নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আকাশ হতে চাই

সাইফ সারওয়ার

সাইফ সারওয়ার › বিস্তারিত পোস্টঃ

অ্যামেরিকান দের প্রতারণার জাল ......!!

২০ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৩৩

ছোট বেলা থেকেই মাথায় কিছু প্রশ্ন ঘুরপাক করত...! তা হল ,

'সব ভালো ভালো আবিষ্কারই কেন অ্যামেরিকানদের হয় !? সব ভালো বিজ্ঞানীই কেন অ্যামেরিকান হয় !!? তাহলে কি অ্যামেরিকানদের ব্রেন আমাদের থেকে আলাদা !? আমরাই বা এত পিছে কেন !?''



যখন একটু বড় হলাম, তখন জানতে পারলাম, অ্যামেরিকানরা অর্থ আর উন্নত জীবন যাপনের স্বপ্ন দেখিয়ে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ভালো ভালো ছাত্র-ছাত্রীদের বৃত্তি দেবার নামে তাদের দেশে নিয়ে যায় ! আর পক্ষান্তরে আমরা হারাই আমাদের লুকানো সম্পদ, যারা কিনা আমদের দেশের উন্নয়নে অবদান রাখতে পারতো !।





কিন্তু এখন দেখছি অ্যামেরিকানরা তাদের ভোল পাল্টেছে ! কোন উন্নয়নশীল দেশ থেকে যখনই কেউ কিছু আবিস্কার করে প্যাটেন্ট করছে.. তখনই সেই আবিস্কারকে পর্যালোচনার নামে কালক্ষেপণ করে আটকে দেয়া হচ্ছে, ! আর এই সময়ের মধ্যেই সেই আবিস্কারের দাবি করে বসছে অ্যামেরিকান কোন বিজ্ঞানী ! এই প্রতারণার সর্বপ্রথম শিকার আমাদের স্যার জগদীশ চন্দ্র বসু ! যিনি প্রথম রেডিও আবিস্কার করলেও তার প্যাটেন্ট চুরি করে রেডিও আবিস্কারক হিসেবে সারা পৃথিবীকে তাক লাগিয়ে দেন ইটালিয়ান বিজ্ঞানী মারকনি !!



এখন দেখার বিষয়, এই প্রতারণার জালে আর কজন ধরা পরেন... !।



মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২১ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:২৬

আমি ব্লগার হইছি! বলেছেন: মার্কনি কি আমেরিকান নাকি ইটালিয়ান?

২| ২১ শে নভেম্বর, ২০১৪ রাত ১:২২

নতুন বলেছেন: যিনি প্রথম রেডিও আবিস্কার করলেও তার প্যাটেন্ট চুরি করে রেডিও আবিস্কারক হিসেবে সারা পৃথিবীকে তাক লাগিয়ে দেন অ্যামেরিকান বিজ্ঞানী মারকনি !!

Bose and patents[edit]
The inventor of "Wireless Telecommunications", Bose was not interested in patenting his invention. In his Friday Evening Discourse at the Royal Institution, London, he made public his construction of the coherer. Thus The Electric Engineer expressed "surprise that no secret was at any time made as to its construction, so that it has been open to all the world to adopt it for practical and possibly moneymaking purposes."[10] Bose declined an offer from a wireless apparatus manufacturer for signing a remunerative agreement. Bose also recorded his attitude towards patents in his inaugural lecture at the foundation of the Bose Institute on 30 November 1917. -- উইকি

উনি পেটেন্টের জন্য আবেদন করেন নাই... যদিও তিনি মাক`নির আগে রেডিওর সফল পরিক্ষা করেছিলেন..



আর মাক`নি ইটালিয়ান ছিলো...

৩| ২১ শে নভেম্বর, ২০১৪ রাত ১:২২

কলাবাগান১ বলেছেন: আপনাদের দৌড় এটুকুই ...... পারলে কিছু আবিস্কার করে দেখান, তারপর অভিযোগ করুন। শুনা কথাকে তিল কে তাল করেই আপনাদের দিন যাবে আর অণ্যরা তর তর করে এগিয়ে যাবে। আপনাদের কয়টা আবিস্কার কে আমেরিকা নিজের বলে দাবী করেছে। ইন্টারনেট কোন বাংলাদেশী আবিস্কার করেছে? পেনিসিলিন কোন বাংগালী বিজ্ঞানী আবিস্কার করেছে... ইলেট্রিসিটি কোন বিজ্ঞানী আবিস্কার করেছে........????

আমেরিকায় আসুন আর দেখুন বিশ্ববিদ্যালয় গুলি কিভাবে সবাইকে আবিস্কারের নেশায় মাতিয়ে রেখেছে...

৪| ২১ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৮

মহান অতন্দ্র বলেছেন: হুম চিন্তার বিষয় তবে লেখাটির আগে আর একটু পড়াশোনা করে নিলে ভাল হত ।

৫| ২১ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩১

নিমচাঁদ বলেছেন: হেই ম্যান , আমেরিকান রা একটা গ্রহ চালায় আর সেইটা প্রতারণা করে না , সিষ্টেম করেই চালায় ।
আপ্নে আরেকটু লেখা পড়া করে লিখেন , সেটাই ঠিক হবে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.