নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিচয় নতুন করে লেখার মত কিছুই এখনও হয়ন....

সাইফুল১৩৪০৫

সবার সাথে শিক্ষণীয় পোস্ট শেয়ার করতে চাই। আমার দ্বারা যদি কেউ উপকৃত না হয়, তো ক্ষতির শিকার হবে কেন?

সাইফুল১৩৪০৫ › বিস্তারিত পোস্টঃ

সাকিব-মেসির চেয়ে ভাল খেলোয়াড় চায়ের দোকানে আছে!

২৬ শে জুন, ২০১৬ রাত ৯:৪৪

আমরা অন্যের সমালোচনা করার ওস্তাদ। যে মেসি এত বিখ্যাত খেলোয়াড় সেই মেসি গোল মিস করলেও বলি, আরে শালায় কি করল, একটু বলটা বাদিকে বাঁক খাওয়াইলেই তো গোল হয়ে যেত। কিন্তু সমালোচনা করার আগে ভাবতেও পারি না সেই সমালোচনাটা নিজের শরীরেই এসে পড়ে।

ইউটিউবে একটা ভিডিও দেখলাম। বাংলা সিনেমার বর্তমান ইতিহাস খুব একটা ভাল না মানলাম (তবে অল্প কিছু ব্যতিক্রমও আছে)। এখন কথা হল মান উন্নত করার দায়িত্ব কাদের? সিনেমা তৈরির অধিকার কি শুধু কাজী হায়াৎ, ছটকু আহমেদ, এফ আই মানিকদেরই? আপনাকে বোধহয় সিনেমা বানাতে তারা বাঁধা দিয়েছে? আপনারতো অনেক ক্রিয়েটিভিটি! তো বসে আছেন কেন? ওহ! আপনিতো ইংরেজি সিনেমা বানান। আর সেটা চান্দের দেশে সুপার হিট হয়েছে।

কিছুদিন আগে আরেকটা ভিডিও দেখছিলাম। তিনটা মেয়ে বাংলা সিনেমার বিবর্তন নিয়ে ফানি ভিডিও করেছে। যদিও ভিডিওর আইডিয়া পুরোটাই ছিল নকল। তারপর আবার তাদের শুরুর গানটা ছিল- “ আয়নাতে ঐ মুখ দেখবে যখন, কপোলের কালো তিল পড়বে চোখে”। কিন্তু মেয়ে তিনটা দেখাচ্ছিল কপালের টিপ!

আমি মতামত দিয়েছিলাম- কপোল বলতে কপাল আর তিলকে টিপ বুঝলেন? আপনাদেরতো গানটা আরো মনোযোগ দিয়ে শোনা উচিৎ ছিল! আর পুরাতন ভিডিওটা ভাল করে দেখলেওতো বুঝতেন নায়িকা আয়নায় গালের তিল দেখতেছে। তারা আমার কমেন্টস ডিলিট করে দিয়েছিল। তাদের ফেজবুকে কমেন্টস করার সাথে সাথে ব্যান করেছিল। কিন্তু আম পাবলিক সেখানে নাইস, গুড গুড করে চিল্লায়া ভালই মজা পাচ্ছিল!...

আসলে অনেকেই আছে বাংলাদেশী পণ্য, সিনেমা ইত্যাদিকে ছোট করে নিজেকে স্মার্ট প্রমাণ করতে চায়।

একদিন দেখলাম একজন গুগল ট্রান্সলেটরকে কয়েক হাত দেখিয়ে দিয়েছে। হায়রে! গুগল এটা কি ট্রান্সলেট করলি? এমন করে বিলাপ করে স্টাটাস দিয়েছে। সাথে তার ভক্তরাও চেঁচাচ্ছিল।

গুগলতো এ দায়িত্ব আপনাকেই দিয়েছিল। এখনও শব্দের অর্থ আপনি যদি উন্নত করতে চান তার জন্য সেটা উন্মুক্ত করা আছে। তো বসে আছেন কেন? বাংলার জন্য কিছু করার ইচ্ছা থেকে গুগলকে একটু সহায়তা করেন। বলি গুগলকে এ পর্যন্ত কয়টা বাংলা শব্দ দিয়ে সাহায্য করেছেন?

অনেক ভাল লেখেন। প্রতিভাটা বিকশিত করলেই সরকারী অর্থায়নে বইটি প্রকাশিত হবে। আর পাঠক তো বইমেলায় শুধু আপনার বই কেনার জন্যই যাবে। ফলে নজরুল, রবীন্দ্রনাথ, জাফর ইকবালদের বই পড়ার মত পাঠক থাকবে না। তাদের কথা ভেবেই বুঝি লেখাগুলো জনসম্মুখে আনছেন না?

সাকিব আল হাসান কি -- বল করল। সাকিব থেকে এত ভাল পারেন দেখেই বুঝি আপনাকে খেলতে নেয়নি? তাই মোড়ের চায়ের দোকানে বসে ঘন্টার পর ঘন্টা শব্দ দূষণ করে চলেছেন।

এত সমালোচনা রেখে আমরা কি পারি না, সবাই মিলে ভাল কিছু করতে? সাকিবের বল খারাপ হচ্ছে। দেশের প্রয়োজনে আরো ভাল বলার দরকার। তো ব্যাট বল হাতে নিয়ে চলে যান মাঠে। অনুশীলন করুন। আপনি কেন মোড়ের চায়ের দোকানে আড্ডাবাজী করছেন?

[লেখা শেষে মনে হচ্ছে আমিই সবচেয়ে বড় সমালোচক। যে কিনা সমালোচকদেরই সমালোচনা করেছি। :P]

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.