![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
‘বাংলাদেশ মানবাধিকার কমিশন পদক ২০১৩’ বঞ্চিতদের অবগতির জন্য জানানো যাইতেছে যে, যাহারা এই মহামূল্যবান পদক বঞ্চনার শোকে দুঃখে কাতরতর হইয়া আহার নিদ্রা পরিত্যাগ করিয়া ইহধাম হইতে বিদায় লইবার ধনুর্ভঙ্গ পণ করিয়াছেন তাহারা এই মর্মে আম্বস্ত হইতে পারেন যে, ২০১৩ অদ্যাবধি সমাপ্ত হয় নাই (দম লইয়া পাঠ করুন)।
বিধায়, ঐ পদক প্রপ্তির সুবর্ণ সুযোগ এখনও চন্দ্র-সূর্যের মতই বিদ্যমান রহিয়াছে। তবে এই পদক প্রত্যাশীগণকে একটি কর্ম অতি আবশ্যকীয় কর্মজ্ঞানে সু-সম্পাদন করিতে হইবে।
কর্মখানি নিম্নরূপ :
০১.নিজ শয়ন কক্ষে নিহত সাংবাদিক দম্পতি সাগর এবং রুনি’র চরিত্র লইয়া মাহফুজীয় বদ-বয়ান আত্মস্থ করিতে হইবে।
০২. এবং ঐ বদ বয়ান সাংবাদিক সম্মেলন ডাকিয়া অবিকল সুর লয় ছন্দে বলিতে হইবে।
বি:দ্র: বয়ান ঝাড়িয়া ক্ষমা চাহিলেও উহাকে অযোগ্যতা বলিয়া বিবেচনা করা হইবে না।
©somewhere in net ltd.
১|
১০ ই মার্চ, ২০১৩ রাত ৩:২২
ইব্রাহিম মন্ডল বলেছেন: এই পদকের ভারে রাষ্ট্র এখন কাত হয়ে যাবে। আর সেই ঢালু পথে আমরা ক্রমশ গড়াতে গড়াতে মহাসাগরে মিলিয়ে যাবো।
লজ্জা লজ্জা লজ্জা ...