![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
# পাঞ্জাবী পড়া, দাঁড়িওলা ছাত্র পেলেই ধরে নিয়ে তাকে দাড় করিয়ে, টেবিলের সামনে কতগুলো জ্বিহাদী বই আর কম্পিউটার রেখে, বুকের মাঝে জঙ্গি লিখে যদি রাজনীতির বলি বানানো যায়, তাতে কার লাভ !?
# একসময়ের ''সোনালী আঁশ'' খ্যাত পাটের কল গুলোকে নানা অজুহাতে একে একে বন্ধ করে দিয়ে, কাঁচা পাট পার্শ্ববর্তী দেশের কাছে কম মুল্যে বিক্রি করতে যদি বাধ্য করা যায়, তাতে কার লাভ !?
# সহজলভ্য এবং একই সাথে হাজার খানেক যাত্রী বহনকারী বাহন ''রেল গাড়ি'' ধীরে ধীরে বন্ধ করে দিয়ে দেশের মানুষকে যদি শুধু চার চাকার বাহনে চলতে বাাধ্য করা যায়, তাতে কার লাভ !?
# U loop কিংবা underpass তৈরি না করে, পরিকল্পনাহীন ভাবে যত্র-তত্র flyover বানিয়ে এবং কর কমিয়ে, যদি নিত্য নতুন গাড়ি কিনতে উতসাহ দেয়া যায়, তাতে কার লাভ !?
# দেশে উৎপাদিত Electronics পণ্যের উপর আরোপিত কর, আর আমদানি করা পণ্যের কর যদি একই হয়, তাতে কার লাভ !?
# দেশের Internet speed যখন কচ্ছপ গতির, তখন অপ্রয়োজনীয় দেখিয়ে যদি অন্য দেশের কাছে bandwidth বিক্রি করে দেয়া হয়, তাতে কার লাভ !?
# দেশের আকাশে যদি পার্শ্ববর্তী দেশের টিভি চ্যানেলের অর্ধ নগ্ন-খিচুড়ি মার্কা ছবি আর সানি লিয়ন ঘুরে বেড়ায়, তাতে কার লাভ !?
জানি, জানি তো ! কিন্তু বলবনা !!!
২| ১৩ ই মার্চ, ২০১৬ সকাল ১০:১২
রাজু বলেছেন: হাসা কথার ভাত নাই!! সো বলিয়েন না..
৩| ১৩ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৪৭
বিপরীত বাক বলেছেন: পাটকলে যেয়ে ফ্লোরে চাকরি করে আসেন। পিছন দিয়ে সোনালী সুতা বের হবে।
১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১:২৫
সাইফ সারওয়ার বলেছেন: জি দাদা, আপোনার কথা আমি অতিব গুরুত্ব সহকারে ভেবে দেখবো ।
©somewhere in net ltd.
১|
১২ ই মার্চ, ২০১৬ রাত ৯:৫০
বিজন রয় বলেছেন: সহমত।
++++