতো আর বলে শেষ করা যাবে না। তবে তোমরা এরকম আরো ভালোভালো কাজগুলো চালিয়ে যাও যাতে করে তোমাদের সন্ত্রাসী কর্মকান্ডের জোয়ারে জালিমের মসনদ ভেসে যায়।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৪৪

গাধা গরু বলেছেন: কুকুরগুলি এত ভালো কাজ করে বেড়ায় !!!

B:-) B:-) B:-) B:-)

২| ২৭ শে জুন, ২০১৪ রাত ১০:১৬

কানা দাজ্জাল বলেছেন: অপাড় সমুদ্র থেকে এক কোষ জল খুজে বের করার চেষ্টা করলেন দাদা ???? জটিল দাদা জটিল !!!! আপনিই পারবেন দাদা, এই দেশ আপনাদের-ই |-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.