![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঠিক এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্করতম সীমান্ত হল ভারত-বাংলাদেশ সীমান্ত ! এমন কোন দিন নেই, যে অবৈধ ভাবে গরু আনার দায়ে দু একজন বাংলাদেশি গুলি খেয়ে না মরছে। কিন্তু কই, ফেন্সিডিল কিনবা গাঁজা আনার অপরাধে কাউকে কোন দিন গুলি করতে তো শুনলাম না !? ভারতে তৈরি মাদক চোরাচালানের মহোৎসব চলছে পুরো সীমান্ত জুড়েই। বি এস এফ এর সহযোগিতায় আগ্নেয়াস্ত্র থেকে শুরু করে সমাজ ধংস কারি নানা রকমের অর্ধনগ্ন পোশাক অনায়াসে প্রবেশ করছে আমাদের দেশে । কই, তখন তো কেঊ গুলি ছোড়ে না !?
কার কি !।
হাজারও টকশোর ভিরে সীমান্ত হত্যা প্রসঙ্গটি আসেনা ,
বিশ্ব মানবাধিকার সংস্থা গুলো এ নিয়ে কথা বলেনা,
বিশ্ব গনমাধ্যম গুলো এ নিয়ে কোন প্রতিবেদন করেনা,
জাতিসংঘ কোন প্রস্তাব পাশ করেনা,
কেন !?
আমরা ছোট দেশ, তাই !? আমরা গরীব, তাই !? আমরা সহজ-সরল, তাই !?
এখনও সময় আছে, আমাদের সমাজ- সংস্কৃতি কে ধ্বংসের হাত থেকে রক্ষা করুন, যে কোন ভারতীয় পন্য কে 'না' বলুন ।
২| ০৭ ই মার্চ, ২০১৬ রাত ৮:১২
ডা: শরীফুল ইসলাম বলেছেন: ষ্টার জলসা আর ষ্টার প্লাস দেখার সময় মনে থাকে না যে তারা এর দ্বারা আজ আমাদের সমাজে স্লো পয়জনিং করছে।
৩| ০৭ ই মার্চ, ২০১৬ রাত ৯:২৫
মুসাফির নামা বলেছেন: আমরা পরাধীন তাই।
৪| ১০ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৪০
সাধারন বাঙালী বলেছেন: সাধু সাবধান
©somewhere in net ltd.
১|
০৭ ই মার্চ, ২০১৬ রাত ৮:০০
বিজন রয় বলেছেন: খারাপ কিছুকে অবশ্যই না বলতে হবে।