নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিচয় নতুন করে লেখার মত কিছুই এখনও হয়ন....

সাইফুল১৩৪০৫

সবার সাথে শিক্ষণীয় পোস্ট শেয়ার করতে চাই। আমার দ্বারা যদি কেউ উপকৃত না হয়, তো ক্ষতির শিকার হবে কেন?

সাইফুল১৩৪০৫ › বিস্তারিত পোস্টঃ

এদেশে সন্মানের র‌্যাংকিং হয় ডাণ্ডার ভিত্তিতে

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:২৪



কক্সবাজার জেলার পেকুয়া থানার এসআই তৌহিদুল ইসলাম ভাইয়ার শরীরে ট্রাকের ধাক্কা লাগার অভিযোগে মীর কাশেম নামক এক পিতার বয়সী ট্রাক চালককে প্রকাশ্যে খোলা রাস্তায় কান ধরে সিজদাহ দেওয়াতে বাধ্য করা হয়েছে!

পিতার বয়সী মীর কাশেম এখন অপমানে আত্মহত্যা করতে চাইতেছে। মীর কাশেম একজন দাঁড়ি-টুপি, পাঞ্জাবীওয়ালা লোক বলেই কি তাকে সিজদাহ দেওয়ানো হল?

এটা বাংলাদেশ! অসাম্প্রদায়িকতার বাংলাদেশ! এখানে সবই করা যায় কিন্তু বলা যায় না। বললে জঙ্গির তকমাসহ আরো অনেক কিছুই লাগতে পারে।

এসআই সাহেব খোঁজ নিয়ে দেখতে পারেন, ট্রাক, রিকশা, ভ্যান চালকের ছেলেমেয়েও আপনার চেয়ে অনেক বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রী নিচ্ছে। ডিএমসিতে পড়ছে।

আপনি ভাবছেন আপনি অনেক বড় ক্ষমতা পেয়ে গেছেন? আপনার মেধা কাগজে কলমে আছে মস্তিষ্কে নেই। সুশিক্ষা আপনি পাননি। যেটাই আপনার মত মহৎ পেশার লোকদের জন্য জরুরী। তাছাড়া অযোগ্যের হাতে অধিক ক্ষমতা পড়লে তার অপব্যবহার হতেই পারে।

অবশ্য এদেশে র‌্যাংকিং হয় ডাণ্ডার ভিত্তিতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি যদি কোন রাস্তা দিয়ে হাঁটতে থাকে, তবে তাকে কজন স্যার স্যার করবে? কিন্তু একজন পুলিশ রাস্তায় যখন ডাণ্ডা নিয়ে দাঁড়িয়ে থাকে দেখবেন তাকে অনেকেই স্যার স্যার করবে। একজন এসএসসি পাশ পুলিশকে দিয়ে যদি বিশ্ববিদ্যালয় শিক্ষককে পেটানো যায়, তবে এসআই হয়ে ট্রাক চালকের কান ধরাতে সমস্যা কোথায়?

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৪৫

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আমি একদিন পুলিশ কর্তৃক একজন মেডিকাল রিপ্রেজেনটাটিভ অফিসার কে অপদস্থ হতে দেখে ছিলাম। বেচারা স্মাতক পাশ হয়ে একজন এস এস সি পাস পুলিশ কর্তৃক নাজেহাল হয়েছেন। তাকে খুব অসহায় মনে হয়েছে অপর পক্ষে রাষ্ট্রীয় ট্যাগ লাগানো ব্যক্তি কে খুবই আক্রমনাত্মক দেখেছি।

আমার কথা হল কেউ যদি আইন ভাঙে তাকে আইনের আওতায় আনতে হবে। যে যার ইচ্ছে মত কাউকে সাজা দিতে পারেনা। তাহলে টোকাই মিজান/এরশাদ সিকদার দোষ করছিল কি!

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:১৫

সাইফুল১৩৪০৫ বলেছেন: আমি এক পুলিশকে দেখছিলাম রাস্তার পাশের জাম বিক্রেতার জাম নিয়ে নিয়ে খাচ্ছে। টাকা দেয়ার নাম নাই।

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:১৫

সিলেক্টিভলি সোশ্যাল বলেছেন: এটা এখন খুব প্রাত্যহিক চিত্র। শুধু পুলিশ কেনো, তরুণ তরুণীরা অনায়াসে বয়োবৃদ্ধ রিকশাচালকদের সাথে নোংরা ভাষায় কথা বলে, তাদের গায়ে হাত তুলে। গায়ের জোড় আর ক্ষমতার জোড় দেখানোই বর্তমান স্মার্টনেস।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:১৪

সাইফুল১৩৪০৫ বলেছেন: সবমিলে হতাশই হতে হয়।

৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৪:৩৬

হাসান কালবৈশাখী বলেছেন:
বাংলাদেশ পুলিশ সাধু না। পিটায়, ঘুশ খায় ...

তবে এই ড্রাইভার বুইড়টা বদমাইশ। এক্সিডেন্টের পর পুলিশের সাথে তর্ক শুরু করলে পুলিশ তাকে নামিয়ে তাকে উত্তমমধ্যম দিতে গেলে টুপিপড়া বদমাইশ টা সিজদার ভংগিতে শোডাউন সুরু করে।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:১৬

সাইফুল১৩৪০৫ বলেছেন: এই বুইড়া এমন করছে কিনা জানিনা। তবে আপনার এই বদ্ধি প্রয়োগ করে পুলিশকে শায়েস্তা করা যাবে।

৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৫৪

বিলিয়ার রহমান বলেছেন: একজন পুলিশ রাস্তায় যখন ডাণ্ডা নিয়ে দাঁড়িয়ে থাকে দেখবেন তাকে অনেকেই স্যার স্যার করবে।

এর নামই বাস্তবতা ভাইজান!!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.