![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বড়ই চমৎকার দৃশ্য! নাইটিঙ্গেল থেকে পল্টন পর্যন্ত শিবিরের বাঁধাহীন শো-ডাউনের পরদিনই মতিঝিলে জামাতের সমাবেশের অনুমতি। অথচ জামাত শিবির দেখামাত্র গুলির নির্দেশে উদ্বেলিত কী-বোর্ডগুলো এখন ভাটিয়ালী,পল্লীগীতি,ফুল-পাখি,প্রেমকাব্যে মগ্ন। কোন রা-নেই,সবাই বোধকরি ধ্যানমগ্ন প্রভূর মতিগতির অপেক্ষায়। ভাব বুঝে কীর্তন,দল বেধে হুক্কাহুয়া।
২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪০
িবদ্রহী বলেছেন: আমার তো মনে হয় হেগো মিছইল করতে দিলে এতো লাশ পড়তো না। এখন কি বাল টা ফালাচ্ছে। একটু হাউ কাউ .আড় তো কিছু নাহ। হুদাই BAL এর সরকার ভয় পাইয়া কাপড় নষ্ট কইরা ফালাই ছিলো। এখন চারটারে মাইরা ফালাইয়া ভয় ঢুকছে। আর পুলিশের বিগ বস খ্যাত বে নজির সাহেব হটায়য় সুর পাল্টাইলো ক্যান হেইডাও তো বুজবার পারলাম না।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৮
আহসান২০২০ বলেছেন: চমতকার বুইলছেন রে ভাই। যখনি উর্ধ্বতন রা অনুমুতি দেন না, তিনারা শুরু করেন তান্ডব, তখনি ঝড় উঠে কি-বোর্ডে। এখন অনুমুতি দিছে কোন ছাগলই আর ম্যাতকার করে না।