নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবার সাথে শিক্ষণীয় পোস্ট শেয়ার করতে চাই। আমার দ্বারা যদি কেউ উপকৃত না হয়, তো ক্ষতির শিকার হবে কেন?
কয়েকমাস আগে একজন আমার রুমে এসে দেখল আমি বিজয় দিয়ে টাইপ করছি। এই যে ব্লগটা লিখছি সেটাও বিজয় অপশনে গিয়ে। তখন সে ছেলে এসে বলল- ভাইয়া আপনি অভ্র দিয়ে টাইপ না করে বিজয় দিয়ে করছেন কেন? বর্তমানে জাগ্রত তরুণদের আর বিজয় দিয়ে টাইপ করার দিন নেই। তাছাড়া অভ্র ভাষার সন্মানে তার সফ্টওয়ার ফ্রি দিয়েছে। বিজয় পরিহার করা সময়ের দাবী। বিজয়ের মালিক ভাষাকে টাকার বিনিময়ে বিক্রি করছে! আরও অনেক কথাই বলল। আমি বললাম- আমিও তো বিজয় টাকা দিয়ে ক্রয় করিনি। এটা নেট থেকেই ডাউনলোড দিয়েছি।
সত্যিকারার্থে চেতনা বিষয়টা যে কি তা আজকাল আমার জন্য বোঝা বড়ই কঠিন হয়ে গেছে। কে কোথায় চেতনা খুঁজে পায় সেটাও বুঝিনা। থাক চেতনা নিয়ে বেশি ত্যানা পেঁচিয়ে আবার অচেতনায় হাবুডুবু খাব। দরকার কি গুরু?
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪২
সাইফুল১৩৪০৫ বলেছেন: সহমত।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৯
মাঘের নীল আকাশ বলেছেন: চেতনা নয়, দরকার সচেতনতা!